কোনােভাবেই সংশ্লিষ্ট মােটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লিখিত মােট আসন সংখ্যার অর্ধেকের (৫০%) বেশি যাত্রী বহন করা যাবে না; সংশ্লিষ্ট মােটরযান চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে; গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়ােজিতদের মাস্ক পরিধান ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)
সদর কার্যালয়, নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২
নম্বর ৩৫.০৩.০০০০.০০৩.৯৯.০০১.১৯.৪৬ তারিখ: ১২ জানুয়ারি ২০২২
গণপরিবহনে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে চলাচল প্রসঙ্গে
বিষয: ১৫ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে গণপরিবহন চলাচল প্রসঙ্গে।
করােনাভাইরাসজনিত রােগ (কোভিড-১৯)-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন-এর প্রাদুর্ভাব ও দেশে এই রােগের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১০ জানুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ তারিখের ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১-১৩১ নং পত্রের অনুবৃত্তিক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ জানুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ তারিখের ৩৫.০০.০০০০.০০৮.১৮.০০৪.১৫-৬৩ নং পত্রের নির্দেশনা এবং অংশীজনের সাথে ১২ জানুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত মােতাবেক আগামী ১৫ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নোক্ত শর্তসাপেক্ষে গণপরিবহন চলাচল করতে পারবে:
- কোনােভাবেই সংশ্লিষ্ট মােটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লিখিত মােট আসন সংখ্যার অর্ধেকের (৫০%) বেশি যাত্রী বহন করা যাবে না;
- সংশ্লিষ্ট মােটরযান চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে;
- গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়ােজিতদের মাস্ক পরিধান ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে;
- যাত্রার শুরু ও শেষে গণপরিবহনগুলাে পরিস্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়াও মােটরযানের মালিকগণকে যাত্রীগণের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে; এবং
- সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে যাত্রী উঠা-নামা করতে হবে।
২। করােনা সংক্রমণ বিস্তার রােধে সরকারের অন্যান্য নির্দেশাবলী যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
৩। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
শীতাংশু শেখর বিশ্বাস
পরিচালক (ইঞ্জিনিয়ারিং)
ফোন: ০২-৫৫০৪০৭১৬ ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৪০৭১২
মােট আসন সংখ্যার অর্ধেকের (৫০%) বেশি যাত্রী বহন করা যাবে না: ডাউনলোড