আজকের খবর ২০২৪

জটিল রোগে আক্রান্ত রােগীদের আর্থিক সহায়তা কর্মসূচি ২০২২

২০২১-২২ অর্থ বছরের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরােসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরােগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রােগীদের আর্থিক সহায়তা কর্মসূচি’র ২য় কিস্তির জেলার চাহিদার ভিত্তিতে মন্ত্রণালয়ের সূত্রস্থ স্মারকে অনুমােদনের প্রেক্ষিতে প্রাপ্ত বরাদ্দ ক্যান্সার, কিডনী, লিভার সিরােসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরােগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রােগীদের আর্থিক সহায়তা কর্মসূচি শিরােনামে খােলা চলতি হিসাব নম্বর ৪৪৪০৪৩৩০০৫৪১১ হতে ৬৪ জেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরােসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরােগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রােগীদের আর্থিক সহায়তা কর্মসূচি, ২০১৯ নামে খােলা সােনালী ব্যাংক হিসেবে নিম্নোক্ত বিভাজন অনুযায়ী স্থানান্তর করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

সেবায় মিলবে পরিত্রাণ”

সমাজসেবা অধিদফতর 

সামাজিক নিরাপত্তা অধিশাখা (চিকিৎসা সহায়তা শাখা)।

সমাজসেবা ভবন ই-৮/বি-১, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭ 

www.dss.gov.bd

স্মারক নম্বর: ৪১.০১.০০০০.০৫২.২০.০১১.১৯.০২ তারিখ: ০৫ জানুয়ারি ২০২২

বিষয় : ২০২১-২২ অর্থ বছরের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ‘ক্যান্সার, কিডনী, লিভার সিরােসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরােগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রােগীদের আর্থিক সহায়তা কর্মসূচিতে দেশের ৬৪ জেলায় ২য় কিস্তির বরাদ্দ প্রেরণ।

সূত্র : স্মারক নম্বর: ৪১.০০.০০০০.০২৩.০২.০১৪.১৭.৫২ তারিখ: ০১ ডিসেম্বর ২০২১ খ্রি:।

উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, ২০২১-২২ অর্থ বছরের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরােসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরােগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রােগীদের আর্থিক সহায়তা কর্মসূচি’র ২য় কিস্তির জেলার চাহিদার ভিত্তিতে মন্ত্রণালয়ের সূত্রস্থ স্মারকে অনুমােদনের প্রেক্ষিতে প্রাপ্ত বরাদ্দ ক্যান্সার, কিডনী, লিভার সিরােসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরােগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রােগীদের আর্থিক সহায়তা কর্মসূচি শিরােনামে খােলা চলতি হিসাব নম্বর ৪৪৪০৪৩৩০০৫৪১১ হতে ৬৪ জেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরােসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরােগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রােগীদের আর্থিক সহায়তা কর্মসূচি, ২০১৯ নামে খােলা সােনালী ব্যাংক হিসেবে নিম্নোক্ত বিভাজন অনুযায়ী স্থানান্তর করা হলাে। এখানে উল্লেখ্য, বিভাজিত অর্থের পরিমাণ ২৮ ,১২,৫০,০০০/- (আটাশ কোটি বার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং ক্রস চেক নং সিডি ১০০ ২৭৭২১৫৩ তারিখ: ০৫-০১২০২২ খ্রি: |

সর্বমােট =২৮,১২,৫০,০০০/- (আটাশ কোটি বার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

১। বরাদ্দকৃত অর্থ ক্যান্সার, কিডনী, লিভার সিরােসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরােগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রােগীদের আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা ২০১৯ (সংশােধিত) অনুযায়ী ব্যয় করতে হবে।

২। উক্ত অর্থ ব্যয়ে সকল আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

৩। এ অর্থের নিরীক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট জেলায় সম্পাদন হবে।

৪। অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২২ তারিখের মধ্যে বিধি মােতাবেক সরকারি কোষাগারে সমর্পণ করতে হবে।

শেখ রফিকুল ইসলাম

মহাপরিচালক

ফোন : ৫৫০০৭০২৪ 

ই-মেইল : dg@dss.gov.bd

রােগীদের আর্থিক সহায়তা কর্মসূচি ২০২২: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *