সূচীপত্র
২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে আমদানি-রপ্তানি পর্যায়ে শুল্ক-কর বিষয়ে প্রস্তাবিত পরিবর্তন সম্পর্কিত নির্দেশিকা । VAT Instruction-2024-2025
নতুন ভ্যাট আইন কত তারিখ হতে কার্যকর? – ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে উত্থাপিত অর্থ আইন ২০২৪ ও Customs Act, 1969 এর অধীনে প্রণীত আইন, প্রজ্ঞাপন ও বিধিমালার সংশোধনী, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অন্যান্য পরিবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ জারি করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে ঘোষিত শুল্ক-কর হারের পরিবর্তনসমূহ এবং এতদসংক্রান্ত সকল প্রজ্ঞাপন ও বিধিমালা ১ জুন, ২০২৪ তারিখ হতে কার্যকর হবে।
কোন কোন প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে? (০১) আন্তর্জাতিক মান সম্পন্ন আবাসিক হোটেল কর্তৃক মূলধনী যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা সংক্রান্ত জারীকৃত এস.আর.ও. নং- ১৩৬-আইন/2022/84/কাস্টমস, তারিখ : ১৮ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ মোতাবেক ১ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ প্রজ্ঞাপনটি এস.আর.ও. নং ১০৫- আইন/২০২৪/১৪৯/কাস্টমস, তারিখ: ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ দ্বারা বাতিল করা হয়েছে। হজ্জ্ব ও ওমরাহ যাত্রীদের জন্য জারীকৃত The Pilgrims Baggage ( Import ) Rules, 1977 বিধিমালাটি প্রজ্ঞাপন এস.আর.ও. নং ১৩৩- আইন/২০২৩/১৭৭/কাস্টমস, তারিখ: ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ দ্বারা বাতিল করা হয়েছে।
নির্ধারিত পরিমাণের অতিরিক্ত স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা রৌপ্য বা রৌপ্যপিণ্ড বহন করলে শাস্তির বিধান সুস্পষ্ট না থাকায় তা বিদ্যমান বিধিমালায় সংযুক্ত করা যায়৷ এলক্ষ্যে বিদ্যমান বিধিমালার বিধি ৩ এর উপ-বিধি (১০) এ নিম্নবর্ণিত শর্ত সংযোজন করা হয়েছে, যেমন: “তবে শর্ত থাকে যে, উল্লিখিত পরিমাণের অতিরিক্ত যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা রৌপ্যবার বা রৌপ্যপিন্ড আনিলে বা যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা রৌপ্যবার বা রৌপ্যপিন্ড লুক্কায়িত অবস্থায় আনিলে উহা Customs Act, 1969 অনুযায়ী বাজেয়াপ্ত হইবে৷”।
কোন কোন খাতে ভ্যাট কমানো হয়েছে? ভ্যাট কর্তনের ক্ষেত্রে যে বিধিমালা বা আইন অনুসরণ করতে হবে।
আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই শুল্ক করের পরিমাণ প্রতি ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের জন্য সর্বমোট ৪,০০০/- (চার হাজার) টাকা শুল্ক-কর পরিশোধ করার বিধান করা হয়েছে।
ভ্যাট আইনে পরিবর্তন । যে সকল নতুন প্রজ্ঞাপন জারী ও বিদ্যমান প্রজ্ঞাপন সংশোধন করা হয়েছে
০১. অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (এসি) -১৫%
০২. অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (নন এসি)-৭.৫%
০৩. মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ-১০%
০৪. আসবাবপত্র বিপনন কেন্দ্র-৭.৫%
০৫. জ্বালানী (সিএনজি/অকটেন/ডিজেল)-৫%
০৬. যান্ত্রিক লন্ড্রি-১৫%
০৭. ডকইয়ার্ড-১০%
০৮. নিলামকারী সংস্থা-১৫%
১০. তথ্য প্রযুক্তি নির্ভর সেবা-৫%
১১. ছাপাখানা-১০%
১২. ইন্ডেটিং সংস্থা-৫%
১৩. ইন্টারনেট-৫%
১৪. মেরামত ও সার্ভিসিং-১০%
১৫. শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস-৫%
১৬. বোর্ড সভায় যোগানদারকারী-১০%
১৭. ভবন , মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা-১০%
১৮. ক্রয় বা যোগানদার -৭.৫%
১৯. নির্মাণ সংস্থা ৭.৫%
২০. বিজ্ঞাপনী সংস্থা-১৫%
২১. নিলামকৃত পন্যের ক্রেতা-১৫%
২২. বিবিধ-১৫%
প্রবাসী যাত্রী কতটুকু স্বর্ণ ভ্যাট বা কর ছাড়াই আনতে পারবে?
বর্তমানে ব্যাগেজ বিধিমালার আওতায় একজন যাত্রী কর্তৃক বিদেশ হতে আগমনকালে স্বর্ণবার বা স্বর্ণ পিন্ড এর ক্ষেত্রে প্রতি ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের জন্য সর্বমোট ২,০০০/- (দুই হাজার) টাকা শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে আমদানি করার বিধান রয়েছে। আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই শুল্ক করের পরিমাণ প্রতি ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের জন্য সর্বমোট ৪,০০০/- (চার হাজার) টাকা শুল্ক-কর পরিশোধ করার বিধান করা হয়েছে।
https://bdservicerules.info/new-vat-rate-bd-2/