সর্বজনীন পেনশন স্কিম

জাতীয় পেনশন স্কিম ২০২৪ । ভবিষ্যতে কি সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করা হবে?

চলমান চাকরিজীবীদের অর্থাৎ চাকরিরতদের পেনশন প্রচলিত নিয়মেই হবে কিন্তু পরবর্তীতে অর্থাৎ ২০৩১ সালের শুরুতে যাদের নিয়োগ হবে নতুন পেনশন স্কিমের শর্তে নিয়োগ প্রদান করা হবে – জাতীয় পেনশন স্কিম ২০২৪

নতুন পেনশন স্কীমে সরকারি কর্মচারীদের অন্তর্ভূক্ত করা হবে? – না। আপাতত হবে না। উদ্বোধনকালে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিরেন, আপাতত চার স্কিম শুরু হলেও আগামীতে আরও দুটি স্কিম চালু হবে। এ বিষয়ে পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারী এবং সরকারি চাকরিজীবীদের জন্য আরও দুটি স্কিম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে তাদের পেনশন দেয় সরকার। তাই এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। চলমান চারটি স্কিম পরিচালনার অভিজ্ঞতা এবং সফলতার ভিত্তিতে ওই দুটি স্কিম চূড়ান্ত করা হবে।

চাকরিরতদের কি প্রচলিত পেনশন বাতিল হবে? না। পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, ঘোষণা দিয়ে একটি নির্দিষ্ট সময় পর এ স্কিম দুটি বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ২০৩১ সালের শুরুতে যারা সরকারি চাকরিতে প্রবেশ করবেন, তাদের ক্ষেত্রে এটি বাস্তবায়ন করা হতে পারে। তারা সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় নির্ধারিত স্কিমে পেনশন পাবেন। এ ছাড়া এর আগ পর্যন্ত সরকারি এবং স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা প্রচলিত নিয়মেই পেনশন পাবেন।

সরকারি চাকরিজীবীদেরও কি প্রিমিয়াম দিতে হবে? হ্যাঁ দিতে হবে। জাতীয় পেনশন স্কীমে প্রান্তিক মানুষও চাঁদা প্রদান করবেন। এক্ষেত্রে নতুন যাদের নিয়োগ করা হবে তাদের বেতন ভাতাদিতে পরিবর্তন আনা হবে এবং নতুন স্কীমে সরকার এবং কর্মচারীর কন্ট্রিবিউটের মাধ্যমে পেনশন পাবেন বলে ধারণা করা হচ্ছে।

সরকারি চাকরিজীবীদের জন্য কি ভিন্ন রকম পেনশন স্কীম আসবে? হ্যাঁ। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য দুটি আলাদা পেনশন স্কিম চালু করা হবে। প্রতিটি পেনশন স্কীমের শর্ত ও চাঁদা ধরনও ভিন্ন হবে।

সমতা স্কিমের ক্ষেত্রে প্রতি মাসে চাঁদার পরিমাণ ১০০০ টাকা হলে চাঁদা দাতা ৫০০ টাকা এবং সরকার ৫০০ টাকা প্রদান করবেন। সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদার হার এবং স্কিম পরিবর্তনের সুযোগ থাকবে।

সর্বজনীন পেনশন স্কিম ২০২৩ । ন্যূনতম মাসিক ১৫৩০ টাকাসহ সরকারি ৪টি পেনশন স্কীম দেখে নিন

Caption: Pension Act PDF Download

সর্বজনীন পেনশন স্কিম ২০২৪ । সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ১০টি প্রশ্নের উত্তর জানুন

  1. পেনশন স্কিমে মুনাফাসহ বছরে কত টাকা জমা হলো তা কীভাবে জানা যাবে? চাঁদাদাতা তার পেনশন আইডি দিয়ে ইউনিভার্সাল পেনশন সিস্টেমে প্রবেশ করে সহজেই বছর শেষে মুনাফাসহ জমা হওয়া টাকার পরিমাণ সম্পর্কিত তথ্য জানতে পারবেন।
  2. চাকরি পরিবর্তন করলে নতুন পেনশন নম্বর নিতে হবে কি না? চাকরি পরিবর্তন করলে নতুন পেনশন নম্বর গ্রহণ করতে হবে না। শুধু জাতীয় পেনশন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  3. চাঁদাদাতার বয়স ৬০ বছর হওয়ার পর তিনি কীভাবে পেনশন পাবেন? চাঁদাদাতার বয়স ৬০ বছর হওয়ার পর তার ব্যাংক হিসাবে অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসিক পেনশন দেওয়া হবে।
  4. শুধু অনলাইনে নিবন্ধন করলেই পেনশন স্কিমে অংশ নেওয়া যাবে, নাকি হার্ড কপি জমা দিতে হবে? হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না। শুধু অনলাইনে নিবন্ধন করে মাসিক টাকা জমা দিলেই হবে।
  5. গৃহিণীরা কোন স্কিমে অংশ নিতে পারবেন? গৃহিণীরা স্বকর্মে নিয়োজিতদের জন্য প্রযোজ্য সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।
  6. প্রবাস স্কিমে পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করার পর কত দিনের মধ্যে এনআইডি জমা দিতে হবে? এনআইডি তৈরিতে যুক্তিগতভাবে সে সময়ের প্রয়োজন হবে, সেই সময়কালের মধ্যে এনআইডি জমা দিতে হবে।
  7. জাতীয় পেনশন স্কিমের যাবতীয় ব্যয় কি স্কিমে অংশ নেওয়া ব্যক্তিদের জমানো টাকা দিয়ে মেটানো হবে? না, জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় ব্যয় সরকার বহন করবে।
  8. কোনো ব্যক্তির কাছে মাসিক চাঁদার টাকা নগদ দেওয়া যাবে কি না? না, কোন ব্যক্তির কাছে চাঁদার টাকা নগদ জমা দেওয়া যাবে না। ব্যাংক, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চাঁদার টাকা জমা দেওয়া যাবে।
  9. পেনশন স্কিমে জমা হওয়া টাকার গ্যারান্টর কে হবেন? জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ায় সরকারই জমা টাকার গ্যারান্টর।
  10. চাঁদাদাতা, নমিনি বা নমিনিরা মেয়াদ পূর্তির আগে মারা গেলে জমা টাকা কে পাবেন? সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ও উত্তরাধিকার সনদের ভিত্তিতে উত্তরাধিকারী নির্ধারণ করে জমা টাকা মুনাফাসহ তাকে বা তাদের দেওয়া হবে।

যে কোন পেশায় নিয়োজিতগণ নিবন্ধন করতে পারবেন?

সমতা স্কিম (স্বকর্মে নিয়োজিত স্বল্প আয়ের নাগরিকগণের জন্য অংশ প্রদায়ক পেনশন): বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক, সময় সময়, প্রকাশিত আয় সীমার ভিত্তিতে দারিদ্র্য সীমার নিম্নে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিগণ [যাহাদের বর্তমান আয় সীমা বাৎসরিক অনূর্ধ্ব ৬০(ষাট) হাজার টাকা] তফসিলে বর্ণিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করিতে পারিবেন; এবং সমতা স্কিমে কর্তৃপক্ষ বিধি ৯ অনুসারে সমপরিমাণ অর্থ জমা করিবে। তফসিল অনুযায়ী প্রতিটি স্কিমের বিপরীতে বর্ণিত পরিমাণ চাঁদা প্রদান সাপেক্ষে উল্লিখিত হারে মাসিক পেনশনের (সম্ভাব্য) প্রাপ্যতা অর্জিত হইবে।

সূত্র দেখুন

জাতীয় সমতা স্কিম ২০২৩ । অতি দরিদ্র নাগরিকগণ ৫০০ টাকা চাঁদা মাসিক ৩৪৪৬৪ টাকা পেনশন পাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *