আরােপিত বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালন সংক্রান্ত।

করােনা ভাইরাসজনিত রােগ (কোভিড-১৯)-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ-এর প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রােগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২৪ জানুয়ারি ২০২২ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-০৪ এ প্রদত্ত সকল নির্দেশনার সময়সীমা ০৭ ফেব্রুয়ারি ২০২২ হতে ২১ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংক 

(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)

প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০

ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন

ডিওএস সার্কুলার লেটার নং-০৬ তারিখ: ০৩ ফেব্রুয়ারি ২০২২

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।

করােনা ভাইরাসজনিত রােগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক

আরােপিত বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালন প্রসঙ্গে।

প্রিয় মহােদয়,

করােনা ভাইরাসজনিত রােগ (কোভিড-১৯)-এর বিস্তার রােধকল্পে বাংলাদেশ ব্যাংক এর ২৪ জানুয়ারি ২০২২ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-০৪ এর মাধ্যমে ০৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে কতিপয় নির্দেশনা জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের ০৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখের স্মারক নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.১৪৩ এর প্রেক্ষিতে করােনা ভাইরাসজনিত রােগ (কোভিড-১৯)-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ-এর প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রােগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২৪ জানুয়ারি ২০২২ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-০৪ এ প্রদত্ত সকল নির্দেশনার সময়সীমা ০৭ ফেব্রুয়ারি ২০২২ হতে ২১ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বর্ধিত করা হলাে।

উপযুক্ত কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ নির্দেশ জারি করা হলাে।

আপনাদের বিশ্বস্ত, 

(মােঃ আনােয়ারুল ইসলাম)

মহাব্যবস্থাপক ফোনঃ ৯৫৩০০৯৩

 

আরােপিত বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালন সংক্রান্ত: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *