আজকের খবর ২০২৪

Freedom Fighter Bangla New Year Allowance । মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা কত টাকা?

মুক্তিযোদ্ধাগণ মাসিক সম্মানী, উৎসব ভাতা, নববর্ষ ভাতা এবং বিজয় দিবস ভাতা প্রদান করে থাকে- Freedom Fighter Bangla New Year Allowance

মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা- “বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” অনুযায়ী এ সম্মানি ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহিদ, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এতদসংক্রান্ত নির্দেশনা অনুসরণকরত: মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পৃথক গোপনীয় User ID & Password ব্যবহারপূর্বক উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংক লিমিটেড এর সংশ্লিষ্ট ব্যবস্থাপক এবং উপজেলা নির্বাহী অফিসার এবং মহানগর (সিটি কর্পোরেশন) এর ক্ষেত্রে সোনালী ব্যাংক লিমিটেড এর সংশ্লিষ্ট ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক স্ব স্ব অধিক্ষেত্রাধীন বীর মুক্তিযোদ্ধাদের তথ্যাদি MIS এর ওয়েবলিংক mis.molwa.gov.bd এর মাধ্যমে এন্ট্রি করা হয়েছে বা অনুমোদিত হয়েছে।

উক্ত MIS এ এন্ট্রিকৃত এবং অনুমোদনকৃত তথ্যের ভিত্তিতে MIS এর পে-রোল অপশন ব্যবহার করত: বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের সুবিধাভোগীদের প্রাপ্য অর্থের পরিমাণ নির্ধারণ করত: সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের সুবিধাভোগীদের জন্য প্রেরিত পে-রোল সমন্বয় করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা, ২০২৩ এর সমন্বিত পে-রোল প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রত্যেক ভাতাভোগীর নামসহ পূর্ণাঙ্গ তালিকা, প্রাপ্য টাকা, ব্যাংক হিসাবের নম্বর, ব্যাংক সংক্রান্ত অন্যান্য তথ্যাদিসহ প্রয়োজনীয় তথ্যাদির সফটকপি অর্থ বিভাগের IBAS++ এর মাধ্যমে validate করত: বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিস্ট বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের সুবিধাভোগীদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে জমা করার লক্ষ্যে চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকায় IBAS++ এর সিস্টেমের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

বেনিফিশিয়ারি ব্যাংক হিসাবে টাকা চলে আসে / জনপ্রতি বাংলা নববর্ষ ভাতার হার ২০০০ টাকা

উপকারভোগীগণ সরাসরি ব্যাংক হিসাবে ভাতা পেয়ে থাকেন।

Freedom Fighter Bangla New Year Allowance । মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা কত টাকা?

Caption: Check Full order PDF Download

বাংলা নববর্ষ ভাতা । প্রায় ৩৮ কোটি টাকা এ বাবদ পরিশোধ করা হয় 

  1. চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড ১৫৭০১ এর আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে ১২০০০১৮০৯ কোডের মুক্তিযোদ্ধাদের জন্য বাংলা নববর্ষ ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তা সুবিধাদি হিসেবে 3721102 কোডে ‘কল্যাণ অনুদান’ খাতে বরাদ্দকৃত ৪২,৫৩ (বিয়াল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ) লক্ষ টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত Management Information System (MIS) এর ভিত্তিতে Government to Person (G2P) পদ্ধতিতে Electronic Fund Transfer (EFT) প্রক্রিয়ার মাধ্যমে নিম্নসারণীতে বর্ণিত ২,২৭,০৬৫ জন উপকারভোগীর অনুকূলে নিম্নোক্ত বিভাজন ও শর্তে মুক্তিযোদ্ধাদের জন্য বাংলা নববর্ষ ভাতা, ২০২৩ বাবদ সর্বমোট ৩৭,৬২,১০,৩৬৭/- (সাঁইত্রিশ কোটি বাষট্টি লক্ষ দশ হাজার তিনশত সাতষট্টি) টাকা ছাড়ে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

কত টাকা হারে নববর্ষ ভাতা পায়?

ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাঁরা বাংলা নববর্ষ ভাতা ২,০০০/- (দুই হাজার) টাকা হারে প্রাপ্য হবেন। অন্যদিকে, ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ রয়েছেন, তাঁরা “বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” এর অনুচ্ছেদ ৮ এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বাংলা নববর্ষ ভাতা ২,০০০/- টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *