সূচীপত্র
ঢাকায় কবর দিতে কত টাকা ফি গুণতে হয় – উত্তরা বা বনানী লাশ কবর দেয়ার জন্য গুণতে হবে ন্যূনতম ৩০ হাজার টাকা– বনানী কবরস্থানে দাফন খরচ ২০২২
কবর দেয়ার ফি পুন: নির্ধারণ – ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ নগর ভবন, (লেভেল-০৬),গুলশান-২, ঢাকা, তারিখঃ ০৮আগষ্ট ২০২২ খ্রিষ্টাব্দ তারিখের নম্বরঃ ৪৬.১০,০০০০,০১৩,৬৩.২৮৫.২২-১৪ নম্বর আদেশ মোতাবেক বনানী কবরস্থানে কবরের উপর পুন: কবর প্রদানের জন্যটাকা ফি নির্ধারণ করে দিয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী কবরস্থানে কবরের উপর পুনঃকবর প্রদানের জন্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং অন্যান্য কবরস্থানে কবরের উপর পুনঃকবর প্রদানের জন্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা ফি নির্ধারণ করা হয়েছে। যা আদেশ জারির পর থেকেই কার্যকর হইবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২য় পরিষদের ১৪তম কর্পোরেশন সভার আলােচ্যসুচি-১০ এর সিন্ধান্ত অনুসারে ডিএনসিসি’র নিকণাধীন কবরস্থানসমূহে বিদ্যমান কবরের উপর পুনঃকবর ফি নিরুপভাবে নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে উত্তরা ০৪ নং সেক্টরে পুন: কবর দেয়ার ফি ৩০ হাজার টাকা ধার্য করা হয়েছে। স্থায়ী কবরের ক্ষেত্রে ২০ লক্ষ টাকা পর্যন্ত গুণতে হবে।
ঢাকায় লাশ কবর দেয়া ফি কত? / ঢাকায় লাশ কবর দিতে কি কোন ফি গুণতে হয়?
বনানীতে পুন: কবর দিতে ৫০ হাজার টাকা ফি প্রদান করতে হবে।
Caption: Graveyard Fee in Dhaka । It costs Tk3. 50 lakh for a permanent grave, Tk2. 40 lakh for 20 years and Tk1. 30 lakh for a period of 10 years.
ডিএসসিসি নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০ অনুসারে ২০ লক্ষ টাকা পর্যন্ত কবর সংরক্ষণ ফি প্রদান করতে হবে।
ঢাকা কবরস্থান পরিচালনা নীতি আছে কি?
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ৪১ (১) (ক) ধারা এবং একই আইনের তৃতীয় তফসিলের ২৩নং অনুচ্ছেদে বর্ণিত ‘গোরস্থান ও শ্মশান’ শীর্ষক কার্যাবলি মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন আজিমপুর কবরস্থান, জুরাইন কবরস্থান (মুরাদপুর ও ধলপুর কবরস্থানসহ) ও খিলগাঁও কবরস্থান পরিচালনা-ব্যবস্থাপনার জন্য ডিএসসিসি নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০ অনুমোদন দেয়া হয়েছে।
ডিএসসিসি নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০: ডাউনলোড
কবর হলো মৃতদেহ মাটিতে পুতেঁ রাখার গর্ত। মৃত মানুষকে কবরে শায়িত করাকে বলা হয় “দাফন করা”। মুসলিম, খ্রিস্টান ও ইহুদীদের মৃতদেহ নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে মাটিতে দাফন করা হয়। অন্যদিকে অধিকাংশ ক্ষেত্রে হিন্দুদের মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়।