১০০০ টাকার নােট অচল ঘােষণা সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি ২০২২

সামাজিক যোগযোগ মাধ্যম ও টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ১০০০ টাকা নোট অচল বলে যে কথা প্রচার করা হচ্ছে বা জনগনকে বিভ্রান্ত করতে যে মিথ্যা প্রচারণা চালানো হয়ে তা অবিলম্বে বন্ধ এবং প্রতিবাদ স্বরূপ এবং জনগণকে সচেতন করতে বাংলাদেশ ব্যাংক আজ বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। মিথ্যা তথ্য যাতে না ছড়ানো হয় সে বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

১০০০ টাকা মূল্যমানের লাল নােট অচল ঘােষণা বলে বিভ্রান্তি না ছাড়নোর নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নােট আগামী ৩০-০৫-২০২২ তারিখের পর অচল হিসেবে গণ্য হবে মর্মে সম্প্রতি বিভিন্ন সামাজিক যােগাযােগ মাধ্যম এবং অনলাইন প্লাটফর্মে গুজব/বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগােচর হয়েছে।

এক হাজার টাকার নোট অচল নয়

এক হাজার টাকার নোট অচল নয়

১০০০ টাকা মূল্যমানের লাল নােট প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য

বিভ্রান্তি রোধে বাংলাদেশ ব্যাংক এক্ষণে, জনসাধারণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নােট বা অন্য কোনাে নােট অচল হিসেবে ঘােষণা করা হয়নি। তদৃপ্রেক্ষিতে, জনসাধারণকে উক্ত গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরােধ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *