ট্রিকস এন্ড টিপস

Nagad to Bkash balance transfer 2024 । নগদ থেকে ব্যাংকে কার্ডে টাকা ট্রান্সফার করবেন কিভাবে?

নগদ হতে বিকাশে সরাসরি টাকা ট্রান্সফার করা যায় না -এজন্য একটু কলকাটি নাড়তে হয়- নগদ অ্যাপ টু ভিসা কার্ড এবং অতপর বিকাশ অ্যাড মানি করতে হয় কার্ডের মাধ্যমে ব্যাস এটুকুই ঝামেলা – Nagad to Bkash balance transfer 2024

খরচ বেশি তাহলে তো ভাল কিছু হলো না তাই না?– হ্যাঁ। তা বলতে পারেন কিন্তু বাহিরে গিয়ে ২০ টাকা রিক্সা ভাড়া দিয়ে নগদ টু ক্যাশআউট এবং বিকাশে ক্যাশইন করতে ঝামেলা এড়ানো গেল বটে। নগদ একাউন্ট থেকে কার্ডে টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে ১.৫% ট্রান্সফার ফি প্রদান করতে হবে। ধরেন আপনি নগদ একাউন্ট থেকে ১০০০ টাকা ব্যাংকে পাঠাবেন তার জন্য আপনাকে প্রতি হাজারে ১৫ টাকা ট্রান্সফার ফি দিতে হবে। নগদের অফিশিয়াল ওয়েবসাইটে তাদের যত প্রকার ফ্রি আছে তা আপনি গননা করতে পারবেন।

সরাসরি ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনা যায়? বিকাশ অ্যাপ হোম স্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ আইকনে ট্যাপ করুন। ‘কার্ড টু বিকাশ’ ট্যাপ করে ‘ভিসা’ সিলেক্ট করুন। আপনার বিকাশ একাউন্ট নাম্বার শুরু থেকেই দেয়া থাকবে, টাইপ করতে হবে না। আর অন্য কারো নাম্বারে টাকা পাঠাতে চাইলে, সেই বিকাশ একাউন্ট নাম্বারটি দিন। তারপর টাকার পরিমাণ দিন। এরপর আপনার ভিসা কার্ডের নাম্বার, মেয়াদ এবং CVN নাম্বার দিন (কার্ডের পেছনে থাকা ৩ বা ৪ সংখ্যার ভেরিফিকেশন কোড)। চাইলে পরবর্তী লেনদেনের সুবিধার জন্য কার্ডের তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনার নাম্বারে পাঠানো ওটিপি কোড দিয়ে লেনদেন সম্পন্ন করুন। একটি বিকাশ একাউন্টে দৈনিক সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করা যাবে। প্রতিদিন সর্বোচ্চ ৫ বার অ্যাড মানি করতে পারবেন। এভাবে প্রতি মাসে সর্বোচ্চ ২৫ বার, সর্বমোট ২,০০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন।

বিকাশ অ্যাডমানি চার্জ কত? যেকোনো ব্যাংকের ভিসা কার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনুন অনায়াসে, কোনো চার্জ ছাড়াই। এখন যেকোনো ব্যাংকের ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন অনায়াসে, কোনো চার্জ ছাড়াই। শুধু তাই নয়, একবার ভিসা কার্ড থেকে টাকা আনার পর পরবর্তীতে আরো দ্রুত লেনদেনের সুবিধার জন্য কার্ডের তথ্যও সংরক্ষণ করে রাখতে পারবেন।

নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম / একটু ঝামেলা পোহাতে হলেও বাহিরে যেতে হলো না এই আর কি!

নগদ থেকে ক্যাশ আউট চার্জ ১২ টাকা হাজারে হলেও নগদ টু ভিসা কার্ড চার্জ ১৫ টাকা।

নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম

Caption: Nagad to Bkash Money Transfer

নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম ২০২৪ । নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার চার্জ কত টাকা?

  1. প্রথমে নগদ অ্যাপ হতে ট্রান্সফার মানি তে ট্যাপ করুন।
  2. Tap to Visa Debit Card
  3. Card Number ইনপুট দিন।
  4. Submit বাটনে ক্লিক করুন।
  5. ব্যাস কার্ডে টাকা ট্রান্সফার হয়ে যাবে।

নগদ হতে যে কোন ভিসা কার্ডে টাকা পাঠানো যায়?

হ্যাঁ। অন্য কার্ড ভিসা কার্ডেও টাকা পাঠানো যাবে। নগদের মাধ্যমে মোবাইল টু মোবাইল টাকা লেনদেন করার পাশাপাশি এখন যে কোন ব্যাংকের কার্ডে টাকা পাঠানো যায়। নগদ ব্যবহারকারীরা এখন আপনার নগদ অ্যাপ থেকে ট্রান্সফার মানি অপশনে গিয়ে খুব সহজে আপনার নগদ পার্সোনাল একাউন্ট থেকে যেকোন ব্যাংকের কার্ডে টাকা ট্রান্সফার করতে পরবেন যা আপনার ব্যাংক একাউন্টে জমা হবে। এই পদ্ধতি ব্যবহার আগে মনে রাখবেন যে যেকোন ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর জন্য একটা ১.৫% ফি প্রদান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *