জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াশুনার ব্যাপারে সিরিয়াস না হলেও রেজাল্ট প্রকাশের ব্যাপারে খুবই সিরিয়াস এবং স্মার্ট-অনলাইনেই রেজাল্ট চেক করা যায় – NU Honours 2nd Result 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কত জন পাশ করল?জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ১৬ মে ২০২৪ তারিখ সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় ৩১ টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৪ লক্ষ ৩৩ হাজার ৮১৯জন পরীক্ষার্থী ৩৩৯টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছে। এ পরীক্ষায় ৯৪ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2<space> Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক অর্থাৎ National University (NU) এর স্নাতক পর্ব একটি শিক্ষামূলক প্রোগ্রাম যা উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য প্রদান করা হয়। এই পর্বে বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্তির জন্য অধ্যয়নক্রম সম্পাদন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্বে পড়াশোনা করানো হয় নানা বিষয়ের মধ্যে যেমন বিজ্ঞান, মানবিক বিজ্ঞান, কমার্স, শিক্ষাধীন শিক্ষা, ভূগর্ভবিদ্যা, আর্থ বিজ্ঞান, লক্ষ্যচিন্তা পরিকল্পনা, গণিত, জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ইত্যাদি। স্নাতক পর্বের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার পর যেকোনো ছাত্র-ছাত্রী স্নাতক তৃতীয় বর্ষে অবতীর্ণ করে স্নাতক ডিগ্রি পাবেন।

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বর্ষ পরীক্ষার ফলাফল চেক করা যায়।মোবাইল মেসেজ এবং ওয়েবসাইট ভিজিট দুটি পদ্ধতিতেই রেজাল্ট চেক করা যায়।

মোবাইলফোন বা থার্ডপার্টি ওয়েবসাইট ব্যবহার করেও ফলাফল দেখা যায়। তবে অন্যের সাইট বা ফেসবুক পেইজে নিজের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর শেয়ার না করাই ভাল। এতে করে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে।

Caption: Click here to check your result now

NU Honours 2nd year result check । স্নাতক ২য় বর্ষ পরীক্ষার ফল দেখুন 

  1. Visit the official website of the National University or the National University Bangladesh result portal.
  2. Look for the “Results” or “Examination” section on the website’s homepage.
  3. Find the link for “Honours” or “Degree” results.
  4. Click on the link for the Honours 2nd year result.
  5. You will be redirected to a new page where you need to enter your examination details, such as your roll number, registration number, and any other required information.
  6. Double-check the entered information to ensure its accuracy.
  7. After verifying the details, click on the “Submit” or “Get Result” button.
  8. The result for your Honours 2nd year exams should be displayed on the screen.
  9. Take a printout or screenshot of the result for future reference.

মেসেজ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের ফলাফল দেখার নিয়ম

একজন স্নাতক শিক্ষার্থী ঘরে বসেই সে অনার্স ফলাফল মোবাইলে মেসেজ করেই দেখে নিতে পারেন। এজন্য তার একটি বাটন মোবাইল হলেও চলবে। স্মার্টফোন দিয়েও ফলাফল দেখা যায় যা আপনি ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। মোবাইল হতে  NU <SPACE> H2 <SPACE> REGISTRATION NO AND SEND TO 16222। পরবর্তী মেসেজে ফলাফল দেখতে পারবেন। প্রতি মেসেজে মাত্র ২.৩০ পয়সা ব্যয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *