সকল সফল ব্যবসায়ের মূলে রয়েছে সঠিক হিসাব কৌশল- সঠিকভাবে হিসাবরক্ষণ, হিসাব কৌশল এবং ট্যাক্স ও ভ্যাট সংশ্লিষ্ট প্রশিক্ষণ। যেকোন বিষয়ে অধ্যয়নকৃতদের জন্য কোর্সটি উপযোগী এবং সঠিক ভাবে হিসাব রক্ষণ ও হিসাব সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত জরুরি।
কোর্সের মেয়াদ
০২-০৬ জানুয়ারি ২০২২; ক্লাসঃ সকাল ০৯.০০টা থেকে বিকাল ০৫.০০ টা পর্যন্ত
কোর্সের মাধ্যম
স্বাস্থ্যবিধি মেনে স্কিটির প্রশিক্ষণ রুমে সর্বোচ্চ ১৫ (পনের) জনকে সশরীরে এবং নির্বাচিত বাকি প্রার্থীগণ Zoom অ্যাপের মাধ্যমে অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন (কোর্স ফি জমাদানের পর Zoom আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে)।
উদ্দেশ্য
অফিস নির্বাহী, শিল্প মালিক ও এ বিষয়ে ক্যারিয়ার গঠনে আগ্রহীদের হিসাব রক্ষণ বিষয়ে জ্ঞান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন এবং হিসাবের ভুল ক্রটি রোধসহ শুদ্ধ ভাবে নিট মুনাফা নির্ণয় ও ব্যবসায় আর্থিক অবস্থা বিশ্লেষণ পূর্বক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা।
বিষয়বস্তু
আর্থিক লেনদেন বিশ্লেষণ, ডেবিট ও ক্রেডিট নির্ণয় পদ্ধতি, ডেবিট, ক্রেডিট ও জার্নাল ভাউচার প্রস্তুতকরণ, ভাউচার সমূহ ক্যাশ-ব্যাংক বইয়ে এবং জেনারেল ও সাব-লেজারে হিসাবভূক্তকরণ, রেওয়ামিল, লাভ-লোকসান হিসাব ও ব্যালেন্সসীট তৈরী, বাজেট ও বাজেটারী নিয়ন্ত্রণ, ব্যাংক রিকনসিলিয়েশন, হিসাবের ভুল সংশোধন এন্ট্র্রি এবং ভ্যাট ও ট্যাক্স হিসাবভ‚ক্তকরণ ইত্যাদি।
ঋণ সহায়তা
সম্ভাবনাময় ও যোগ্য উদ্যোক্তাগণকে বিসিকের নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হবে।
যোগ্যতা ও দলিলাদি
ন্যূনতম HSC / সমমান, সর্বশেষ সনদপত্র, NID ও ছবি ১ কপি।
কোর্স ফি
সশরীরে ২,০০০/-(দুই হাজার) টাকা এবং অনলাইনে ১,০০০/-(একহাজার) টাকা মাত্র
রেজিস্ট্রেশন
সর্বশেষ ০২.০১.২২ সকাল ১০.০০ মিঃ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
যোগাযোগ
মোঃ আশিকুর রহমান জয়, কোর্স সমন্বয়কারী
০১৬৮২-৩৪০৯৪২ (বিকাশ),
মোঃ মাহমুদুল ইসলাম, কোর্স পরিচালক
০১৭১৭-৪৭৭৩১২
প্রশিক্ষণের স্থান
প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, স্কিটি, বিসিক, উত্তরা, ঢাকা।
বিঃ দ্রঃ : ডরমিটরীতে নিজ খরচে স্বল্পমূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে।
(সফলভাবে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হবে)
সূত্র: ডাউনলোড