আজকের খবর ২০২৪

Quota Notification 2024 । সরকারি চাকরিতে জেলা কোটা ও নারী কোটা থাকছে না

সরকারি চাকরির ক্ষেত্রে ৯৩% মেধা কোটা বলবৎ করে কোটা প্রজ্ঞাপন জারি করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য ৫% কোটা রাখা হয়েছে যা নাতি-নাতনিদের জন্য প্রযোজ্য হইবে না। জেলা কোটা ও নারী কোটা বাতিল করা হয়েছে-Quota Notification 2024

মেধা কোটা কি? মেধার ভিত্তিতে নিয়োগ একটি দেশে উন্নয়নের ভূমিকা রাখে। মেধা কোটা বলতে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ প্রাপ্তিকে বোঝানো হয়। মাত্র ৭% কোটা রাখা হয়েছে যেখানে মুক্তিযোদ্ধা কোটা ৫%, প্রতিবন্ধী ও হিজড়াদের জন্য ১% এবং ক্ষুদ্র –নৃ-গোষ্ঠীদের জন্য ১% কোটা রাখা হয়েছে।

শুধু কি সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কোটা পদ্ধতি অনুসৃত হইবে? না। সরকারি, আধা-সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠান সহ কর্পোরেশনগুলোতেও সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৯-২০ গ্রেডের সকল নিয়োগে ৭% কোটা অনুসরণ করা হবে এবং অবশিষ্টাংশ ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। ৭% কোটার মধ্যে ৫% মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য রাখা হয়েছে এবং ১% প্রতিবন্ধী ও ৩য় লিঙ্গের মানুষদের জন্য এবং ১% ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য রাখা হয়েছে। এখানে নারী কোটা এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য কোন কোটা রাখা হয়নি।

নতুন প্রজ্ঞাপন কবে কার্যকর হবে? ২৩ তারিখ হতেই কার্যকর হইবে। নতুন আইন নতুন সার্কুলার বা সরাসরি নতুন নিয়োগের ক্ষেত্রে কার্যকর হইবে। যে সকল নিয়োগ চলমান রয়েছে তা পূর্বেই কোটা বিধান অনুসারেই অনুষ্ঠিত হইবে। প্রজ্ঞাপন কার্যকর করার ক্ষেত্রে যেহেতু পূর্বের তারিখ উল্লেখ করা হয়নি তাই পুরাতন বা চলমান নিয়োগ আবশ্যিক ভাবে পুরাতন কোটা পদ্ধতি অনুসরণ করেই নিষ্পত্তি হবে। নতুন প্রজ্ঞাপন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত ও নিষ্পন্ন করার জন্য কার্যকর হবে।

কোটা প্রজ্ঞাপন জারি ২০২৪ । কোটা প্রজ্ঞাপন নতুন নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হইবে

বাংলাদেশে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে কোটা ব্যবস্থা সংস্কার হয়েছে। দেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর আপীর বিভাগের রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Caption: quota notification

নতুন কোটা প্রজ্ঞাপন ২০২৪ । সরকারি আধা-সরকারি, স্বাশাসিত, বোর্ড ও কর্পোরেশনের চাকরি ক্ষেত্রে নতুন প্রজ্ঞাপন কার্যকর হবে।

  1. ১-২০ গ্রেডে মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ করা হবে।
  2. মুক্তিযোদ্ধার ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫% কোটা।
  3. প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা।
  4. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১% কোটা।
  5. নারী, মুক্তিযোদ্ধার নাতি-নাতনী ও জেলা কোটা থাকছে না।
  6. প্রয়োজনীয় সংখ্যক কোটা পূরণ না হলে অবশিষ্টাংশও মেধা দিয়ে পূরণ করা হবে।

জেলা কোটা কি প্রয়োজন ছিল?

এখন একই জেলা অর্থাৎ ঢাকা জেলা বা বিভাগ হতে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিয়োগ পাবে বলে ধারণা করা যায়। যে জেলা শিক্ষার হার যত বেশি সেই জেলায় মেধার ভিত্তিতে নিয়োগ বেশি পাবে। জেলা কোটা বাতিল হওয়ার ফলে পিছিয়ে থাকা জেলা হতে কম লোক নিয়োগ পাবে। সরকার চাইলে জেলা কোটা বা নারী কোটা যোগ করতে পারে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় পরিবর্তন বা সংস্কার আনতে পারে। এটি যেহেতু পলিসি নির্ধারণীর বিষয় তাই এটি পক্ষে বা বিপক্ষে কোন আইন প্রয়োগ করা যাবে না।

মেধা কোটামুক্তিযোদ্ধার সন্তান কোটামুক্তিযোদ্ধার নাতি-নাতনী কোটানারী কোটাজেলা কোটাক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাআনসার কোটাপোষ্য কোটাঅন্যান্য কোটা
৯৩%৫%০%০%০%০%০%০%০%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *