NU Honours Exam Notice । অনার্স ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছে। পরীক্ষা গ্রহণকারী কলেজ বা কর্তৃপক্ষ নিম্ন নির্দেশনা মেনে পরীক্ষা গ্রহণ করবেন। ২য় বর্ষ পরীক্ষার ব্যবহারিক ও নম্বর প্রেরণের কাজ সম্পন্ন হলেও ২য় ফলাফল প্রকাশের প্রস্তুতি নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর

স্মারকনং-জাতীঃবিঃ/পরী/অনার্স পার্ট-২/২০২০/২০২২/৯৯৯০ তারিখঃ ১৭/০৫/২০২২ খ্রিঃ

বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী ১৯/০৫/২০২২ ইং হতে ০৯/০৬/২০২২ ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে নিম্নে উল্লেখিত নিয়মে পরীক্ষা গ্রহণ পূর্বক নম্বরপত্র Online-এ এবং মূলকপি সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরােধ করা হলাে।

ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী 

১। ব্যবহারিক পরীক্ষার বিষয়ওয়ারী কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (wWw.nu.ac.bd) এ প্রকাশ করা হয়েছে। 

২। ব্যবহারিক পরীক্ষার বহিঃপরীক্ষকগণের নাম সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রকে কলেজ লগইন এ এবং বহিঃপরীক্ষককে মােবাইলে ক্ষুদে বার্তা এবং তার TMIS লগইন এর মাধ্যমে জানানাে হবে।

৩। বহিঃপরীক্ষকের সাথে যােগাযােগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে নিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে হবে।

৪। বহিঃপরীক্ষক অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট শাখার ফোন নম্বরে যােগাযােগ করে বহিঃপরীক্ষকের নাম পরিবর্তন করে নিতে হবে। কোন অবস্থাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমােদন না নিয়ে বহিঃপরীক্ষক নিয়ােগ এবং পরীক্ষা গ্রহণ করা যাবে না।

৫। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কলেজ ভিত্তিক নম্বরপত্র এবং হাজিরাপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/202) থেকে ডাউন লােড করে Print নিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করে বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষক নম্বরফর্দে পরীক্ষার্থীদের নাম, রােল এবং রেজিঃ নম্বর যাচাই করে তার বিপরীতে প্রাপ্ত নম্বর প্রদান করবেন। একই সাথে হাজিরাপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করবেন।

৬। সকল পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ শেষে বহিঃপরীক্ষকের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে ডাটা এন্ট্রি করতে হবে। নম্বর অন-লাইনে Send করার পূর্বে সকল পরীক্ষার্থীর নম্বর সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা তা ভালভাবে যাচাই করে নিতে হবে এবং ম্যানুয়াল নম্বরপত্রের কপির সাথে অন-লাইনে পাঠানাে নম্বরপত্রে বহিঃপরীক্ষগণের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক কপি প্রেরণ করতে হবে।

সকল পরীক্ষার্থীদের নম্বর অন-লাইনে পাঠাতে হবে। ম্যানুয়াল প্রেরিত কোন নম্বর গ্রহণযােগ্য হবে না। কোনভাবেই যেন নম্বর এন্ট্রি ভূল না হয়, একজন শিক্ষার্থীর নম্বর অন্য শিক্ষার্থী কে না দেওয়া হয় এবং উপস্থিত শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানাে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ফলাফল প্রকাশের পর নম্বর সংশােধনের কোন আবেদন গ্রহণ করা হবে না।

৭। ডাটা এন্ট্রি ও অন-লাইনে প্রেরণের পর প্রেরিত নম্বর পত্রের Print out নিতে হবে। মূলকপি এবং Print কপিতে বহিঃপরীক্ষক এবং অন্তঃপরীক্ষক নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। একই সাথে হাজিরাপত্রে প্রতি পৃষ্ঠার নির্ধারিত স্থানে বহিঃ ও অন্তঃপরীক্ষক স্বাক্ষর করবেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের নম্বরপত্র এবং হাজিরাপত্রে অবশ্যই Absent লিখতে হবে। কোন ঘর কোন অবস্থাতেই খালি রাখা যাবে না।

৮। Print out এর একটি কপি বহিঃপরীক্ষক নিজে সংরক্ষণ করবেন এবং এক কপি বিভাগীয় প্রধান/অধ্যক্ষ সংরক্ষণ করবেন। টপসীট, নম্বর পত্রের মূলকপি এবং মূল হাজিরাপত্র নির্ধারিত খামে ভরে সীলগালা করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স ২য় বর্ষ শাখা এবং এক কপি Print out পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এ ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে ব্যবহারিক নম্বর, বিষয়, বিষয় কোড লিখতে হবে। হাজিরাপত্রের ০১টি ফটোকপি বিভাগীয় প্রধান/অধ্যক্ষের অফিসে সংরক্ষণ করতে হবে।

০৯। তালিকায় নাম নাই এমন কোন পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা যাবে না। যদি কোন বৈধ পরীক্ষার্থীর নাম Print out এ না থাকে তাহলে প্রয়ােজনীয় কাগজ এবং প্রবেশপত্রসহ সংশ্লিষ্ট শাখায় যােগাযােগ করে ডাটায় নাম অন্তর্ভূক্ত করে নিতে হবে।

১০। ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজ ছাড়া অন্য কলেজের পরীক্ষার্থী থাকলে পরীক্ষা গ্রহণ করে পৃথক নম্বরফর্দ ও হাজিরাপত্র তৈরি করে পৃথক নামে নিয়মানুযায়ী পাঠাতে হবে। অন-লাইনে নম্বর প্রেরণের জন্য আওতাধীন কলেজের অধ্যক্ষের বরাবরে একটি কপি সীলগালা করে পাঠাতে হবে। সংশ্লিষ্ট অধ্যক্ষ মহােদয় কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে অন-লাইনে তার কলেজের পরীক্ষার্থীদের নম্বর প্রেরণ করবেন।

১১। ডাটা প্রেরণের ক্ষেত্রে নিজ নিজ কলেজের পাসওয়ার্ড এর গােপনীয়তা রক্ষা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রেরিত মূল নম্বরপত্র (হাতে এন্ট্রি) এবং অন-লাইনে এন্ট্রি করা নম্বরে কোন প্রকার গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ দায়ী থাকবে ।

১২। পরিসংখ্যান ব্যবহারিক বিষয়ের প্রশ্নপত্র বহিঃপরীক্ষকের অনুপস্থিতিতে খােলা এবং অনুশীলন করা যাবে না। ১৩। কোন সমস্যা দেখা দিলে প্রয়ােজনে জনাব মােঃ মােহসীন ইকবাল, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স ২য় বর্ষ শাখা, ফোন নং-০২-৯৯৬৬৯১০৫২, মােবাইল নং-০১৭৩-০৭৯৫৮৯৩ নম্বরে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলাে।

১৪। কলেজের ব্যবহারিক পরীক্ষা শেষ হলে ০৭ (সাত) দিনের মধ্যে নম্বরপত্রের মূল কপি সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করতে হবে।

বিঃদ্রঃ ব্যবহারিক পরীক্ষার নম্বর প্রেরণের পর কোন প্রকার সংশােধন, সংযােজন বা পরিবর্তন করা যাবে না।

(বদরুজ্জামান)

পরীক্ষা নিয়ন্ত্রক 

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

ফোন : ০২-৯৯৬৬৯১৫১৭

 

২০২০ সালের অনার্স ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *