উপবৃত্তি সহ সরকারি অনুদান গুলো এখন নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল এর মাধ্যমে প্রদান করছে- তাই বিকাশ নয় বরং নগদ একাউন্ট খোলা রাখা খুবই জরুরি– Nagad Balance Check 2024

উপবৃত্তি নগদ একাউন্ট ছাড়া পাওয়া যাবে না? না। সুবিধাভোগীদের উপবৃত্তির টাকা পাবার জন্য প্রথমেই সবাইকে ‘নগদ’ একাউন্ট খুলতে হবে। ‘নগদ’ একাউন্ট না খুললে উপবৃত্তির টাকা উত্তোলণ করতে পারবে না। সুবিধাভোগী যারা বাটন ফোন (অ্যান্ড্রয়েড ফোন নয়) ব্যবহার করেন, তারা তাদের ফোনের ম্যাসেজ এর ধারণ ক্ষমতা কম থাকার কারনে উপবৃত্তির টাকার ম্যাসেজ নাও পেয়ে থাকতে পারেন। সেই ক্ষেত্রে ‘নগদ’ একাউন্ট খুলে ব্যালেন্স চেক করতে বলবেন।

নগদ একাউন্ট কিভাবে খোলো? হ্যাঁ। খুবই সিম্পল ব্যাপার। ‘নগদ’ একাউন্ট খোলার জন্য *১৬৭# ডায়াল করতে হবে। *১৬৭# ডায়াল করার পর সুবিধাভোগীরা তাদের চার (৪) ডিজিটের পিন বা পাসওয়ার্ড সেট করবেন। ‘নগদ’ একাউন্ট কনফার্ম করার জন্য দ্বিতৃীয় বার ঐ একই চার (৪) ডিজিটের পিন বা পাসওয়ার্ড সেট করবেন। দুইবার একই চার (৪) ডিজিটের পিন বা পাসওয়র্ড সেট করতে হবে ব্যাস নগদ একাউন্ট খোলা হয়ে গেল। ‘নগদ’ একাউন্ট খোলার জন্য সুবিধাভোগীদের চার (৪) ডিজিটের পিন বা পাসওয়ার্ড কখনোই ‘নগদ’ কর্তৃপক্ষ সেট করবে না বা দিয়ে দিবে না। যার যার পিন সে নিজেই সেট করে নিবে।

পিন পাসওয়ার্ড দোকানদারকে বলা যাবে? না।  পিন বা পাসওয়ার্ড এবং ওটিপি অত্যান্ত গোপন বিধায় সুবিধাভোগীরা এসব কারো কাছে শেয়ার করবে না বা বলবেনা। প্রতারক হতে সাবধান। যদি কোন কারনে সুবিধাভোগীরা ‘নগদ’ একাউন্ট খোলার পর তাদের পিন বা পাসওয়ার্ড ভূলে যায় তবে সুবিধাভোগীরা ‘নগদ’ এর Help Line এ ফোন করে পুনরায় তাদের ‘নগদ’ একাউন্টটি সচল করতে পারবেন। ‘নগদ’ এর Help Line নম্বর হলঃ (১) ১৬১৬৭ এবং (২) ০৯৬০৯৬১৬১৬৭। পিন বা পাসওয়ার্ড ভূলে গেলে Help Line ছাড়া কোন অবস্থাতেই অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ‘নগদ’ একাউন্টটি সচল করতে পারবেন না। ‘নগদ’ এর সাথেই থাকুন, সুস্থ থাকুন।

নগদ একাউন্ট খোলার নিয়ম । নগদ একাউন্ট কোড ভুলে গেলে Forget PIN করুন । বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়মও আজ জেনে নিন। নগদ উপবৃত্তির টাকা আসছে কিনা জানার জন্য মেসেজ ইনবক্স অথবা নগদ একাউন্ট ব্যালেন্স চেক করুন।

আপনার Nagad ব্যালেন্স চেক করতে, আপনি আপনার মোবাইল ফোন থেকে *167# ডায়াল করতে পারেন এবং প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করতে পারেন। বিকল্পভাবে, আপনি আপনার ব্যালেন্স চেক করতে Nagad মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন

Nagad Balance Check 2024 । নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম

Caption: Nagad Account Opening Process

নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২৪ । নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়?

  1. নগদ একাউন্ট খুলতে হলে প্রথমে নিকটস্থ একটি নগদ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে (যেমনঃ ব্যাংক, মোবাইল অপারেটর) যেতে হবে। একাউন্ট খুলতে সাধারণত আপনার নিজের সাথে নিকটস্থ আইডিকার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিয়ে যাত্রা শুরু করতে হবে। এই তথ্য অনুযায়ী, আপনাকে একটি ফরম পূরণ করতে হবে এবং কিছু প্রাথমিক ডকুমেন্ট দেখানো লাগতে পারে।

     

  2. নগদ একাউন্ট খোলার সাধারণ প্রয়োজনীয় তথ্য সম্মিলিত হতে পারে:

     

  3. সঠিক নাম, ঠিকানা, এবং যোগাযোগের তথ্য।
  4. জন্ম তারিখ এবং আইডিকার্ড নম্বর।
  5. স্থায়ী ঠিকানা এবং যে কোনও অতিরিক্ত পরিচিতি যদি প্রয়োজন হয়।
  6. কিছু নগদ মুদ্রার জন্য আগ্রহী হলে শুরুতে কিছু মুদ্রা জমা দেওয়া লাগতে পারে।
  7. অনুগ্রহ করে নিকটস্থ ব্যাংক বা অন্যান্য নগদ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এবং তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তাদের নির্দেশ মেনে চলুন।

নগদ ব্যালেন্স চেক করার নিয়ম কি?

আপনার স্মার্টফোন নাই? কোন সমস্যা নেই আপনি বাটন ফোনেই USSD কোড ব্যবহার করে নগদ ব্যালেন্স চেক করতে পারবেন। আপনার মোবাইল ফোন থেকে 167# ডায়াল করুন। 7 (My Nagad) টিপে Ok বাটন চাপুন। 1 (Balance Inquiry) টিপে Ok বাটন চাপুন। আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স প্রদর্শিত হবে। স্মার্টফোন থাকলে নগদ অ্যাপ ব্যবহার করে খুব সহজে ব্যালেন্স চেক করা যায়। আপনার মোবাইল ফোনে নগদ অ্যাপ খুলুন। লগইন করুন। অ্যাপের হোম পেজে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স প্রদর্শিত হবে।

Nagad to Bkash balance transfer 2024 । নগদ থেকে ব্যাংকে কার্ডে টাকা ট্রান্সফার করবেন কিভাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *