সূচীপত্র
প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার পুরো প্রক্রিয়া ঠিক কিভাবে অনুষ্ঠিত হবে সে নিয়ম কানুন এখানে উল্লেখ করা হয়েছে – মান বন্টন প্রশ্নের ধরণ ইত্যাদি ইত্যঅদি – প্রাইমারী বৃত্তি পরীক্ষা ২০২২
বৃত্তি পরীক্ষা ২০২২ –ডিসেম্বর মাসে নির্ধারিত তারিখে সারাদেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নীতিমালা ৫.৪ (২) অনুচ্ছেদ অনুসারে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর নির্দেশাবলি প্রণয়ন করা হয়েছে।
পরীক্ষার্থী নির্বাচন পদ্ধতি কি? প্রাথমিক বৃত্তি প্রদানের লক্ষ্যে মেধা যাচাইয়ের জন্য বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাভিত্তিক সর্বোচ্চ ২০% শিক্ষার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোনয়ন দিবেন। ২০% শিক্ষার্থী যাচাই এর ক্ষেত্রে সমনম্বরধারীদের মধ্যে বিষয়ভিত্তিক নম্বরের ক্রমানুসারে মনোনয়ন দিতে হবে। এ ক্ষেত্রে যথাক্রমে বাংলা, গণিত, ইংরেজি, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করতে হবে। একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ৬টি বিষয়ের প্রাপ্ত নম্বর একই হলে সে ক্ষেত্রে শ্রেণি রোল নম্বর প্রাধান্য পাবে। ২০% শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থী সংখ্যা ভগ্নাংশ হলে গাণিতিক নিয়মে ০.৫ এবং তদুর্দ্ধ ভগ্নাংশকে পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করে শিক্ষার্থী সংখ্যা গণনা করতে হবে।
পরীক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের শৃঙ্খলা সম্পর্কিত নিয়মাবলি- কেন্দ্র সচিব, হল সুপার, সহকারী হল সুপার, ইনভিজিলেটর ও পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা/কর্মচারী পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা ও গাফিলতি করলে তাৎক্ষনিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা যাবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর নির্দেশাবলি । প্রশ্ন কাঠামো, মান বন্টন ও কর্মপরিকল্পনা।
পরীক্ষকের দায়িত্ব ও কর্তব্য- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত গাইডলাইন মোতাবেক উত্তরপত্র মূল্যায়ন করবেন।উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নিরপেক্ষতাকে সর্বোচ্চ স্থান দিবেন। কোন সমস্যার উদ্ভব হলে প্রধান পরীক্ষকের সঙ্গে যোগাযোগ করে তা নিরসন করবেন। উত্তরপত্র মূল্যায়নকালীন কোন ডিভাইস সঙ্গে রাখা যাবে না।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা পূর্নাঙ্গ নির্দেশিকা 2022 PDF Download
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ । পরীক্ষার্থীদের জন্য পালনীয় নিয়মাবলি
- পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্দিষ্ট সময় পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;
- পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোন অননুমোদিত কাগজপত্র বা ক্যালকুলেটর বা মোবাইল ফোন সঙ্গে আনা যাবেনা;
- উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্ধারিত স্থানে নাম, কেন্দ্র ও রোল নম্বর ছাড়া অন্যকোন কিছু লেখা যাবেনা;
- উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
- উত্তরপত্রের ভিতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোন সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয়/আপত্তিকর কোন কিছু লেখা যাবেনা;
- খসড়ার জন্য কোন অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে;
- প্রদত্ত উত্তরপত্র ছাড়া টেবিল, রুলার, নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোন কিছু লিখতে পারবেনা
- প্রশ্নপত্র বিতরণের পর একঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবেনা;
- পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিলেটর এর নিকট জমা দিয়ে পরীক্ষা হল ত্যাগ করতে হবে;
- এছাড়া কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত নিয়মাবলি অনুসরণ করতে হবে;
হলে পরীক্ষার্থীদের আচরণ কেমন হবে?
পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কথা বলা যাবে না। প্রশ্নপত্র ও প্রবেশপত্র ব্যতীত অন্য কোন অননুমোদিত কাগজপত্র বা বস্তু সঙ্গে রাখা যাবে না। পরীক্ষার হলে প্রশ্নপত্র বা অন্য কোন মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না।প্রশ্নপত্র ছাড়া অন্য কোন কাগজপত্র বা অন্যের উত্তরপত্র দেখে লিখা যাবে না বা অন্যকে দেখানোর কাজে সহযোগিতা
করা যাবে না। উত্তরপত্র কক্ষ ইনভিজিলেটর-এর নিকট দাখিল না করে উত্তরপত্রসহ পরীক্ষা হল ত্যাগ করা যাবে না। কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন বা বিনষ্ট করা যাবে না। পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা হলের বাইরে থেকে লিখে অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা যাবে না। উত্তরপত্রে আপত্তিকর কিছু লিখা বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না। মোবাইল ফোন বা এ জাতীয় কোন ডিভাইস ব্যবহার করা যাবে না।