সূচীপত্র
জিপি বা অন্য অপারেটর হতে টেলিটক সিমে MNP করার পর ৯৯ টাকায় ৬০ মিনিট ৫জিবি আর ৯৯ টাকা ব্যালেন্স পাওয়া যায়- টেলিটক এমএনপি করতে কোন চার্জ করে না–টেলিটক সিম MNP করার নিয়ম ২০২৪
এমএনপি কি? – এমএনপি বলতে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বোঝায়। এটি একটি এমন সেবা যা আপনাকে আপনার বর্তমান মোবাইল অপারেটর পরিবর্তন করতে দেয়, আপনার মোবাইল নম্বর পরিবর্তন না করেই। সহজ কথায়, আপনি যদি আপনার বর্তমান অপারেটরের সেবা থেকে সন্তুষ্ট না হন, তাহলে আপনি এমএনপি ব্যবহার করে অন্য অপারেটরে যেতে পারেন। নতুন অপারেটরে যাওয়ার পরেও আপনার পুরনো নম্বরটিই ব্যবহার করতে পারবেন।
টেলিটকে কি ১০ টাকা রিচার্জ করা যায়? হ্যাঁ। – টেলিটকে আপনার জন্য রয়েছে সবচেয়ে সহজ রিচার্জ পদ্ধতি বিদ্যমান রয়েছে। এজেন্ট রিচার্জ ছাড়াও বিকাশ, নগদ রিচার্জ এখনই খুবই সহজ। আপনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আপনার একাউন্টে রিচার্জ করতে পারেন নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট, অথবা টেলিচার্জের মাধ্যমে যে কোনো সময় আপনার একাউন্টে যোগ করতে পারেন ১০টাকা থেকে শুরু করে ৫,০০০টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ ব্যালেন্স। স্ক্র্যাচ কার্ড বা টেলিচার্জের জন্য আপনার নিকটস্থ দোকানে খোঁজ করুন। জিপি কত টাকা রিচার্জে কতদিন মেয়াদ? নতুন নিয়ম অনুযায়ী গ্রামীণফোনে ২৯ টাকা পর্যন্ত রিচার্জে মেয়াদ থাকবে ১০ দিন, ৩০ টাকা থেকে ৪৯ টাকা পর্যন্ত রিচার্জে থাকবে ১৫ দিন। ৫০ থেকে ১৪৯ টাকা রিচার্জে মেয়াদ থাকবে ৩০ দিন। এভাবে প্রি-পেইড নম্বরে ১০০০ টাকা পর্যন্ত বিভিন্ন মেয়াদ নির্ধারিত রয়েছে। গ্রামীনফোন সিম ব্যবহারে এখন মেয়াদ একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে এবং কল চার্জও অত্যাধিক রয়েছে যা সাধারণের জন্য বোঝা হয়ে পড়েছে।টেলিটক সাশ্রয়ী প্যাকেজ/ বাংলালিংক ও রবির সাথে নেটওয়ার্ক ভাগাভাগি করার ফলে টেলিটক নেটওয়ার্ক এখন শক্তিশালী হচ্ছে
টেলিটক মেয়াদহীন ইন্টারনেট কত টাকায় কেনা যাবে? ৫০ জিবি জন্য মেয়াদবিহীন ইন্টারনেট মাত্র ৫৯৯ টাকায় ক্রয় করা যাবে। ক্রয়কৃত ইন্টারনেট আপনি মেয়াদহীন ইন্টারনেট হিসাবে ব্যবহার করতে পারবেন। যদিও প্রারম্ভিক মেয়াদ হিসেবে ২০৩৬ সাল দেখায় তবুও এটি আনলিমিটেড মেয়াদ অর্থাৎ নির্দিষ্ট তারিখ বা সালের পরে মেয়াদ বৃদ্ধি পাবে।
Caption: info source
এমএনপি-এর সুবিধা ২০২৪ । টেলিটকে আসলে ৪৭ পয়সা ডিফল্ট কলরেট কার্যকর হয়ে যায়
- নম্বর পরিবর্তন করার ঝামেলা নেই: আপনার পরিচিত সকলের কাছে আপনার একই নম্বর থাকবে।
- প্রতিযোগিতা বৃদ্ধি: অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পায়, যার ফলে গ্রাহকরা আরও ভালো সেবা ও অফার পায়।
- স্বাধীনতা: আপনি আপনার পছন্দের অপারেটর বেছে নিতে পারেন।
- দ্রুত পরিষেবা: এমএনপি প্রক্রিয়া সাধারণত দ্রুত ও সহজ।
- বাংলাদেশে এমএনপি চালু হয়েছে ২০১৮ সালের ১লা অক্টোবর।
- টেলিটক কাস্টমার কেয়ারে গিয়েই আপনি ফিঙ্গার দিয়ে অন্য অপারেটর হতে টেলিটকে আসতে পারবেন।
এমএনপি করার শর্ত কি?
এমএনপি ব্যবহার করার জন্য আপনার সিম ৬ মাস সচল থাকতে হবে। একটিভ সিম অর্থাৎ আপনি সচারচর ব্যবহার করেন এমন সিম এমএনপি করতে পারবেন। বন্ধ সিমে রিচার্জ করেই এমএনপি করতে পারবেন না। অনেক ক্ষেত্রে আপনার বর্তমান অপারেটরের কাছ থেকে একটি এনওসি (No Objection Certificate) নিতে হবে। নতুন অপারেটরের সাথে একটি নতুন সংযোগের জন্য আবেদন করুন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। নির্ধারিত ফি প্রদান করুন। যদিও এমএনপি করতে টেলিটক কোন চার্জ করে না যেখানে অন্য আপারেটর ২০০ টাকা চার্জ করে থাকে।
টেলিটক মেয়াদহীন ইন্টারনেট ২০২৪ । ১৭ টাকায় ২ জিবি নিলে কোনটি আগে কাটবে?
Pingback: Teletalk 13 taka Offer । টেলিটক ১৩ টাকা রিচার্জে ১ জিবি যতখুশি ততবার! - Reportbd
Pingback: Teletalk Roaming Service In Banglalink । টেলিটক সিমে বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করবেন যেভাবে - Reportbd