সূচীপত্র
আধুনিক প্রযুক্তির যুগে ভূয়া সংবাদ বা তথ্য শনাক্ত করা খুবই সহজ- লেখাটি কপি করে বা লিখে জাস্ট গুগল করুন-যদি জাতীয় দৈনিকে তথ্যটি না প্রকাশিত পান তবে বুঝবেন -নকল বা ভূয়া সংবাদ- কোন ভাবে ভূয়া সংবাদ শেয়ার করবেন না–নকল ফটোকার্ড ২০২৪
ভূয়া বা মিথ্যা সংবাদ কি? ভূয়া সংবাদ বা মিথ্যা সংবাদ হল এমন সব তথ্য যা মিথ্যা বা অসত্য হলেও সংবাদ হিসেবে ছড়ানো হয়। এই ধরনের সংবাদ সাধারণত কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থাকে ক্ষতি করার উদ্দেশ্যে বা জনমতকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া বা মিথ্যা সংবাদ মুহুর্তেই ছড়িয়ে পড়ে। পরবর্তী দৈনিক পত্রিকাদের সংবাদটির সত্যতা সম্পর্কে পোষ্ট করে জন সাধারণকে অবগত করার বিষয়টি এখন নিয়মিত হয়ে দাড়িয়েছে। সচেতন আপনাকেই হতে হবে অন্যথায় মিসলিডিং হয়ে যাবেন।
ভূয়া সংবাদ কেন ছড়ায়? নির্বাচন বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সময় প্রতিপক্ষকে ক্ষতি করার জন্য ভুয়া সংবাদ ছড়ানো হয়। ক্লিকব্যাট এবং ভাইরালিটির মাধ্যমে অর্থ উপার্জনের জন্য ভুয়া সংবাদ তৈরি করা হয়। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা বা ভয় সৃষ্টি করার জন্য ভুয়া সংবাদ ছড়ানো হয়।কখনও কখনও ভুয়া সংবাদকে হাস্যরসের উদ্দেশ্যে ছড়ানো হয়। ভিউ বানিজ্য ও স্বার্থন্বেসী মহল মূলত তাদের ফয়দা লাভের জন্য মিথ্যা সংবাদ প্রচার করে থাকে। পেইজের ভিউ বা চ্যানেলে গ্রোথের জন্যও এমনটি করা হয়।
ভূয়া সংবাদ চেনার উপায় কি? প্রথমেই উৎস যাচাই করুন যে, সংবাদটি কোনো বিশ্বস্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কিনা তা যাচাই করুন। লেখককে খুঁজুন অর্থাৎ লেখকের বিষয়ে জানার চেষ্টা করুন। তিনি কে, তার বিশ্বাসযোগ্যতা কতটা? এটি বিবেচনা করুন। নিউজের তারিখ ও সময় লক্ষ্য করুন অর্থাৎ সংবাদটি প্রকাশের তারিখ ও সময় দেখুন। এটি কি কোনো ঘটনার পরে প্রকাশিত হয়েছে? এসব প্রশ্নের উত্তর আপনাকেই খুজতে হবে। অন্য সূত্রে খুঁজুন এবং একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন। ছবি ও ভিডিও যাচাই করুন যেমন ছবি বা ভিডিওটি ম্যানিপুলেট করা হয়েছে কিনা তা যাচাই করুন।
নির্ভরযোগ্য সূত্র ব্যতীত কোন সংবাদ শেয়ার করা হতে বিরত থাকুন / সংবাদ পেলেই তা শেয়ার দিতে যাবেন না
গুজবে কান দিবেন না যদিও এটি স্বৈরাচারদের বক্তব্য তবুও এখন সত্যি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এত বেশি মিথ্যা সংবাদ প্রচার ও শেয়ার হচ্ছে যে, এআই এর যুগে শনাক্ত করা সঠিক হয়ে পড়েছে।
Caption: Fake News
ফেক নিউজ লিষ্ট ২০২৪ । যে সকল শিরোনাম বা ফেসবুক কার্ড ভূয়া দেখে নিন একনজড়ে
- নাহিদ ইসলামকে উদ্ধৃত করে সন্ধ্যার পর ইন্টারনেট বন্ধ এবং মেয়াদহীন ইন্টারনেট সেবা চালুর গুজব
- সারজিস আলমের বিয়ের ভিডিও দাবিতে ভিন্ন দম্পতির বিয়ের ভিডিও প্রচার
- সেনাবাহিনী নিখোঁজ ইলিয়াস আলীকে ‘আয়নাঘর’ থেকে উদ্ধার দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার
- বঙ্গবীর কাদের সিদ্দিকীকে কুপিয়ে হত্যা এবং ৩১ পুলিশ সদস্যের নিহতের গুজব
- ১ সেপ্টেম্বর থেকে মসজিদ ও মাদ্রাসার কারেন্ট বিল ফ্রি ডঃ ইউনুছ ভূয়া নিউজ
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দেননি ভূয়া নিউজ
- কাতার আওয়ামী লীগের সাবেক সভাপতির কান ধরে দল ছাড়ার তথ্যটি গুজব
- পুলিশের নতুন আইজিপি নন, ছবিতে খালেদা জিয়ার সাথে থাকা ব্যক্তি বিএনপির মিডিয়া সেলের সদস্য ভূয়া নিউজ
- ওবায়দুল কাদের আটক হওয়ার দৃশ্য দাবিতে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের ছবি প্রচার ভূয়া
- গোসলে মাথায় আগে পানি ঢাললে স্ট্রোক হয় ভূয়া নিউজ
আপনার একটি শেয়ার অন্যের ক্ষতি ডেকে আনতে পারে?
হ্যাঁ। ভূয়া সংবাদের ক্ষতিকর প্রভাব খুবই ভয়ংকর। সামাজিক বিভাজন তৈরি করে ভুয়া সংবাদ সামাজিক বিভাজন সৃষ্টি করে এবং সম্প্রদায়গুলোর মধ্যে অবিশ্বাস বাড়ায়। জনমত গঠনে প্রভাব ভুয়া সংবাদ জনমতকে ভুল পথে পরিচালিত করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হয় এবং ভুয়া সংবাদ আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করতে পারে। আমরা সবাইকেই ভূয়া সংবাদের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। নিজে সচেতন থাকুন এবং অন্যকে ভূয়া সংবাদ শেয়ার থেকে বিরত রাখতে সচেতন করুন।
রাউজানের ইউপি চেয়ারম্যান দাবিতে ঝিনাইদহের ইউপি চেয়ারম্যানের লাশের ভিডিও প্রচার | আম খাওয়ার পর ঠান্ডা পানীয় পানে মৃত্যুর ভুয়া দাবি | বউকে চিকিৎসা করাতে নিজের কিডনি বিক্রির দাবিটি সঠিক নয় |
সবার ক্ষেত্রে হাতের কব্জি থেকে কনুই এবং পায়ের দৈর্ঘ্য সমান নয় | বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পটপরিবর্তনকে কেন্দ্র করে এক্সে সাম্প্রদায়িক অপতথ্যের ভয়াবহতা | প্রথম আলোকে জড়িয়ে সেঁজুতি সাহার নামে চোখের ওষুধের ভুয়া প্রচারণা |
পুলিশ নয়, বাসে আগুন দেওয়ার ঘটনায় ধারণকৃত এই ভিডিওতে প্রদর্শিত ব্যক্তিরা যুবদলের সদস্য | প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যমাঙ্গুলি দেখাননি, এই ছবিটি সম্পাদিত | প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করে প্রচার |