আজকের খবর ২০২৪

TIN বাতিল করার নিয়ম ২০২৪ । বাবার মৃত্যুর পর তার TIN বাতিল করার প্রয়োজন আছে কী?

কোন ব্যক্তির ব্যবসা-বানিজ্য থাকলে এবং তার করযোগ্য আয় থাকলে তিনি নিয়মিত আয়কর প্রদান করে থাকেন বা থাকতেন। কিন্তু তার কোন কারনে মৃত্যু হলে তার উত্তরাধিকারীগন চিন্তায় পড়ে যান, কারন তখন উক্ত মৃত্যু ব্যক্তির TIN বাতিল করার প্রয়োজন আছে কী না? আসুন এর উত্তর জেনে নিই।

বাবার মৃত্যুর পর টিআইএন বাতিল করার প্রয়োজনীয়তা আছে কিনা তা নির্ভর করে তার উত্তরাধিকারীদের উপর।

যদি এমন কোন ব্যবসা বাবার নামে থাকে যা টিআইএন বাতিল করিলে ব্যবসা সংক্রান্ত সকল কাগজপত্র বাতিল করে নতুন করে করতে হয় কিংবা বড় ধরনের জটিলতা তৈরি হয় সে ক্ষেত্রে টিআইএন বাতিল না করে উত্তরাধিকারীরা প্রতিবছর বাৎসরিক রিটার্ন জমা দিয়ে Assessment করাতে পারবেন।

TIN বাতিল করার নিয়ম । বাবার মৃত্যুর পর তার TIN বাতিল করার প্রয়োজন আছে কী?

অন্যদিকে যদি TIN এর কোন প্রয়োজনীয়তা না থাকে তাহলে উত্তরাধিকারীরা সংশ্লিষ্ট আয়কর সার্কেলের উপকর কমিশনার বরাবর টিআইএন বাতিলের জন্য আবেদন করিতে পারেন। উপকর কমিশনার Inspection বা Hearing এর মাধ্যমে অথবা আবেদনের উপর ভিত্তি করে উক্ত ব্যক্তির টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন।

টিন সার্টিফিকেট বাতিল কখন করতে হয়? নতুন কর আইন ২০২৩  অনুসারে টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ণ নূন্যতম ২০০০ টাকা জমা দিতে হবে। না দিলে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে তবে পরবর্তীতে এটি বাতিল করা হয়। ৫টি শর্তে টিন বাতিল করতে পারবেন, যেমন – ১. করদাতা মারা গেলে ২. যদি কর যোগ্য আয় না থাকে ৩. নন রেসিডেন্ট বিদেশী নাগরিক যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই। ৪. বিশেষ কোন কারণে টিন সার্টিফিকেট গ্রহণ করে থাকলে ও বর্তমানে করযোগ্য কোন আয় না থাকলে ও বাতিল করা যাবে । ৫. ৬৫ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা টিন বাতিল করতে পারবেন ।

টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন পত্রের নমুনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *