ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর এখন অনলাইনে যাচাই বা চেক করা যায় – BMDC Registration check online

রেজিস্ট্রেশন নম্বর চেক করতে কি কি লাগে?– শুধুমাত্র ডাক্তারের বিএমডিসি নম্বর থাকলেই আপনি অনলাইনে যাচাই করতে পারবেন যে, তিনি ভূয়া ডাক্তার কিনা। তাছাড়া তার রেজিস্ট্রেশন নম্বরের মেয়াদ কত দিন আছে সেটিও যাচাই করা যায়। মোট কথা ডাক্তারের প্রোফাইল দেখতে চাইলে শুধুমাত্র বিএমডিসি নম্বর লাগবে।

বিএমডিসি কি?– বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বাংলাদেশ মেডিকেল কাউন্সিল অ্যাক্টের আওতায় প্রতিষ্ঠিত। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই আইনের নাম বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ১৯৭৩। ঢাকার বিজয় নগরে বিএমডিসির প্রধান কার্যালয় অবস্থিত। মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের অনুমোদন দেয় বিএমডিসি। এখন অনলাইনে ডাটাবেইজ উন্মুক্ত থাকায় বিএমডিসি নম্বর দিয়েই মুহুর্তে প্রকৃত ডাক্তার শনাক্ত করা যাবে।

এমবিবিএস ডাক্তার মানে কি? চিকিৎস্য বিজ্ঞানে প্রথম ডিগ্রী কোর্স পোড়ানো হতো যুক্তরাষ্ট্রে (ব্রিটেন ), MBBS ল্যাটিন নামকরণ থেকে এসেছে / সম্পূর্ণ নাম Medicinae Baccalaureus Baccalaureus Chirurgiae (ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি), কিন্তু MBBS পাঠ্যক্রমএ সব দেশে MBBS লেখেও না, কেউ কেউ BMBS ও লেখে (University of Exeter )/ কোথাও কোথাও আবার স্নাতক চিকৎস্য বিজ্ঞান কে MB ChB, BMBS, MB BCh, MB BChir and BM BCh লিখে থাকেন।

BM&DC Doctor’s Profile web Service / BM&DC Check website online process

উপযুক্ত ফি দিয়ে রেজিস্টার্ড ডাক্তার দেখান।

ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করার নিয়ম ২০২৩ । ডাক্তার আসল কিনা সেটি কি অনলাইনে যাচাই করা যায়?

Caption: Check Now

অনলাইনে ডাক্তার যাচাই করার নিয়ম ২০২৩ । এক ক্লিকেই ডাক্তার শনাক্ত সম্ভব

  1. প্রথমে আপনি verify.bmdc.org.bd এই লিংক ভিজিট করুন অথবা Verify BMDC লিখে গুগল করুন।
  2. পেইজে গিয়ে আপনি ডাক্তারের BMDC নম্বরটি লিখুন। দাতের ডাক্তার হলে BDS সিলেক্ট করুন অন্যথায় যা আছে তাই সিলেক্ট থাকুন।
  3. Search Click করুন। ব্যাস ডাক্তারের ঠিকুচি চলে আসবে। বিস্তারিত তথ্য ছবি সহ দেখতে পারবেন।

রেজিস্টার্ড ডাক্তার বলতে কি বুঝায়?

ঔষধের প্যাকেটে লেখা থাকে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য। রেজিস্টার্ড ডাক্তার হচ্ছে যারা বিএমডিসি’র রেজিস্টার্ডভূক্ত থাকে। ডাক্তার হলে সে অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকবে। তাছাড়া ডাক্তারের বিভিন্ন অসদাচরণের কারণে রেজিস্ট্রেশন বাতিল করা হয়। অন্যায় প্র্যাকটিস বা ডাক্তারী অপব্যবহারের কারণে তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন Inactive করে দেওয়া হয়। এসব চেক করেই ডাক্তার দেখাবেন।

ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করার নিয়ম ২০২৩ । ডাক্তার আসল কিনা সেটি কি অনলাইনে যাচাই করা যায়? প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৩ । প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় আছে?

বয়স্ক ভাতা আবেদন ২০২৩ । বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয়?

One thought on “BMDC Registration check online । অনলাইনে কি ডাক্তারের রেজিস্ট্রেশন যাচাই করা যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *