আজকের খবর ২০২৪

ইউপি নির্বাচন প্রতীক ২০২৪ । প্রার্থীর ভোটের সমতার ক্ষেত্রে লটারি অনুষ্ঠিত হবে?

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর ধারা ২০ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর  অধিকতর সংশোধন -ইউপি নির্বাচন প্রতীক ২০২৪ 

নির্বাচন কমিশন কি? – বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত প্রতিষ্ঠান। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি মেয়র নির্বাচন, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী হাবিবুল আউয়াল।

চেয়ারম্যান পদের মনোনয়ন নিতে কি কি কাগজপত্র জাম দিতে হবে? বিধি ১২ এর উপ-বিধি (৩) এর দফা (গ) এর উপ-দফা (ঈ) এর পর নিম্নরূপ উপ-দফা (উ) সংযোজিত হইবে, যথা:- “(উ) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিতে ইচ্ছুক প্রার্থী তাহার মনোনয়নপত্র ফরম ‘ক’ এর সহিত নির্ধারিত ফরমে হলফনামা, যাহাতে নিম্নবর্ণিত তথ্যাদি উল্লেখ থাকিবে, যথা :- (১) তাহার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত কপি; (২) বর্তমানে তিনি কোনো ফৌজদারী মামলায় অভিযুক্ত আছেন কিনা; (৩) তাহার বিরুদ্ধে অতীতে দায়েরকৃত কোনো ফৌজদারী মামলার রেকর্ড আছে কিনা, থাকিলে উহার রায় কি ছিল; (৪) তাহার ব্যবসা বা পেশার বিবরণী; (৫) তাহার আয়ের উৎস বা উৎসসমূহ; তাহার নিজের ও অন্যান্য নির্ভরশীলদের সম্পদ ও দায় এর বিবরণী ইত্যাদি।

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে তদকর্তৃক একক বা যৌথভাবে বা তাহার উপর নির্ভরশীল সদস্য কর্তৃক গৃহীত ঋণের পরিমাণ অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হওয়ার সুবাদে উক্ত প্রতিষ্ঠান হইতে গৃহীত ঋণের পরিমাণ। উপান্তটীকার পরিবর্তে নিম্নরূপ উপান্তটীকা প্রতিস্থাপিত হইবে, যথা:- “ফলাফল একত্রীকরণের নোটিশ ও ভোটের সমতার ক্ষেত্রে লটারি, ইত্যাদি”; উপ-বিধি (৬) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (৬) প্রতিস্থাপিত হইবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন নতুন গেজেট  । ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা তালিকা । নির্বাচনী মার্কা । ইউপি নির্বাচনের সর্বশেষ খবর

নির্বাচনী ব্যবস্থা হলো সাংবিধানিক নিয়ম অনুসরণ করে জনগণের মতামত জানাবার ব্যবস্থা। ভোট একটি দেশের জনগনের অন্যতম গণতান্ত্রিক অধিকার। এর মাধ্যমে জনগণ কোনো ব্যক্তি ও রাজনৈতিক দলকে ক্ষমতায় আসার জন্য নির্বাচিত করে। বর্তমান বিশ্বে প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় গরিষ্ঠতামূলক শাসন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমুলক ব্যবস্থার উপস্থিতি দেখা যায়। এছাড়া গনতান্ত্রিক ব্যবস্থায় একক বিজয়ী ব্যবস্থা, বহু বিজয়ী ব্যবস্থা, পছন্দানুক্রম ব্যবস্থা, দলীয়-তালিকা আনুপাতিক প্রতিনিধিত্ব এবং অতিরিক্ত সদস্য ব্যবস্থারও প্রচলন দেখা যায়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ সংশোধন ২০২৩

নির্বাচনের ধরনসমূহ । স্থানীয় নির্বাচনে সর্বশেষ পদ্ধতি লটারি?

  1. রাষ্ট্রপতি নির্বাচন

  2. সাধারণ নির্বাচন

  3. প্রাথমিক নির্বাচন

  4. উপনির্বাচন

  5. স্থানীয় নির্বাচন

  6. কো-অপশন

কখন লটারিতে নির্বাচিত করা হবে?

যেক্ষেত্রে ফলাফল একত্রীকরণ বা ভোট গণনার পর দেখা যায় যে, দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের সংখ্যা সমান এবং অনুরূপ প্রার্থীর পক্ষে একটি ভোট যোগ হইলে, তিনি নির্বাচিত ঘোষিত হইবেন, সেইক্ষেত্রে রিটার্নিং অফিসার তৎক্ষণাৎ উক্তরূপ প্রার্থীগণের মধ্যে লটারি করিবেন এবং লটারির ফলাফল যে প্রার্থীর পক্ষে যাইবে তিনি সর্বোচ্চ ভোট প্রাপ্ত হইয়াছেন মর্মে গণ্য হইবে এবং বিজয়ী ঘোষিত হইবেন; তবে শর্ত থাকে যে, উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং তাহাদের নির্বাচনি এজেন্টগণের সম্মুখে লটারি করিতে হইবে, রিটার্নিং অফিসার লটারির প্রক্রিয়া লিখিতভাবে রেকর্ড করিবেন এবং উহাতে লটারির প্রক্রিয়া প্রত্যক্ষকারী প্রার্থী ও তাহাদের নির্বাচনি এজেন্টগণের স্বাক্ষর গ্রহণ করিবেন।

সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা (সংশোধিত) ২০২৩ । সাংবাদিকগণ নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্ব করতে পারবেন? সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ । নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করা যাবে না
৭০৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন সংক্রান্ত। আগামী ২৬ তারিখ যে সকল ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সমান ভোট পেলে পুনরায় নির্বাচন হবে না?

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সদস্যপদে দুই প্রার্থী সমপরিমাণ ভোট পাওয়ায় এ ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ করা হতো কিন্তু নতুন সংশোধনীর মাধ্যমে তা রহিত করা হয়েছে।

বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নির্বাচন মনিটরিং সেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *