মূল্যস্ফিতি জুলাই ২০২২বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জুন মাস শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ, যা গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো। চলতি মাসের পর মূল্যস্ফিতি পূন:নির্ধারণ করা হলে বুঝা যাবে কি পরিমাণ মূল্যস্ফিতির মধ্যে পড়েছে বাংলাদেশ।

অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলছেন, গড়ে এখন মূল্যস্ফীতি সাড়ে সাত শতাংশ বলা হলেও, বাস্তবে কোন কোন ক্ষেত্রে কারও কারও জন্য এটা আরও বেশি মনে হতে পারে। উদাহরণ হিসাবে বলা যায়, একটি পরিবারের মাসে ৩০ কেজি চাল দরকার হয়। ৫০ টাকা চালের দাম যদি ৬০ টাকা হয়ে যা, তাহলে একজন নিম্ন আয়ের মানুষের কাছে সেটা বেড়েছে ২০ শতাংশ। বর্তমানে আরও ৩০% পর্যন্ত মূল্য বেড়ে মোট বৃদ্ধি পরিমাণ ৫০% শতাংশের কাছাকাছি দাড়িয়েছে।

ভেনেজুয়েলা, লেবানন, সুদান জিম্বাবুয়ে ইত্যাদি দেশগুলোতে ভয়াবহ হারে মূল্যস্ফিতি হয়েছে। বাংলাদেশের জ্বালানি তেলের বৃদ্ধির ফলে উৎপাদন ও ভোগ্য পন্যের মূল্য অত্যধিক হারে বেড়েছে। অন্যদিকে ডলারের বাজার অস্থির হয়ে উঠেছে। যদি বিদ্যুতের মূল্য ও গ্যাসে মূল্য পুন:নির্ধারণ করা হয় তবে দেশের Inflation Rate কোথায় গিয়ে দাড়াবে সেটাই দেখার বিষয়। গ্যাস ও বিদ্যুৎ এর মূল্যবৃদি দেশের মুদ্রাবাজার ও ব্যবসা বানিজ্যের মধ্যে ব্যাপার প্রভাব বিস্তার হতে পারে।

বিশ্বব্যাপী মাস অনুসারে মুদ্রাস্ফিতি বা মূল্যস্ফিতির হার ২০২২ / ন্যূনতম মূল্যস্ফিতির দেশগুলোতেও উচ্চ মূল্যস্ফিতি দেখা দিয়েছে। করোনা পরিস্থিতি ও যুদ্ধাবস্থায় Currency Inflation অনেক বেশি বেড়ে গেছে।

জাপানে জানুয়ারি/২২ মাসে মূল্যস্ফিতি ০.৬% হলেও জুন/২২ মাসে ২.৪% এ উঠে গেছে।

বর্তমান মূল্যস্ফীতি ২০২২ । বাংলাদেশের এবং অন্যান্য দেশের চলতি বছরে মুদ্রাস্ফীতি রেট

Monthly inflation rates in developed and emerging countries from December 2020 to June 2022: Source by statista.com

Top 10 Countries with the Highest Inflation Rates (Trading Economics Jan 2022)

  1. Venezuela — 1198.0%
  2. Sudan — 340.0%
  3. Lebanon — 201.0%
  4. Syria — 139.0%
  5. Suriname — 63.3%
  6. Zimbabwe — 60.7%
  7. Argentina — 51.2%
  8. Turkey — 36.1%
  9. Iran — 35.2%
  10. Ethiopia — 33.0%
  11. Sri Lanka- 45.3% (May/22)

What is the rate of inflation currently in Bangladesh?