সূচীপত্র
প্রতিদিন ২৪ ঘন্টাই এনপিএসবি সার্ভিস ব্যবহার করে লেনদেন করা যাবে-এমনকি বন্ধের দিনেও টাকা পাঠানো যাবে – Sonali E wallet NPSB Service
কেন এনপিএসবি ব্যবহার করবো?– বিইএফটিএন এর মাধ্যমে আন্ত ব্যাংকিং যে লেনদেন হয় তা হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। আপনি ই ওয়ালেটের মাধ্যমে যখন বিইএফটিএন করছেন তখন আপনার দেয়া তথ্য সহ টাকাটা সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংককে দিয়ে দেয়। বাংলাদেশ ব্যাংক তখন রাউটিং নাম্বারের ভিত্তিতে টাকাটি সংশ্লিস্ট ব্যাংকের কাছে পৌছে দেয়। এই প্রসেসটা দিনে দুইবার হয়। আনুমানিক সকাল ১১ টা ১৫ এবং দুপুর ২ টা ৩০। প্রায়ই এ টাইমেও গোলমাল লেগে যায়। তাই আপনি নির্দ্বিধায় NPSB সার্ভিস ব্যবহার করতে পারেন।
প্রতিটি লেনদেনে চার্জ কত? NPSB or Q-cash দুটি পেমেন্ট চ্যানেলই ব্যবহার করা যাবে। সোনালী ব্যাংক হিসাব বা ই ওয়ালেট থেকে আপনি যে কোন ব্যাংকের একাউন্ট বা কার্ডে এনপিএসবি বা কিউ ক্যাশ পদ্ধতিতে টাকা পাঠাতে পারবেন। এজন্য প্রতি লেনদেনে মাত্র ১০ টাকা চার্জ গুণতে হবে।
ই ওয়ালেট কিভাবে ব্যবহার করে? লগ ইন করার পর ট্রানজেকশনে ক্লিক করুন। এবার সেন্ড মানি অপশনে ক্লিক করুন। একাউন্ট টু একাউন্ট(সোনালী ব্যাংক) নির্বাচন করুন। খেয়াল করুন আপনার ব্যাংকের ব্যালেন্স দেখাচ্ছে। এমাউন্টের ঘরে কত টাকা পাঠাবেন তা লিখুন। ব্যাংক একাউন্টের ঘরে প্রাপকের অর্থাৎ যাকে টাকা পাঠাবেন তার একাউন্ট নাম্বার দিন। এর পরের ঘরেই তার নাম দেখাবে। যদি নাম মিলে যায় তবেই কেবল পিন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন।
ডিজিটাল সেবায় আরও একধাপ এগিয়ে গেল সোনালী ব্যাংক / দ্রুত ও নিরাপদে লেনদেন এখই আরও সহজ।
মুহুর্তেই ব্যাংক টু ব্যাংক বা ব্যাংক টু কার্ডে টাকা পাঠান
Caption: Check Reference
NPSB ব্যবহার করে টাকা পাঠানোর নিয়ম 2024 । লেনদেন কিভাবে সম্পন্ন করতে হয়?
- প্রথমে আপনি আপনার সোনালী ব্যাংক ই-ওয়ালেট অ্যাপটিতে প্রবেশ করুন।
- NPSB মেন্যূতে ক্লিক করুন।
- SBL Account or Sonali ewallet সিলেক্ট করুন। যেটিতে টাকা আছে সেটি সিলেক্ট করুন।
- Destination বা যেখানে টাকা পাঠাতে চান সেটি সিলেক্ট করুন। অর্থাৎ ব্যাংক বা কার্ড যে কোন একটি সিলেক্ট করুন।
- পেমেন্ট চ্যানেল NPSB অথবা Q-cash যে কোন একটি সিলেক্ট করুন।
- লিস্ট হতে ব্যাংক সিলেক্ট করুন। কার্ড সিলেক্ট করলে কার্ডের নম্বর লিখুন। এক্ষেত্রে রাউটিং নম্বর বা শাখা কিছুই দিতে হবে না।
- টাকার পরিমাণ লিখুন। যেমন-১,০০,০০০ বা ১০,০০০ টাকা।
- Submit ক্লিক করুন। আপনার ব্যাংক হিসাবে যুক্ত মোবাইল নম্বরে OTP মেসেজ যাবে।
- Enter OTP তে মেসেজ থেকে ওটিপি লিখুন এবং Submit ক্লিক করুন।
- ব্যাস কাজ শেষ। কাঙ্খিত ব্যাংক হিসাব বা কার্ডে টাকা চলে যাবে।
ভুল করে ভুল মানুষের ব্যাংক একাউন্ট এ সেন্ড হলে বা বিইএফটিএন হলে কীভাবে তা ফেরত পাওয়া সম্ভব?
হ্যাঁ সম্ভব। আপনি ভুল করে যদি অ্যাপের মাধ্যমে ভুল নম্বরে অর্থ প্রেরণ করেন অর্থাৎ ঐ ডিজিটের অধীনে যদি কোন বাস্তব একাউন্ট না থাকে তবে ৭ দিনের মধ্যে আপনার একাউন্টে টাকা ফেরত আসবে অথবা যদি আপনি রিসিভার নেইম ভুল বা একাউন্ট নম্বর ম্যাচ না করে করে টাকাটি ট্রান্সফার হবে না। আর যদি টাকা ট্রান্সফার সম্পন্ন হয়েই থাকে তবে আপনি আপনার নিজ ব্রাঞ্চে কল করে বা সরাসরি দেখা করে লেনদেন সম্পকির্ত বিস্তারিত তথ্য দিয়ে লেনদেনটি হোল্ড বা স্থগিত করার ব্যবস্থা নিন। বড় ধরনের ট্রানজেকশন করে থাকলে ব্যাংক সাথে সাথেই ব্যবস্থা নিবে এবং ঐ লেনদেনের অর্থ উক্ত গ্রাহক উত্তোলন করতে পারবেন না। আপনার ব্যাংক টাকাটি ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে তবে অর্থ ফেরত আসতে ১৫-৬০ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। BEFTN থেকে NPSB আরও বেশি নিরাপদ।
Sonali Bank NBSB Service । বন্ধের দিনেও মুহুর্তে ব্যাংক একাউন্ট বা কার্ডে ১০/- চার্জে টাকা পাঠান