আজকের খবর ২০২৫

অনলাইনে বেতন দেখার নিয়ম ২০২৪ । অনলাইনে বার্ষিক বেতন নির্ধারণ করার পদ্ধতি দেখে নিন

সরকারি চাকরিজীবিদের প্রতি বছরই ৫% বার্ষিক বেতন বৃদ্ধি হয়- বেতন বৃদ্ধির ধাপ নির্ধারিত তবে এ বছর সরকার প্রনোদনা হিসেবে ৫% অতিরিক্ত মূল বেতন বৃদ্ধি দিতে সম্মত হয়েছে-অনলাইনে বেতন দেখার নিয়ম

অনলাইনে কি চেক করা যাচ্ছে? না। অনলাইনে Pay Fixation ওয়েবসাইট হতে ইনক্রিমেন্ট চেক করা যাচ্ছে না। ওটিপি আসছে না মোবাইলে। আপনি আইবাস++ এ গিয়ে বেতন আপডেট করতে গেলে দেখবেন যে, ইনক্রিমেন্ট লেগে গেছে। দুটি নয়, একটি ইনক্রিমেন্ট অটো লেগে গেছে। হয়তো পে ফিক্সেশন ওয়েবসাইটে কাল বা পরশু হতেই ইনক্রিমেন্ট চেক করা যাবে।

বার্ষিক বেতন বৃদ্ধি কি ১ তারিখে অটো লেগে যায়? হ্যাঁ। অটো লেগে যায়। প্রধান হিসাব রক্ষণ অফিস বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অটো লাগিয়ে দেয়। এক্ষেত্রে কারও পে ফিক্সেশন তথ্যে ঘাটতি বা জটিলতার কারণে ইনক্রিমেন্ট লাগে না। সে ক্ষেত্রে স্থানীয় হিসাবরক্ষণ অফিসে গিয়ে ইনক্রিমেন্ট লাগিয়ে নেয়া যায়।

প্রতি বছর পে ফিক্সেশন বা বার্ষিক বেতন বৃদ্ধির কপি কি বের করতে হবে? না। এটি বের করতেই হবে এমনটি নয়। তবে আপনি চাইলে নিজে নিজেই চেক করতে পারেন। জুলাই মাসে বেতন বৃদ্ধি চেক করার ক্ষেত্রে আইবাস++ বা পে ফিক্সেশন ওয়েবসাইটে যাচাই করতে পারবেন। কোন কারণে ইনক্রিমেন্ট যদি না লেগে থাকে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে লাগিয়ে নিলেই হল।

বার্ষিক বেতন বৃদ্ধি অনলাইনে চেক করার নিয়ম / ইনক্রিমেন্ট চেক করার নিয়ম দেখুন

বার্ষিক বেতন বৃদ্ধি দেখার উপায় ২০২৪ – Go to Pay Fixation > পরবর্তী ধাপ>আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি তে টিক দিতে হবে >পরবর্তী>ইনক্রিমেন্ট>হ্যাঁ>বেসামরিক> NID Number, Verification No. , Capcha Entry>Login>OK>Verification Code>5352>Validate> ইনক্রিমেন্ট তারিখ সিলেক্ট >Click GO>Increment Sheet>Go bellow to See Basic. ibas++ Increment 2022 । আপনার বার্ষিক বেতন বৃদ্ধি কত দেখে নিন

অনলাইনে বেতন দেখার নিয়ম । অনলাইনে বার্ষিক বেতন নির্ধারণ করার পদ্ধতি দেখুন

বার্ষিক বেতন বৃদ্ধি ২০২৪ – ইনক্রিমেন্টের তারিখের টিক চিহ্নে চাপ দিলে ০১/০৭/২০২৪ এ চাপ তারপর GO তে চাপ দিলে আপনার ফরম আসাবে, স্ক্রিন সর্ট দিয়ে গ্যালারিতে সংরক্ষণ রাখবেন অথবা আপনি পিডিএফ সেইভ বা ডাউনলোড করে মোবাইল বা পিসিতে সংরক্ষণ করে রাখতে পারবেন।

যেভাবে নিজের ইনক্রিমেন্ট নিজেই দেখবেন । মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই যাচাই করা যায়।

  1. Chrome/ Google
  2. www.payfixation.gov.bd
  3. Integrated Budget & Accounting System
  4. পরবর্তী ধাপ
  5. আমি প্রিন্ট নিয়েছি টিক চিহ্ন টিক দিয়ে পরবর্তী ধাপে চাপ দিবেন।
  6. ইনক্রিমেন্ট
  7. হ্যাঁ
  8. বেসামরিক
  9. Nid, verification no এবং সঠিক ভাবে কেপচা /এলোমেলো সংখ্যা লিখে Login করুন।
  10. Ok
  11. Verifications code /OTP মোবাইলে ম্যাসেজে যাওয়া চার সংখ্যার কোড দিবেন।
  12. Validate চাপ দিন।
  13. বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ ড্রপডাউন লিস্ট হতে সিলেক্ট করুন। Click GO >done

পে ফিক্সেশন বা ইনক্রিমেন্ট কপি বের করতে কি কি লাগবে?

  1. জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর
  2. মোবাইল ফোন নম্বর (অবশ্যই আপনার নিজের হতে হবে)।
  3. বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুষাঙ্গিক সকল কাগজপত্র যেমন- নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিস আদেশের সফট কপি (PDF/JPG ফরমেটে)
  4.  নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (PDF/JPG ফরমেটে)
  5. চলমান এবং নতুন নিয়োগ ব্যতীত অন্যান্য বেতন নির্ধারণের জন্য ০১/০৭/২০১৫ তারিখের বেতন নির্ধারণ ‘ভেরিফিকেশন নম্বর’
  6. প্রিন্ট করার ব্যবস্থা থাকতে হবে।

ইনক্রিমেন্ট চেক । যেভাবে নিজের ইনক্রিমেন্ট নিজেই দেখবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *