Employment Permit System (EPS) এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় যেতে না পারার কারণে BOESL এ জমাকৃত অর্থ ফেরত প্রদানের আবেদন ফরম।
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
বােয়েসেল, ঢাকা
বিষয় : Employment Permit System (EPS) এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় যেতে না পারার কারণে BOESL এ জমাকৃত অর্থ ফেরত প্রদানের আবেদন।
আবেদনকারীর নাম
জন্ম তারিখ
পাসপাের্ট নম্বর (পাসপাের্টের কপি সংযুক্ত করতে হবে) …………
বিডি রেজিস্ট্রেশন নম্বর (যদি থাকে)
বােয়েসেলে টাকা জমাদানের বর্ণনা (পে-অর্ডার এর মূল কপি সংযুক্ত করতে হবে)
ক) সার্ভিস চার্জ : …………….
খ) ভিসা ফি :…………………
জমাকৃত অর্থ ফেরত চাওয়ার কারণ :………….. ) টাকা।
আমি নিম্নস্বাক্ষরকারী অঙ্গীকার করিতেছি যে, বােয়েসেল এ জমাকৃত অর্থ ইতঃপূর্বে গ্রহণ বা উত্তোলন করি নাই ।
স্বাক্ষর ও তারিখ মােবাইল নম্বর
নীচের অংশ বােয়েসেল পূরণ করবে।
হিসাব শাখার মন্তব্য:
সার্ভিস চার্জ জমা রেজিস্টার এর পৃষ্ঠা নম্বর …………, ক্রমিক নং ……. মােতাবেক প্রার্থীর জমাকৃত সার্ভিস চার্জ ……………….টাকা যাহার পে-অর্ডার নম্বর…………………. তারিখ………………………… এবং ভিসা………..টাকা যাহার পে-অর্ডার নম্বর …………. তিনি ইতঃপূর্বে বােয়েসেল এ জমাকৃত সার্ভিস চার্জ ও ভিসা ফি ফেরৎ নেন নাই । ফি …………………………………………….
ব্যবস্থাপক (হিসাব ও অর্থ)
ডাটাবেইজ শাখার মন্তব্য:
Web SPAS এর তথ্যানুযায়ী এইচ.আর.ডি-কোরিয়া হতে ইস্যুকৃত তার জব অফার গত ………..
খ্রিস্টাব্দ তারিখে Approved হয় । কিন্তু ………..
ব্যবস্থাপক (ডাটাবেইজ), সহকারী মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপন, ব্যবস্থাপনা পরিচালক
বোয়েসেল: দক্ষিণ কোরিয়ায় সার্ভিস চার্জ ফেরত ফর্ম: ডাউনলোড