মাস্টার ট্রেইনার শিক্ষক হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করা অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট বা বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকই মাস্টার ট্রেইনার শিক্ষক – মাষ্টার ট্রেইনার শিক্ষক ২০২৩

নতুন শিক্ষকও কি অংশগ্রহণ করতে পারে? – না। বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট এর তত্ত্বাবধানে মাধ্যমিক পর্যায়ের সৃজনশীল প্রশ্নপদ্ধতির বিষয়সমূহে নতুন করে প্রশ্নপ্রণেতা, পরিশোধনকারী এবং উত্তরপত্র মূল্যায়নকারীগণের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কোন কোন বিষয়ের উপর মাস্টার ট্রেইনিং গ্রহণ করা যায়? ১. বাংলা ১ম পত্র ২. গণিত ৩. উচ্চতর গণিত ৪. ইসলাম ও নৈতিক শিক্ষা ৫. হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ৬. বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা ৭. খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা ৮. পদার্থ বিজ্ঞান ৯. রসায়ন ১০. জীব বিজ্ঞান ১১. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১২. অর্থনীতি ১৩. পৌরনীতি ও নাগরিকতা ১৪. কৃষি শিক্ষা ১৫. গার্হস্থ্য বিজ্ঞান ১৬. বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৭. ফিন্যান্স ও ব্যাংকিং ১৮. ভূগোল ও পরিবেশ ১৯. হিসাববিজ্ঞান ২০. ব্যবসায় উদ্যোগ ২১. বিজ্ঞান। এ প্রশিক্ষণের সফলতা নির্ভর করবে বিষয়ভিত্তিক যোগ্য শিক্ষক নির্বাচনের ওপর।

পিটিআই হতে মাস্টার ট্রেনিং গ্রহণ করা যায়? হ্যাঁ। প্রশিক্ষণটি সাপ্তাহিক ছুটির দিনে ( শুক্র ও শনিবার ) চলমান থাকবে । শুধুমাত্র সরকার কর্তৃক নির্ধারিত ছুটির দিন সমূহে প্রশিক্ষণ বন্ধ থাকবে । প্রশিক্ষণ সূচি ও বাজেট বিভাজন যথাযথভাবে অনুসরণ পূর্বক প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। প্রতিদিন সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে প্রশিক্ষণার্থীদের সকাল ০৮:৩০ ঘটিকায় প্রশিক্ষণ ভেন্যুতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপস্থিতি নিশ্চিত করতে হবে । ২০২৩-২৪ সনে নতুনভাবে প্রণীত শিক্ষকগণের জন্য শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ম্যনুয়াল ব্যবহার করে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে । ইউআরসি /টিআরসি ইন্সট্রাক্টরগণ প্রশিক্ষণ শুরুর পূর্বেই প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নির্ধারিত দিনে সরবরাহ করবেন

ব্যাচ আকারে প্রশিক্ষণ প্রদান করা হয় কি? প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন প্লাটফর্ম মুক্তপাঠে ‘ জাতীয় শিক্ষাক্রম ২০২১ ( প্রাথমিক স্তর )’ প্রশিক্ষণ সম্পন্ন করে সার্টিফিকেট সংগ্রহকারী শিক্ষকগণ এ প্রশিক্ষণটি করতে পারবেন । প্রশিক্ষণের প্রতিবাচে ৩০ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসাবে অংশগ্রহণ করবেন । উপজেলা / থানা শিক্ষা অফিসার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে সংযুক্ত এবং শিশুকল্যাণ ট্রাস্টকর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে যথাযথ নির্দেশনা অনুসরণ করে এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করবেন । কোনক্রমেই একটি বিদ্যালয় হতে একইব্যাচে একাধিক শিক্ষককে মনোনয়ন দেয়া যাবে না এবং একজন শিক্ষক একাধিকবার উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না।

মাস্টার ট্রেনিং শিক্ষক কোন বিষয়ে বিশেষজ্ঞ হয়ে থাকেন / হাই স্কুল ও প্রাথমিক শিক্ষক লেভেলে এ ট্রেনিং প্রদান করা হয়

উপজেলা / থানা শিক্ষা অফিসার তার আওতাধীন শিক্ষকের নাম , পদবি ও মোবাইল নম্বর এবং অনলাইন প্লাটফর্ম মুক্তপাঠে প্রশিক্ষণ সম্পন্নের সার্টিফিকেট ও অন্যান্য তথ্যাদি উল্লেখপূর্বক ইউআরসি /টিআরসি ইন্সট্রাক্টরের সাথে সমন্বয়পূর্বক ব্যাচওয়ারী শিক্ষক মনোনয়ন ও ডেপুটেশন প্রদান করবেন । উপজেলা শিক্ষা অফিসার যথানিয়মে PEMIS সফটওয়্যারে ব্যাচওয়ারী শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত তথ্য এন্ট্রি নিশ্চিত করবেন ।

IEIMS এর মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মসূচি

মাস্টার ট্রেনিং এ অংশগ্রহণের যোগ্যতা ও শর্ত কি?

  1. শ্রেণিকক্ষে পাঠদানে ন্যূনতম ০৭ (পাঁচ) বছরের অভিজ্ঞতা ও প্রশিক্ষণান্তে ন্যূনতম ১০ (দশ) বছর চাকরি অবশিষ্ট থাকতে হবে।
  2. মাস্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠান হতে শ্রেণীকক্ষে অধিকতর জনপ্রিয় ও শিক্ষার্থীবান্ধব শিক্ষককে মনোনয়ন করতে হবে।
  3. প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করার মত শারীরিক ও মানসিক সামর্থ্য থাকতে হবে।
  4. প্রাইভেট/কোচিং এ ব্যস্ত শিক্ষকগণকে আবশ্যিকভাবে এ তালিকা বহির্ভূত রাখতে হবে।
  5. মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ নায়েম ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ ম্যানুয়াল অনুসরণ পূর্বক প্রশিক্ষণ দিতে হবে।
  6. মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করার পর বর্ণিত প্রশিক্ষণের মাঠ পর্যায়ের ন্যূনতম ০৪টি ব্যাচে (প্রতি ব্যাচ ০৬ দিন) প্রশিক্ষক হিসেবে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণ শেষে তাঁকে দেশের যেকোন জেলায় মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদান করতে হবে।

সৃজনশীলতায় দক্ষ করে তোলা হয় কি?

হ্যাঁ। টিসিজি প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছে অথবা সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে মাস্টার ট্রেইনার প্রশিক্ষনে ১২দিনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। সেসিপের মাঠ পর্যায়ের কর্মকর্তা যাদের শিক্ষা বিষয়ে স্নাতক পর্যায়ের ডিগ্রি আছে এবং প্রশিক্ষক হিসেবে কমপক্ষে ০৪টি প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ এরূপ ১০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া যাবে, অর্থাৎ ১০ সেসিপ কর্মকর্তা +২৫জন শিক্ষক (৫জন*৫টি বিষয়) মোট ৩৫ জনের নাম প্রেরণ করতে হয়। ইউআরসি /টিআরসি ইন্সট্রাক্টরগণ PEMIS সফটওয়্যারে ব্যাচওয়ারী প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক তথ্য এন্ট্রি যাচা ইপূর্বক নিশ্চিত করবেন । প্রশিক্ষণের প্রতিব্যাচে ০২ ( দুই ) জন প্রশিক্ষক দায়িত্ব পালন করবেন । প্রশিক্ষকগণকে অবশ্যই ২০২৩ সনে আয়োজিত প্রাথমিক স্তরের জাতীয় শিক্ষাক্রম বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ( এনসিটিবি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনার / কী ট্রেইনার ) হতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় চাকরি রেগুলেশন ২০২২ । অধিভুক্ত কলেজের শিক্ষকগণের আর্থিক সুবিধা কি কলেজ হতে দেয়া হয়? প্রশিক্ষক পুল গঠন ও ব্যবস্থাপনা নীতিমালা ২০২৩ । প্রশিক্ষক পুলে অর্ন্তভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণ ২০২৩ । আগামী ১৫ জানুয়ারি ২০২৩-এর মুক্তপাঠ থেকে সম্পন্নের নির্দেশনা জারি

সহকারী শিক্ষকদের নিয়োগপত্র সংক্রান্ত নির্দেশনা ২০২২ । যোগদান ও পদায়ন সময়সীমা জারি করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *