২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিকট থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত টিউশন ফি ও বাৎসরিক সেশন চার্জ গ্রহণ করতে পারবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা www.dshe.gov.bd
স্মারক নম্বর: ওএম/৯১-সম/২০০৮-১৫৫ তারিখ : ১/১২/২০২১ খ্রি.
বিষয়: সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের টিউশন ফি গ্রহণ।
সূত্র : ১।মাউশি অধিদপ্তরের স্মারক নং- ওএম/৯১-সম/২০০৮-২৪৮; তারিখ: ১৮/১১/২০২০ খ্রি. | ২| মাউশি অধিদপ্তরের স্মারক নং- ওএম/৯১-সম/২০০৮-২৫১; তারিখ: ২২/১১/২০২০ খ্রি.
উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রসমূহের আলােকে সদয় অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে উল্লিখিত স্মারকদ্বয়ের মাধ্যমে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও ম্যাগাজিন ফি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, পুন:ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি গ্রহণ না করার নির্দেশনা ছিল।
২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিকট থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত টিউশন ফি ও বাৎসরিক সেশন চার্জ গ্রহণ করতে পারবে।
স্বাক্ষরিত/
প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক
মহাপরিচালক
সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের টিউশন ফি গ্রহণ সংক্রান্ত: ডাউনলোড