আজকের খবর ২০২৪

প্রাইমারি ডিলারদের তারল্য সুবিধা প্রদান সংক্রান্ত।

প্রাইমারি অকশনে পিডি ব্যাংকসমুহের উপর ডেভেলপকৃত ও তাদের ক্রয়কৃত ট্রেজারি বিল/বন্ড জামানত রাখার বিপরীতে উক্ত সিকিউরিটিজের ইস্যু তারিখ হতে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের ক্ষেত্রে একনাগাড়ে ০৩ (তিন) মাস পর্যন্ত তারল্য সুবিধা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)

প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০

বাংলাদেশ।

ডিএমডি সার্কুলার লেটার নং-০৭ তারিখঃ  ২৩ ডিসেম্বর, ২০২১ ইং

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

প্রিয় মহােদয়,

প্রাইমারি ডিলারদের তারল্য সুবিধা প্রদান প্রসঙ্গে।

সরকারি সিকিউরিটিজের জন্য একটি প্রতিযােগিতামূলক বাজার তৈরি এবং প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকসমূহ কর্তৃক ধারণকৃত সরকারি সিকিউরিটিজের বিপরীতে দীর্ঘমেয়াদে তারল্য সুবিধা প্রদানের নিমিত্তে ইতঃপূর্বে ২১ এপ্রিল ২০০৯ তারিখে জারিকৃত সার্কুলার লেটার নং ডিএমডি-০১/২০০৯ এর ১ নং ক্রমিকে বর্ণিত নির্দেশনা নিম্নরূপে প্রতিস্থাপন করা হলাে :

(১) প্রাইমারি অকশনে পিডি ব্যাংকসমুহের উপর ডেভেলপকৃত ও তাদের ক্রয়কৃত ট্রেজারি বিল/বন্ড জামানত রাখার বিপরীতে উক্ত সিকিউরিটিজের ইস্যু তারিখ হতে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের ক্ষেত্রে একনাগাড়ে ০৩ (তিন) মাস পর্যন্ত তারল্য সুবিধা প্রদান করা হবে।

উল্লিখিত সার্কুলারে বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আপনাদের বিশ্বস্ত,

(খােন্দকার সিদ্দীকুর রহমান)

মহাব্যবস্থাপক।

প্রাইমারি ডিলারদের তারল্য সুবিধা প্রদান সংক্রান্ত: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *