সূচীপত্র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েও যারা রিলিজ স্লিপ পেলেন – অনার্স ১ম বর্ষে ভর্তির ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে– Honours 1st year release slip 2022
অনার্স ১ম বর্ষ রিলিজ স্লিপ ২০২২ – আপনারা সকলে অবগত আছেন যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তির জন্য দুটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। যেখানে অনার্স ভর্তির প্রথম মেধা তালিকা গত ২০ জুন এবং দ্বিতীয় মেধা তালিকা ২১ জুলাই, ২০২২ তারিখে প্রকাশ করা হয়েছিল। উক্ত দু’টি মেধা তালিকায় যারা সরাসরি স্থান পেয়েছে তারা ইতোমধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করছে। কিন্তু যারা উক্ত তালিকায় স্থান পায়নি তাদের জন্য প্রদান করা হয় রিলিজ স্লিপ। যা প্রকাশ করা হয়েছিল গত আগস্ট মাসের ১৫ তারিখ। প্রকাশিত সেই নোটিশ অনুসারে ১৬ই আগস্ট থেকে ২৫ আগস্ট, ২০২২ পর্যন্ত চলে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম। যা শেষে আবেদন করা প্রার্থীরা এখন রিলিস স্লিপের রেজাল্টের অপেক্ষায় ছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। এ ফলাফল SMS (nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে send করতে হবে) এর মাধ্যমে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে। ১ম রিলিজ স্লিপে মোট এক লাখ ২২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে।
এ সকল শিক্ষার্থীকে ৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে রেজিস্ট্রেশন ফিসহ ফরম ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১ম বর্ষ স্নাতকে যাদের রিলিজ স্লিপ দেওয়া হয়েছে অনলাইনে চেক করে নিন।
বাটন মোবাইলেই রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে / মাত্র একটি খুদে বার্তা পাঠিয়েই ফলাফলা জানা যাবে।
অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপের ফলাফল প্রথমে মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। যা আগামী ৩০ আগস্ট বিকাল ৪টা হতে এসএমএসের মাধ্যমে পাওয়া যাচ্ছে। ভর্তিচ্ছুদের ফলাফল পেতে SMS (nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে।
সূত্র: তথ্য অধিদফতর
অনলাইনে অনার্স ভর্তির রিলিজ স্লিপ রেজাল্ট যেভাবে দেখবেন
- এসএমএস এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির রিলিজ স্লিপ রেজাল্ট উক্ত দিন রাত ৯ টার পর থেকে অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে।
- যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফলাফল প্রকাশ সম্পর্কিত অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর আপনার আবেদনকৃত শিক্ষার্থীর রোল নাম্বার এবং পিন নম্বর দিয়ে লগইন করতে হবে।
- এতে করে একাডেমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষার বিস্তারিত তথ্য সহ অনার্স ভর্তি রিলিস স্লিপ রেজাল্ট দেখতে পাবেন।
অনলাইনে স্মার্ট ফোনেই রেজাল্ট দেখা যাবে কি?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপের ফলাফল দেখার জন্য প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) থেকে Applicant Login অপশন থেকে Honours Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এরপর লগইন করলেই পেয়ে যাবেন অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপের রেজাল্ট।