জিডি নিয়ে আমাদের রয়েছে অনেক প্রশ্ন। আর তাভ আজ জিডি বা সাধারণ ডাইরি বিষয়ে সচারাচর জিজ্ঞাসিত প্রশ্ন এবং তাদের উত্তর জানবো।

প্রশ্নঃ জিডি বা সাধারণ ডাইরি কি?

উত্তরঃ কোন ব্যক্তি হুমকির সম্মুখীন হলে বা কখনো মূল্যবান কিছু হারিয়ে গেলে তা থানায় লিখিত ভাবে লিপিবদ্ধ করাই হলো জিডি বা সাধারণ ডাইরি।

প্রশ্নঃ কে জিডি করতে পারেন?

উত্তরঃ যে ব্যক্তি কোন হুমকির সম্মুখীন হয়েছেন অথবা তার কোন কিছু হারিয়ে গেছে তাহলে উক্ত ব্যক্তির জিডি করতে পারেন?

প্রশ্নঃ কেন জিডি করতে হয়?

উত্তরঃ কোন অস্বাভাবিক ঘটনার তথ্য থানাকে অবহিত না করলে বা জিডি না করলে, পরবর্তীতে উক্ত ঘটনা থেকে সৃষ্ট আরো মারাত্মক ক্ষতির হাত থেকে বাঁচার জন্য বা আইনগত জটিলতা এড়াতে জিডি করা প্রয়োজন। অন্যভাবে বলা যায়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই জিডি করা হয়।

প্রশ্নঃ জিডি করতে কি কি বিষয় উল্লেখ করতে হয়?

উত্তরঃ হুমকির সম্মুখীন হলে ব্যক্তির নাম, ঠিকানা, উপযুক্ত স্বাক্ষী ইত্যাদি। কোন কিছু হারিয়ে গেলে, হারানো বস্তুর বিবরণ।

প্রশ্নঃ জিডি করতে কত টাকা লাগে?

উত্তরঃ জিডি করতে কোন টাকা লাগে না।

প্রশ্নঃ কোন আশংকা থেকে জিডি করলে এবং পরবর্তীতে উক্ত ঘটনা সংঘটিত হলে মামলা করতে হবে কি না?

উত্তরঃ জ্বি, মামলা করতে হবে।

প্রশ্নঃ জিডি কি কখনো মামলায় রুপান্তরিত হয়?

উত্তরঃ জ্বি, মামলায় রুপান্তরিত হয়। জিডি করার পর তদন্ত হলে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে তখন তা মামলায় রুপান্তরিত হয়। সেক্ষেত্রে নতুন মামলা করার প্রয়োজন নেই।

প্রশ্নঃ ঘটনার নূন্যতম কত সময়ের বা দিনের মধ্যে জিডি করতে হবে?

উত্তরঃ এর কোন সুনির্দিষ্ট সময় নেই। তবে ঘটনার দ্রুততম সময়ের মধ্যে জিডি করতে হয়।

প্রশ্নঃ জিডির কপি হারিয়ে গেলে করনীয় কি?

উত্তরঃ থানায় রক্ষিত কপি থেকে অনুলিপি সংগ্রহ করা যায়। মামলার ক্ষেত্রে আদালতের নথি তলব দিয়েও কপি সংগ্রহ করা যায়।

প্রশ্নঃ কোন থানায় জিডি করবেজিডি ফরম pdf, অনলাইনে জিডি করার নিয়ম, থানায় জিডি করার ফরম, জিডি করার আবেদন, মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম, হুমকির জিডি, জিডি ফরমেট বাংলা, থানায় জিডি করার খরচ,ন?

উত্তরঃ যে থানার আওতাধীন এলাকায় ঘটনা ঘটেছে বা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেখানে জিডি করা উচিত বা অগ্রাধিকার দেয়া উচিত।

প্রশ্নঃ হুমকি প্রদান কারী পরিচিত হলে কিভাবে জিডি করতে হবে?

উত্তরঃ নাম, ঠিকানাসহ পূর্ণ পরিচয় উল্লেখ করতে হবে।

প্রশ্নঃ হুমকি প্রদান কারী অপরিচিত হলে কিভাবে জিডি করতে হবে?

উত্তরঃ অপরিচিত হলে তাকে সনাক্তকরণে বর্ণনা দিতে হবে।

প্রশ্নঃ কোন কোন অপরাধে জিডি হয় না?

উত্তরঃ চুরি, ডাকাতি, ধর্ষণ ইত্যাদি অপরাধে জিডি হয়না, সরাসরি মামলা করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *