সূচীপত্র
একবার যাত্রার জন্য কোন কার্ড নিতে হবে না – মেট্রোরেলে যাতায়াতের জন্য সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া গুণতে হবে – মেট্রোরেল এর ভাড়ার তালিকা ২০২৪
মেট্রোরেল ট্র্যাভেল কার্ডের দাম কত? ১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড কিনতে হবে ২০০ টাকা দিয়ে। এই কার্ড দিয়ে যাতায়াতের জন্য প্রয়োজনমতো টাকা রিচার্জ করা যাবে। স্থায়ী কার্ড পেতে নিবন্ধন করতে হবে। ডিএমটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের লিংক দেওয়া হবে। এ দিন থেকে নিবন্ধন করা যাবে। নিবন্ধন করতে নিজের নাম, মাতা–পিতার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, মুঠোফোন নম্বর, ই-মেইল আইডি লাগবে।
একবার গেলেও কি কার্ড লাগবে? এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ডের জন্য নিবন্ধনের প্রয়োজন হবে না। স্টেশন থেকে এই কার্ড কিনে যাত্রা করা যাবে। ট্রেন থেকে নামার সময় কার্ড রেখে দেওয়া হবে। স্টেশনের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে বিক্রয়কর্মীর সহায়তায় কার্ড কেনা যাবে। মেট্রোরেলের ভাড়ার তালিকা ২০২২ । Metro rail vara Chart in Bangladesh
এ ছাড়া ভেন্ডিং মেশিন থেকে যাত্রীরা নিজেরাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্ড সংগ্রহ করতে পারবেন। সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। এরপর প্রতি দুই স্টেশন পর ১০ টাকা ভাড়া যোগ হবে। ২৯ ডিসেম্বর থেকে যাত্রীরা এককালীন ও দীর্ঘমেয়াদী (সিঙ্গেল-মাল্টিপল) ব্যবহারের কার্ড কিনতে পারবেন। এটি দিয়ে মেট্রোরেলে উঠে যাতায়াত করা যাবে।
মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে / মেট্রোরেলের ভাড়ার তালিকা ২০২৪
মেট্রোরেল এর ভাড়ার তালিকা ২০২৪ | প্রতি কি:মি: ৫ টাকা হারে নির্ধারণ করা হয়েছে। এক স্টেশন হতে পরবর্তী ষ্টেশন ২০ টাকা।
Caption: Metro Rail Fair list Dhaka
মেট্রোরেলের ভাড়ার তালিকা ২০২৪ । বৈদ্যুতিক রেলটি ব্যবহারে সাধারণ জনগণকে নির্ধারিত হারে ভাড়া গুণতে হবে
- দিয়াবাড়ি থেকে উত্তরা সেন্টার – ২০ টাকা।
- দিয়াবাড়ি থেকে পল্লবী-৩০ টাকা।
- দিয়াবাড়ি থেকে মিরপুর-১০- ৪০ টাকা।
- পল্লবী থেকে মিরপুর-১১-২০ টাকা।
- পল্পবী থেকে শেওড়াপাড়া-৩০ টাকা।
- মিরপুর-১০ থেকে ফার্মগেট- ৩০ টাকা।
- দিয়াবাড়ি থেকে শেওড়াপাড়া- ৫০ টাকা।
- মিরপুর-১০ থেকে কারওয়ান-৪০ টাকা।
- বাজার মিরপুর-১০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-৫০ টাকা।
- আগারগাও থেকে দিয়াবাড়ি-৬০ টাকা।
- মিরপুর-১০ থেকে কমলাপুর-৭০ টাকা।
- দিয়াবাড়ি থেকে কমলাপুর-১০০ টাকা।
মেট্রোরেল ক’টা পর্যন্ত চলবে?
আগামী ২৯ ডিসেম্বর ২০২২ মেট্রোরেল চালু হওয়ার পর প্রথম দিকে মেট্রোরেল প্রতিদিন ৪ ঘণ্টা করে চালানো হবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। যাত্রীরা মেট্রোরেল ব্যবহারে অভ্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল পরিচালনার সময় বাড়ানো হবে। শুরুতে কোনো স্টপেজ ছাড়াই সরাসরি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে ।
মেট্রো রেল ভাড়া ২০২৩ । সর্বনিম্ন ২০ টাকা ধরে ঢাকা মেট্রো রেল ভাড়া তালিকা দেখে নিন