অনলাইনে বিএসপি তে রেজিস্ট্রেশন করে লার্নার প্রাপ্তি ফি পরিশোধ এবং ডকুমেন্ট আপলোড করে লার্নার সংগ্রহ করে হয় – ই লার্নার কিউআর কোর্ড যুক্ত থাকে – E Driving licence Learner Check 2023

ই- ড্রাইভিং লাইসেন্স – ই-ড্রাইভিং লাইসেন্স একটি ডকুমেন্ট যা একজন গাড়ি চালনার অনুমতি দেয়। এই লাইসেন্স হল একজন ড্রাইভার নির্ধারিত নিয়ম এবং বিধিমালা অনুসারে গাড়ি চালনার জন্য প্রয়োজনীয় হয়। ই-ড্রাইভিং লাইসেন্স হিসাবে ডিজিটাল ফরমে নথিভুক্ত করা হয় এবং এটি নির্দিষ্ট সময়ের জন্য মেয়াদ পূর্তি হয়। একজন ড্রাইভার একটি লাইসেন্স পেতে হলে সাধারণত তিনি ড্রাইভিং টেস্ট পাস করতে হবে এবং তার পূর্বে নির্ধারিত প্রয়োজনীয় শিক্ষামূলক কোর্সগুলি প্রবেশ করতে হবে। ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২৩ । অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে?

ড্রাইভিং লাইসেন্স সহজীকরণ প্রক্রিয়ায় গ্রাহকগণ বিআরটিএ’র সার্কেল অফিসে সশরীরে না এসে ঘরে বসে অনলাইনে ই-পেপার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীগণকে দক্ষতা যাচাই পরীক্ষা পাশের পর বিআরটিএ সার্ভিস পোর্টাল (www.bsp.brta.gov.bd) এর মাধ্যমে ফিসহ ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে হবে। BRTA Driving licence by Post office । ড্রাইভিং লাইসেন্স ডাকযোগে ঘরে আসবে

লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে গ্রাহকের নিজস্ব বিএসপি একাউন্ট হতে কিউআর কোড (QR code) সম্বলিত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে প্রিন্ট কিংবা মোবাইলে সফট কপি প্রদর্শন করে মোটরযান চালানোর কাজে ব্যবহার করা যাবে। ডাউনলোডকৃত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স কিউআর কোড (QR code) এর মাধ্যমে সঠিকতা যাচাই করা যাবে এবং মূল ড্রাইভিং লাইসেন্স হিসেবে পরিগণিত হবে। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির আবেদন করার নিয়ম ২০২৩ । ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পেতে পারবেন

লার্নার পেতে ভূয়া তথ্য বা ডকুমেন্ট আপলোড দন্ডনীয় অপরাধ / কার্ড আকারে প্রিন্ট করে ব্যবহার করা যাবে

অনলাইনে আবেদন দাখিলের সময় ভূল তথ্য ও ভূয়া/জাল সংযুক্তি প্রদান করা হলে লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Caption: Check your Learner by going BSP

ই ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম । ই লার্নার কার্ড চেক করার নিয়ম দেখে নিন

  1. প্রথমত আপনার মোবাইলে BARCODE Reader অথবা কিউআর কোড রিডার অ্যাপ ইনস্টল থাকতে হবে।
  2. QR Code Reader অ্যাপটি ওপেন করে লার্নার কার্ডের বারকোডটি স্ক্যান করতে হবে।
  3. একটি লিংক পাবেন সেটি ইন্টারনেটের মাধ্যমে লিংক ভিজিট করতে হবে।
  4. লিংক ভিজিট করলেই লার্নার কার্ডের তথ্য দেখাবে এবং বুঝা যাবে যে, এটি ভূয়া বা ফেইক নয়।
  5. এভাবে সহজেই লার্নার কার্ড ভেরিফিকেশন করা যায়।

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার সময় কি কি নিতে হয়?

পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় লেখার জন্য কালো কলমসহ কাগজপত্রাদি পরিদর্শককে প্রদর্শনের জন্য সাথে রাখতে হবে। ক) লার্নার ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে হবে। খ) জাতীয় পরিচয়পত্র (মূল কপি) সঙ্গে আনতে হবে।  মেডিকেল সার্টিফিকেট (মূল কপি) দেখাতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ (সত্যায়িত ফটোকপি/মূল কপি) আনলেই চলবে। ইউটিলিটি বিল [(বিদ্যুৎ/গ্যাস/টেলিফোন) (সত্যায়িত ফটোকপি/ মূল কপি)] আনতে হবে। চ) বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) থাকলে আনতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)। ড্রাইভিং লাইসেন্সের নবায়ন/শ্রেণী পরিবর্তন/শ্রেণী সংযোজন/লাইসেন্সের ধরণ পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ছ) লার্নার ড্রাইভিং লাইসেন্স গ্রহনের পর পরই সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে ডোপ ( Dope Test) টেস্ট করার জন্য হাসপাতাল বরাবর চিঠি গ্রহন করা যাবে।

ড্রাইভিং লাইসেন্স সহজীকরণ ২০২৩ । একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে

6 thoughts on “E Driving licence Check 2023 । ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ড চেক করার উপায় কি?

  • 11/12/2023 at 9:30 pm
    Permalink

    আমার কাছে রেফারেন্স নাম্বার নেই পিঙ্গার দিয়েচি ডেলিভারি চিলিপ পাইনি আমার নাম অথবা মোবাইল নাম্বার দিয়ে রেফারেন্স নাম্বার নেওয়া যাবে

    Reply
    • 12/12/2023 at 11:08 am
      Permalink

      সংশ্লিষ্ট বিআরটিএতে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে প্রোফাইলে লগিন করতে হবে।

      Reply
  • 11/12/2023 at 9:33 pm
    Permalink

    আমার নাম দিয়ে অথবা মোবাইল নাম্বার রেফারেন্স নাম্বার পাব।01861412547

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *