১৫ ডিসেম্বরের পর আর কোন বাইক রেজিস্ট্রেশন হবে না যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে – ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক কেনা যাবে না – No bike registration without Driving Licence 2024

সম্প্রতি সড়ক-মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। দুর্ঘটনা কবলিত অধিকাংশ মােটরসাইকেল চালকদের কোনাে ড্রাইভিং লাইসেন্স নেই মর্মে দুর্ঘটনাত্তোর তদন্তে জানা যায়। সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার কর্তৃক ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মােটরসাইকেল রেজিস্ট্রেশন না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে কার্যকর ছিল

“From 15 December 2022, The registration authority has to ensure that the concerned customer has a driving license while giving the motorcycle registration number. No motorcycle will get a registration number without a driving license,” a circular issued by BRTA on Tuesday (11 October 2024) read.

মােটরসাইকেল ক্রয়ের পূর্বেই ড্রাইভিং লাইসেন্স গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরােধ করা হয়েছে। অন্যথায়, সংশ্লিষ্ট মােটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই জরিমানা এড়াতে অবশ্যই বিআরটিএ নির্দেশনা অনুসরণ করুন।

ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক রেজিস্ট্রেশন কিছুদিনের জন্য সুযোগ দেয়া হয়েছে / ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রদান না করা এবং বিক্রয় না করা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।

বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আইন স্বল্প সময়ের জন্য শিথিল করা হয়েছে।

ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রদান না করা এবং বিক্রয় না করা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।

ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালালে জরিমানা গুণতে হবে। যে সকল কারণে জরিমানা হতে পারে।

  1. ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মােটরযান ও পরিবহন চালনা;
  2. রেজিষ্ট্রেশন ব্যতীত মােটরযান চালনা;
  3. ফিটনেসবিহীন/মেয়াদ উত্তীর্ণ মােটরযান চালনা;
  4. মটরযান নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনরূপ আকার পরিবর্তন করিলে;
  5. অতিরিক্ত ওজন বহন করিলে;
  6. মটরযানের নির্দিষ্ট গতিসীমা লংঘন করিলে;
  7. পরিবেশ দূষণকারী, কুকিপূর্ণ ইত্যাদি মটরযান চালনা;
  8. সড়ক দূর্ঘটনা আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত;

ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালনা করলে কত টাকা জরিমানা হবে?

ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক বা মোটরযান চালানর ক্ষেত্রে ৫০০০ টাকা জরিমানা। বিপদজ্জনক ভাবে গাড়ি চালালে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা। জরুরী ভিত্তিক গাড়িকে পথ না ছাড়লে ১০,০০০ টাকা জরিমানা।  ট্রাফিক আইন জরিমানা মোটরসাইকেল ২০২২ । হেলমেট না থাকলে জরিমানা কত টাকা

ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা কত ২০২৩ । বাইকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে বড় জরিমানার সম্মুখীন হবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *