সূচীপত্র
বন্ধু বলতে কি বোঝায়? সহজ কথায় উত্তর হচ্ছে বিপদে যে পাশে থাকে সেই বন্ধ। তবে সুখে যারা পাশে থাকে তারা সুসময়ের বন্ধু – বন্ধু
প্রকৃত বন্ধু – বন্ধু শব্দটির সাথে প্রকৃত শব্দটি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যার সংস্পর্শে আসলে মন ভাল হয়েছে যায়, বিপদে যার কথা প্রথমে মনে আসে, যার কাছে প্রশান্তি মিলে সেই মুলত প্রকৃত বন্ধ। বন্ধুর কাছে কোন সাহায্য বা কোন কিছু চেয়ে পাওয়া যাবে না এমন নয়, তার কাছে সাধ্য আছে এমন যে কোন কিছুই সে দিতে সদা প্রস্তুত থাকে। জীবনে আপনার কাছে সে কিছু পাক বা না পাক নি:শ্বার্থভাবে সে আপনাকে ভালবেসে যাবে, পাশে থাকবে।
আপনার কৈশর থেকে মধ্য বয়স পর্যন্ত অনেক মানুষই আপনার সংস্পর্শে আসবে কিন্তু আপনি ধীরে ধীরে অধিকাংশকে হারাইবেন। প্রকৃত বন্ধু আপনার দরজায়, আপনার ফোনে বা মনে সময়মত নক ঠিকই করবে। সবার সাথেই আপনি কানেক্টেড না থাকলেও প্রকৃত বন্ধুটির সাথে ঠিকই আপনি ফোন, সরাসরি বা হোয়াটসঅ্যাপ বা ভাইবারে ঠিকই যুক্ত থাকবেন।
সাংসারিক জীবন বা কর্মজীবনে যখন আপনি হাপিয়ে উঠেছেন বন্ধুটির সাথে কাছে গিয়ে অথবা ফোনে একটু কথা বলে নিন দেখবেন আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। আপনার মনকে রিস্টার্ট দিয়ে পুন: উদ্ধমে কাজ করতে সাহায্য করবে। আপনার সকল দু:খ কষ্ট বিপদ বা সমস্যা নির্ধিদ্বায় বলতে পারবেন, কষ্ট গুলো তার সাথে শেয়ার করলে আপনার মনে হবে আপনি যেন কষ্ট বা বিপদটিকে মুক্তি দিয়ে দিলেন।
প্রকৃত বন্ধু কি অনেক গুলো থাকে? / কিভাবে প্রকৃত বন্ধু চিনবেন?
সময়ের সাথে সাথে ভূয়া বা নামে মাত্র বন্ধুগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে/ তাদেঁর সাথে যোগযোগই থাকবে না আপনার মন থেকে আওয়াজ আসবে প্রকৃত বন্ধুটি/ বন্ধগণকে চিনতে আপনার মনই যথেষ্ট।
Caption: বন্ধু নিয়ে মনিষীরা যা বলেছেন তা কিন্তু বাস্তবতার নিরিখেই / বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন।
বন্ধু নিয়ে সেরা ২০ টি উক্ত যা আপনার মনকে প্রশ্নহীন করে তুলবে
- বন্ধু মানে ভালোবাসা, সহযোগিতা, পাশাপাশি চলা এবং সারাটি জীবন একসাথে থাকা।
- পুরো পৃথিবী যখন আপনার মন বুঝবে না তখন একমাত্র প্রকৃত বন্ধুই আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট বুঝতে পারবেন।
- আপনার বিপদের সবাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু প্রকৃত বন্ধু সেই যে চরম বিপদে আপনাকে পথ দেখাবে এবং আপনাকে ছেড়ে যাবে না।
- বন্ধুত্ব হচ্ছে ফসলের মত সময়ের সাথে পরিপক্ক হয় এবং অবশেষে অনেক মূল্যবান হয়ে ওঠে।
- বন্ধুরা হলো কলিজার এক একটা টুকরা যার সমন্বয়ে আপনি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন।
- জীবন হয়তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু প্রকৃত বন্ধুত্ব কখনোই শেষ হয়না বরং অমরত্ব লাভ করে।
- বন্ধুত্বের শক্তিশালী বন্ধন আপনাকে সর্বদা শত্রু মুক্ত থাকতে সাহায্য করবে কেননা আপনি নিজেও একজন উত্তম বন্ধু হবেন আর উত্তম বন্ধু কারো শত্রু হতে পারে না।
- সত্যি কারের বন্ধু তো আপনাকে শত্রু মুক্ত রাখবে।
- বন্ধুত্ব অনেকটা মুক্ত বিহঙ্গের মত যা আকাশে বিচরণ করার আনন্দ দেয়।
- আপনি পৃথিবীতে অমরত্ব পেতে পারেন যদি আপনার বন্ধু একজন কবি হয়।
- বন্ধুত্ব হল পাখির দুইটি ডানার মতো কেননা একটি ডানা ছাড়া পাখি কখনোই সুবিশাল আকাশে মিলন করতে পারে না।
- প্রকৃত বন্ধু সেই যে আপনাকে বিপথে যাওয়া থেকে আটকাবে এবং একজন উত্তম অভিভাবক হিসেবে সঠিক পথ দেখাবে।
- বন্ধু মানে অনেক আনন্দ, স্বাধীনতা, মুক্তি, খুনসুটি, ভালোবাসা আর পৃথিবীর সমস্ত ভালো কিছুর সমন্বয়।
- আপনার জীবনটা সত্যিই অপূর্ণ রয়ে যাবে যদি না আপনার একজন মনের মতো বন্ধু না থাকে।
- আপনার সমস্ত জ্বালাতন কেবল একজন প্রকৃত বন্ধুই সহ্য করবে।
- বন্ধুত্ব কখনো অর্থ দিয়ে প্রতিষ্ঠিত হয় না বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয় হৃদয়ের ভালোবাসা দিয়ে।
- সহমর্মিতা হল বন্ধুত্বের চাবিকাঠি।
- যার সাথে সবকিছু বিনিময় করা যায় সে কেবল বন্ধু।
- একজন প্রকৃত বন্ধু থাকা মানে অনেক বড় সম্পত্তির মালিক হওয়া।
- বন্ধু তো সেই যার গলা জড়িয়ে ধরে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে যাওয়া যায়।
বন্ধুদের কি লালন করা যায়?
বন্ধ বা বন্ধত্ব কখন ইচ্ছে করে ধরে রাখা যায় না। বন্ধু আপনি স্কুলে, কলেজে, ভার্সিটিতে সহজেই পেয়ে যাবেন। কর্মজীবনেও বন্ধু পেয়ে যাবে আবার অবসর জীবনেও বন্ধু মিলবে। তবে এতগুলো পথ পেরিয়ে গেলেও দেখবেন আপনার ছোট বেলা বা কলেজ জীবন থেকে একটি বা দুটি বন্ধু টিকে গেছে যে আপনার পিছনে ছায়ার মত লেগে আছে, আপনি তার খোজ রাখুন বা না রাখুন সে কিন্তু আপনার খোজ ঠিকই রাখবে। বন্ধুদের ঠিকই ভুলে যাবেন কিন্তু প্রকৃত বন্ধুর ভাল লাগানো বা প্রকৃত বন্ধুর ফিলিংসগুলো আপনাকে প্রকৃত বন্ধু বা বন্ধুকে চিনিয়ে দিবে।
তথ্য সূত্র: Wikipedia