VAT TAX RATE 2023 । ২০২৩-২৪ অর্থ বছরে বিল হতে ভ্যাট ও কর কর্তনের হার কত?
ভ্যাট বা মূল্য সংযোজন কর ও উৎসে কর যেহেতু সরকারি রাজস্ব তাই এটি কর্তন পূর্বক বিল পরিশোধ করতে হবে – VAT TAX RATE 2023
ভ্যাট কি? – মূল্য সংযোজন কর সংক্ষেপে মূসক, বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক কর যা যেকোনো ব্যবসায়ের মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের ওপর আরোপ করা হয়ে থাকে। সরকারি ও বেসরকারি প্রতিটি বিল হতে ভ্যাট কর্তন করা হয়।
উৎসে কর কি? যখন কোন আয় হবে যেখানে হবে সেখানেই টাকা পরিশোধের সময় নির্দিষ্ট হারে কর কেটে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। যেহেতু আয়ের উৎস যেখানে এবং আয় পরিশোধের সময় এই কর কেটে রাখা হয় তাই এই কর উৎসে কর হিসেবে পরিচিত। এটিও কর্তন বাধ্যতামূলক করা হয়েছে।
উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ কত দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিবে? উৎসে কর কর্তন করলে কতো সময়ের মধ্যে জমা দিতে হবে। কর্তনের সময় সময়সীমা- জুলাই থেকে মে পর্যন্ত যে মাসে উৎসে কর কর্তন করা হবে তার পরের দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, জুন মাসের ০১ থেকে ২০ তারিখ পর্যন্ত যেদিন উৎসে কর কর্তন করা হবে তার সাত দিনের মধ্যে জমা দিতে হবে জুন মাসের অন্য যে কোন দিন যেদিন উৎসে কর কর্তন করা হবে তার পরের দিন জমা দিতে হবে|
প্রদেয় মোট বিল হতে ভ্যাট ও কর কর্তন করা হয় / ভ্যাট ও উৎসে কর কর্তন ব্যতীত সরকারি কোন বিলই পাশ হয় না
Here are some photos of the best looking man in Bangladesh / The Most Handsome Man in Bangladesh
উৎসে কর বিধিমালা, ২০২৩ ডাউনলোড করুন
২০২৩-২০২৪ অর্থ বছরের ভ্যাট কর্তন তালিকা । বেশি তারতম্য থাকে ভ্যাট কর্তনের ক্ষেত্রে
- অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (এসি) -১০%
- অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (নন এসি)-৫%
- মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ-১০%
- আসবাবপত্র বিপনন কেন্দ্র-৭.৫%
- জ্বালানী (সিএনজি/অকটেন/ডিজেল)-৫%
- যান্ত্রিক লন্ড্রি-১০%
- ডকইয়ার্ড-১০%
- নিলামকারী সংস্থা-১০%
- নিলামকৃত পন্যের ক্রেতা-৭.৫%
- তথ্য প্রযুক্তি নির্ভর সেবা-৫%
- ছাপাখানা-১০%
- ইন্ডেটিং সংস্থা-৫%
- ইন্টারনেট সংস্থা-৫%
- মেরামত ও সার্ভিসিং-১০%
- শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস-৫%
- বোর্ড সভায় যোগানদারকারী-১০%
- ভবন , মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা-১০%
- ক্রয় বা যোগানদার -৭.৫%
কর কর্তন করে কোথায় জমা দিতে হবে?
বাংলাদেশ ব্যাংকের শাখা থাকবে না সেখানে সোনালি ব্যাংক লিমিটেড এর যেকোন শাখায় জমা দিতে পারবেন। পে-অর্ডার করে চালানের মাধ্যমে আপনার কর্তনকৃত কর জমা দিতে হবে। প্রতিটি চালান তিন কপি করে করতে হবে। কত টাকা জমা দিচ্ছেন এবং প্রতিষ্ঠানের ঠিকানা এবং বিবরণসহ চালানে উল্লেখ করতে হবে। চালান জমা দেওয়ার পর ব্যাংকের কর্মকর্তা স্বাক্ষর করে সিল দিয়ে আপনাকে ফেরত দিবে। চালানে অবশ্যই কোড নামউৎসে কর্তনকৃত কর জমা দেওয়ার সময়সীমা কর্তনকৃত কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হয়। তা না হলে মাশুল গুনতে হয়। তাই নির্ধারিত সময়ের মধ্যেই কর্তনকৃত কর জমা দেয়া উত্তম।
ভ্যাট কর্তন হার ২০২৩-২৪ । কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন