ভোটার তথ্য সেবা

NID Correction Laws and Rules 2024 । জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ সংশোধনের উপায় দেখুন

সরকারি বিভিন্ন সেবা পেতে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখসহ অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন পড়ে–NID Correction Laws and Rules

পরিচয়পত্র হারালে ডুপ্লিকেট ইস্যু করানো যায় কি? হ্যাঁ। পরিচয়পত্র হারানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর/আইডি নম্বর উল্লেখ করে জিডি করে তার মূল কপিসহ সাদা কাগজ/সরবরাহকৃত ছকে আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকার পত্র গ্রহণ করতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লিখিত ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয়। নম্বর ভুল হলে ডুপ্লিকেট পরিচয়পত্র ইস্যুকরণ সময় সাপেক্ষ। বিতরণের জন্য নির্ধারিত তারিখের ৭(সাত) দিনের মধ্যে কাউন্টার হতে ডুপ্লিকেট পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে।

জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করা যায়? হ্যাঁ। ঠিকানা পরিবর্তনের বিষয়ে ফরম-১৩/ফরম-১৪ এ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। প্রকল্প অফিসে ভোটার এলাকা পরবর্তন ছাড়া শুধু ঠিকানায় নম্বর বা বানান ভুল থাকলে তা সংশোধন করা হয়। এজন্য পরিবারের কোন সদস্যের পরিচয়পত্রের কপি। গ্যাস/বিদ্যুৎ/টেলিফোন বিলের কপি, কর আদায়ের কপি। চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্র ইত্যাদি দাখিল করতে হবে।

সংশোধিত পরিচয়পত্র বিতরণ কবে করে? এখন অনলাইন হতেই ডাউনলোড করে ব্যবহার করা যায়। রঙ্গিন প্রিন্ট করে ব্যবহারের জন্য সরকার পত্র জারি করেছে। বিতরণের জন্যনিরিত তারিখের ৭(সাত) দিনের মধ্যে কাউন্টার হতে সংশোধিত পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই অনলাইন বা নির্বাচন কমিশনের অফিস হতে হার্ড কপি সংগ্রহ করা যায়।

SSC পাশ না করে থাকলে অন্য কোন উপযুক্ত ডকুমেন্ট দাখিল করতে হবে /ডকুমেন্ট ছাড়া আপনি আবেদন করলে তা খারিজ হয়ে যাবে এটিই স্বাভাবিক ব্যাপার।

আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ প্রদান করতে হবে। সেটা হতে পারে SSC, HSC, অনার্স, মাস্টার্স অথবা অন্য যেকোন শিক্ষাগত যোগ্যতার সনদ। তবে খেয়াল রাখতে হবে উক্ত সনদে যেন আপনার পিতা অথবা মাতার নাম উল্লেখ থাকে। আগের অনেকে সার্টিফিকেটে পিতার নাম উল্লেখ থাকলেও মাতার নাম উল্লেখ থাকতো না, তাই মাতার নাম সংশোধন করতে চাইলে মাতার নাম উল্লেখ আছে এমন সার্টিফিকেট সংযুক্ত করুন। এটা হতে পারে আপনার পাসপোর্ট, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, মার্কশিট, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র ইত্যাদি। উপরের কোনটি না থাকলে আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি করপোরেশন থেকে একটি প্রত্যয়ন পত্র সংগ্রহ করতে পারেন।

Caption: NID Correction Issue

জন্মতারিখ সংশোধন ডকুমেন্ট ২০২৪ । এটি সংশোধনের ক্ষেত্রে কড়া নির্দেশনা রয়েছে তাই এটি সময় সাপেক্ষ এবং পর্যাপ্ত ডকুমেন্ট প্রমানক লাগে

  • যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান- তাদের জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে আবশ্যিকভাবে এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
  •   বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়।  
  • অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শনকিংবা ব্যক্তিগত শুনানীতে অংশ নেয়া প্রয়োজন হতে পারে।  
  • যাদের শিক্ষাগত যোগ্যতা অনূর্ধ এসএসসি/সমমান তাদের জন্মতারিখ সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যু তারিখের আগের তারিখের-  
  • > সার্ভিস বুক/এমপিও’র কপি  
  • > ড্রাইভিং লাইসেন্স  
  • > জন্ম সনদ  
  • > নিকাহনামা  
  • > পাসপোর্টর কপি প্রভৃতি দাখিল করতে হবে  
  • প্রকল্পকালিয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা/প্রকল্প পরিচালক কর্তৃক সাক্ষাতকার গ্রহণ করা হয়, প্রয়োজনবোধে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হয়।

নিজ পিতা/স্বামী/মাতার নাম সংশোধনে কি কি কাগজ লাগে?

আবেদন পত্রের সাথে যেসব দলিলাদি (এক বা একাধিক) দাখিল করতে হবে। এজন্য কাগজপত্র হিসেবে এস.এসসি/সমমান সনদ, নাগরিকত্ব সনদ, জন্ম সনদ, চাকুরীর প্রমাণপত্র, পাসপোর্ট, নিকাহনামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের কপি। আবেদনপত্রের সাথে সংযুক্ত দলিলাদি অবশ্যই সত্যায়িত হতে হবে। সাধারণত প্রাপ্তিস্বীকারপত্রে উল্লিখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। সকল ডকুমেন্টস থাকতে হবে ব্যাপারটি এমন নয় আপনার যা আছে সেগুলো দাখিল করে যুক্তিকতা প্রদর্শন করতে হবে।

Documents for new Voter bd । নতুন ভোটার হতে কি কি লাগে জেনে নিনServices nidw gov bd । জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য করণীয় দেখুনজাতীয় পরিচয়পত্র ডাউনলোড । মোবাইলেই NID অনলাইন রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২৪
নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২৪ । অনলাইনেই কি ভোটার হওয়ার আবেদন করা যায়?NID Card Download System। আইডি কার্ড ডাউনলোড করার নিয়মNid Service 2024। বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড সম্পর্কিত প্রশ্নের উত্তর জেনে রাখুন
আইডি কার্ডে স্থায়ী ঠিকানা পরিবর্তন করার নিয়ম ২০২৪ । অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনের আবেদন করুনভোটার তালিকায় ভুল তথ্য থাকলে করণীয় ২০২৪ । নতুন ভোটার তথ্য সংশোধন ফরম- ৮ ডাউনলোডNID Smart Card Status 2024 । আপনার এনআইডি স্মার্ট কার্ড কত নম্বর বক্সে আছে জানেন কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *