সূচীপত্র
কোন সংস্থা বা কর্তৃপক্ষ কর্তৃক সুদ বা মুনাফা পরিশোধকালে উৎসে কর কর্তন সংক্রান্ত – TAX at Source Deducation Instruction 2022 । সুদ বা মুনাফা পরিশোধকালে উৎসে কর কর্তন স্পষ্টীকরণ নির্দেশনা ২০২২
উৎসে কর কর্তন সংক্রান্ত নির্দেশনা ২০২২ – জাতীয় রাজস্ব বাের্ড কর্তৃক Income-tax Ordinance, 1984 এর section 185A অনুসারে Income-tax Ordinance, 1984 এর section 2(46) তে প্রদত্ত “person” এর সংজ্ঞা এবং section 53F অনুসারে সুদ বা মুনাফা পরিশােধকালে উৎসে কর কর্তন বিষয়ক স্পষ্টীকরণ পত্র জারী করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এর করনীতি উইং এর ১৯ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ/৩ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ তারিখের পত্র নম্বর: ০৮.১০.০০০০.০৩৩.২২.০০২.২০.১৯(অংশ১),১৭৫] উক্ত পত্রের অনুলিপি আপনাদের অবগতি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
করদাতা সনাক্তকরণ সংখ্যা বা TIN গ্রহণ, রিটার্ন দাখিল, কর নির্ধারণ ও Income-tax Ordinance, 1984 এর বিভিন্ন বিধানাবলী পরিপালনের ক্ষেত্রে Income-tax Ordinance, 1984 এর section 2(46) তে প্রদত্ত “person” এর সংজ্ঞার যথাযথ প্রয়ােগের প্রয়ােজনীয়তা পরিলক্ষিত হয়। এছাড়াও, অর্থ আইন, ২০২২ এর মাধ্যমে Income-tax Ordinance, 1984 এর section 53F প্রতিস্থাপনের মাধ্যম savings deposit, fixed deposits, etc. এর বিপরীতে কোন সুদ বা মুনাফা পরিশােধকালে উৎসে কর কর্তনের নূতন বিধান প্রবর্তন করা হয়েছে।
প্রতিস্থাপিত বিধান পরিপালনের ক্ষেত্রে কোন কোন সত্তা section 53F এ উল্লেখিত ‘company’ হিসেবে পরিগণিত হবে তা নিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্পষ্টীকরণের প্রয়ােজনীয়তা পরিলক্ষিত হওয়ায় জাতীয় রাজস্ব বাের্ড section 185A অনুসারে নিম্নরূপ স্পষ্টীকরণ জারী করিল।
উৎসে কর কর্তনের কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে / উৎসে কর কর্তনের কারীদের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ২০২২
উৎসে কর কর্তন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ২০২২
Caption: order for Income Tax or Source Tax
অর্থ আইন, ২০২২ এর মাধ্যমে Income-tax Ordinance, 1984 এর প্রতিস্থাপিত section 53F অনুসারে savings deposit, fixed deposits, etc. এর বিপরীতে কোন সুদ বা মুনাফা পরিশােধকালে উৎসে কর কর্তনের ক্ষেত্রে নিম্নরূপ বিধান করা হয়েছে
- ক। Income-tax Ordinance, 1984 অথবা দেশে বলবৎ অন্যান্য আইনে যা কিছু থাকুক না কেন savings deposit, fixed deposits, etc. হতে উৎসে কর কর্তনের ক্ষেত্রে section 53F এর বিধান প্রাধান্য পাবে।
- খ। কোন নিবাসী ব্যক্তিকে কোন ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক, ইসলামী নীতি মােতাবেক পরিচালিত কোন ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কোন লিজিং কোম্পানি অথবা কোন professor Pigaltat coplasitta savings deposit, fixed deposits at cola term deposit এর বিপরীতে কোন সুদ বা মুনাফা পরিশােধকালে উৎসে কর কর্তন প্রযােজ্য হবে।
- গ। সুদ বা মুনাফা পরিশােধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সুদ বা মুনাফা কোন ব্যক্তির হিসাবে ক্রেডিটের সময় অথবা সুদ বা মুনাফা পরিশােধের সময়, যেটি পূর্বে ঘটে, নিম্নোক্ত হারে উৎসে কর কর্তন করে সরকারি কোষাগারে জমা করবেন
- ঘ। Income-tax Ordinance, 1984 এর section 2(46) তে “person” বা “ব্যক্তি” এর সংজ্ঞা এবং section 53F অনুসারে “ব্যক্তি” কর্তৃক অর্জিত সুদ বা মুনাফার বিপরীতে নিম্নোক্তভাবে উৎসে কর কর্তন প্রযােজ্য হবে।
- অ। section 53F এর টেবিলের SL. No. 1 এ উল্লেখিত কোম্পানি বলতে Income-tax Ordinance, 1984 এর section 2(20) তে সংজ্ঞায়িত কোম্পানি অর্থাৎ এই স্পষ্টীকরণের অনুচ্ছেদ ৩ এ প্রদত্ত টেবিল এর ক্রঃ নং ৮ এ উল্লেখিত সকল কোম্পানি বুঝাবে। অর্থাৎ এ সকল কোম্পানির অর্জিত সুদ বা মুনাফার বিপরীতে ২০% উৎসে কর কর্তন প্রযােজ্য হবে। তবে, Income-tax Ordinance, 1984 অনুসারে কোম্পানি হওয়া সত্ত্বেও section 53F এর টেবিলের SL. No. 3 এ উল্লেখিত পাবলিক বিশ্ববিদ্যালয়, Monthly Pay Order বা এমপিওভুক্ত বিদ্যালয়, any professional institute established under any law and run by professional body of Chartered Accountants, Cost and Management Accountants or Chartered Secretaries কর্তৃক অর্জিত সুদ বা মুনাফার বিপরীতে ১০% উৎসে কর কর্তন প্রযােজ্য হবে;
- আ। Section 53F এর টেবিলের SL. No. 4 এ উল্লেখিত ফান্ড কর্তৃক অর্জিত সুদ বা মুনাফার বিপরীতে ৫% উৎসে কর কর্তন প্রযােজ্য হবে এবং section 53F এর টেবিলের SL. No. 4 এ উল্লেখিত ফান্ড ব্যতীত অন্যান্য ফান্ড কর্তৃক অর্জিত সুদ বা মুনাফার বিপরীতে ১০% উৎসে কর কর্তন প্রযােজ্য হবে।
- ই। এই উপানুচ্ছেদের উপ-উপানুচ্ছেদ ‘অ’ বা ‘আ’তে বর্ণিত ক্ষেত্রসমূহ ব্যতীত অন্যান্য সকল প্রকারের “ব্যক্তি” কর্তৃক অর্জিত সুদ বা মুনাফার বিপরীতে ১০% উৎসে কর কর্তন প্রযােজ্য হবে।
- ঙ। সুদ বা মুনাফার প্রাপক PSR (Proof of submission of retrun) দাখিলে ব্যর্থ হলে ৫০% বেশি উৎসে কর কর্তন প্রযােজ্য হবে।
- চ। নাবালকের ক্ষেত্রে নাবালকের মাতাপিতার PSR নাবালকের PSR হিসেবে গণ্য হবে।
- ছ। সরকারের স্পনসর রয়েছে এমন অথবা সরকারের পূর্বানুমােদনক্রমে কোন ব্যাংক কর্তৃক চালুকৃত Deposit Pension Scheme এর সুদ বা মুনাফা হতে উৎসে কর কর্তন প্রযােজ্য হবে না। এখানে উল্লেখ্যে এটি অবশ্যই Pension Scheme হতে হবে।
- জ। জাতীয় রাজস্ব বাের্ড সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা কোন ব্যক্তিকে বা ব্যক্তি শ্রেণিকে section 53F এর অধীনে উৎসে কর কর্তন হতে অব্যাহতি দিতে পারবে।
উৎসে কর কর্তনের ক্ষমতা বা অনুমতি কাদের প্রদান করা হয়েছে?
Income-tax Ordinance, 1984 এর section 2(46) তে “person” বা “ব্যক্তি” এর নিম্নরূপ সংজ্ঞা প্রদান করা হয়েছে “person” includes an individual, a firm, an association of persons, a Hindu undivided family, a trust, a fund, a local authority, a company, an entity and every other artificial juridical person. অর্থাৎ “ব্যক্তি” অর্থে অন্তর্ভুক্ত হবেক।
ক। স্বাভাবিক ব্যক্তি;
খ। ফার্ম;
গ। ব্যক্তিসংঘ;
ঘ। হিন্দু অবিভক্ত পরিবার;
ঙ। ট্রাস্ট;
চ। ফান্ড বা তহবিল
ছ। স্থানীয় কর্তৃপক্ষ;
জ। কোম্পানি;
ঝ। কোন সত্তা; এবং
ঞ। অন্য যেকোন কৃত্রিম ব্যক্তিসত্তা।