সূচীপত্র
সরকারি কর্মচারী অথবা ৫ লক্ষ টাকা অধিক আয় হলে আপনি এক পাতায় রিটার্ণ দাখিল করতে পারবেন না – এক পাতার রিটার্ন দাখিল ২০২৩
করদাতা বছরের যে কোন সময় রিটার্ণ দাখিল করতে পারবে? হ্যাঁ – ‘আগামী ৩০ নভেম্বরের পরে আপনি চাইলেও আর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন না’। আয়কর আইন, ২০২৩ এ এই ধরনের কোনো প্রকার বিধানের অস্তিত্ব নেই। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী যেকোনো করদাতা যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে করদিবসের (৩০ নভেম্বরের মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিলের বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে।
অনলাইন বা অফলাইন যে কোন ফর্মে রিটার্ণ দাখিল করা যাবে? হ্যাঁ। এক পাতার রিটার্ণ ফরম যে কোনভাবে দাখিল করা যাবে। বার্ষিক করযোগ্য আয় পাঁচ লাখ টাকার কম হলেই এক পাতার আয়কর বিবরণী জমা দিলেই হবে। এ ছাড়া সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম হতে হবে, এমন শর্তও রয়েছে। কম আয় ও সম্পদের এই করদাতাদের জন্য এক পাতার একটি ফরম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কর্মকর্তারা বলছেন, কম আয়ের করদাতার রিটার্ন জমা সহজ করতেই এক পাতার রিটার্ন ফরম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনের আলোকে এই পাতা সাজানো হয়েছে।
এক পাতার রিটার্ণ ফর্মে কি কি তথ্য দিতে হবে? এক পাতার ওই ফরমে সব মিলিয়ে ১৬ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), সার্কেল, কর অঞ্চল, কর বর্ষ, আবাসিক মর্যাদা, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কাটা করের পরিমাণ (যদি থাকে), এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপন ব্যয় ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
আয়ের প্রধান উৎসের স্থান নির্বাচন করতে হবে কি? / হ্যাঁ উপজেলা হলে “অন্যান্য সকল স্থান” সিলেক্ট করতে হবে
ঢাকার বাসিন্দা হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন অথবা অন্যান্য সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে।
Caption: etaxnbr.gov.bd
এক পাতায় রিটার্ণ দাখিলে অযোগ্য ২০২৩ । যে সব ব্যক্তি এক পাতায় রিটার্ণ দাখিল করতে পারবে না
- করযোগ্য আয় অনূর্ধ্ব ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা।
- মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকা।
- গণকর্মচারী নন।
- মোটরযানের মালিক নন।
- সিটি কর্পোরেশনে গৃহ সম্পত্তির মালিক নন।
- বিদেশে পরিসম্পদের মালিক নন।
- কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক নন।
অনলাইনে রিটার্ণ দাখিল করতে কি ডকুমেন্ট যুক্ত করতে হয়?
না। –আয়কর হিসাব বা আয়কর ফাইল ট্যাক্স অফিসে জা দেওয়ার পর রিটার্ণ ফর্মের একটি অংশ কর কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষর ও সিল দিয়ে গ্রাহক বা করদাতাকে ফেরত দেওয়া হয়। যে স্লিপটিতে রিটার্ণে প্রদর্শিত আয় ও সম্পদ উল্লেখ থাকে সেটিই হচ্ছে রিটার্ণ স্লিপ। আয়কর পরিপত্র ২০২২-২৩ । আয়করের হার বেশ পরিবর্তন হয়েছে। ব্যাংক গুলো সেবা দিতে রিটার্ণ দাখিলের জন্য ইমেইল পাঠাচ্ছে। ইমেলের মাধ্যমে গ্রাহকদেরকে সতর্ক করছে যে, সেবা পেতে হলে এবং উৎসে কর নির্ধারিত সীমায় রাখতে রিটার্ণ আবশ্যিকভাবে দাখিল করতে হবে। আপনি প্রবাসী বা দেশের নাগরিক যেই হউন না কেন, আপনাকে অফলাইনে বা অনলাইনে রিটার্ণ দাখিল করতে হবে। আয়কর রিটার্ন যাচাই ২০২২ । আপনার রিটার্ন দাখিল হয়েছে কিনা অনলাইনে চেক করা যাবে
Pingback: E Return Registration Process 2023 । অনলাইনে রিটার্ন দাখিল রেজিস্ট্রেশন করার নিয়ম - Reportbd