রিক্রুটিং এজেন্ট কর্তৃক জমাকৃত জামানতের উপর সুদ জমা করণ সংক্রান্ত।

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ) বিধিমালা, ২০১৯ এর তফসিল১ মােট জামানতের পরিমাণ বর্তমানে ২০ লক্ষ টাকা যার মধ্যে এফডিআর এর মাধ্যমে ১৬ লক্ষ টাকা এবং পে-অর্ডারের ০৪ লক্ষ টাকা প্রদানযােগ্য। তদনুযায়ী ২৯ জুলাই ২০১৮ তারিখের পর রিক্রুটিং এজেন্ট লাইসেন্সের জামানত হতে প্রাপ্ত সুদ ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডে জমা প্রদান করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ভবন,রমনা ঢাকা-১০০০ 

মনিটরিং শাখা

www.probashi.gov.bd

নম্বর-৪৯.০০.০০০০.০৫৭.৩০.০৭৭.২১-৩১৭ তারিখ: – ২৭ অক্টোবর ২০২১ খ্রি.

বিষয় : রিক্রুটিং এজেন্ট কর্তৃক জমাকৃত জামানতের উপর সুদ হিসেবে প্রাপ্ত অর্থ আইন অনুসারে সংশ্লিষ্ট/বর্ণিত খাতে জমা করণ সংক্রান্ত।

সূত্র : বিএমইটির পত্র নং- ৪৯.০১.০০০০.০২০.৩১.১৪১.২১-৩১০২; তারিখ: ০৩-১০-২০২১খ্রি:

উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, ২৯ জুলাই ২০১৮ তারিখে প্রবর্তিত ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড আইন, ২০১৮ এ বাের্ডের তহবিলের উৎস সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। উল্লেখ্য, ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড আইন, ২০১৮ প্রণয়নের সাথে সাথে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বিধিমালা, ২০০২ রহিত হয়েছে।

উক্ত আইনের ধারা ১৪(১)(গ) অনুযায়ী রিক্রুটিং এজেন্ট কর্তৃক জমাকৃত জামানতের উপর সুদ হতে প্রাপ্ত অর্থ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলে জমা করার বিধান রয়েছে।।

অন্যদিকে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ) বিধিমালা, ২০১৯ এর তফসিল১ মােট জামানতের পরিমাণ বর্তমানে ২০ লক্ষ টাকা যার মধ্যে এফডিআর এর মাধ্যমে ১৬ লক্ষ টাকা এবং পে-অর্ডারের ০৪ লক্ষ টাকা প্রদানযােগ্য। তদনুযায়ী ২৯ জুলাই ২০১৮ তারিখের পর রিক্রুটিং এজেন্ট লাইসেন্সের জামানত হতে প্রাপ্ত সুদ ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডে জমা প্রদান করতে হবে।

তদনুযায়ী রিক্রুটিং এজেন্ট কর্তৃক যে কোনাে সময় বিএমইটি’র অনুকূলে লিয়েনকৃত এফডিআর নগদায়ন/নবায়ন করার সময় উক্ত এফডিআরের বিপরীতে প্রাপ্ত সুদ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের নির্ধারিত হিসাবে জমা প্রদানের জন্য বিএমইটি সংশ্লিষ্ট ব্যাংককে অনুরােধ জানাবে।

এমতাবস্থায়, উল্লিখিত বিষয়ে প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

(আমির আবদুল্লাহ মু: মঞ্জুরুল করিম)

উপসচিব (মনিটরিং)

ফোনঃ ০২-৪১০৩০২৬৩

[email protected]

রিক্রুটিং এজেন্ট কর্তৃক জমাকৃত জামানতের উপর সুদ জমা করণ সংক্রান্ত: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *