আজকের খবর ২০২৫

এক ক্লিকেই কারাগারে যাবে জামিন আদেশ ২০২৫ । হয়রানি কমাতে ১৫ অক্টোবর থেকে চালু অনলাইন জামিননামা চালু হয়েছে?

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, মানুষের হয়রানি কমাতে এখন থেকে জামিন হওয়ার পর সেই আদেশ এক ক্লিকেই কারাগারে চলে যাবে। বুধবার (১৫ অক্টোবর) থেকে অনলাইনে জামিননামা (Bail Bond) পাঠানো শুরু  হয়েছে-এক ক্লিকেই কারাগারে যাবে জামিন আদেশ ২০২৫

আইন উপদেষ্টা আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান।

তিনি বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে বর্তমানে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এই ধাপে ধাপে আসামিদের টাকা খরচ করতে হয় এবং হয়রানির শিকার হতে হয়। জনগণের এই হয়রানি কমাতেই মূলত এই অনলাইন জামিননামা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে, জামিন সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। (তথ্যসূত্র: কালবেলা)

https://ebailbond.judiciary.gov.bd

এখন কি তাহলে জামিন আদেশ কারাগারে যেতে দেরি হবে না?

হ্যাঁ, এটাই এই নতুন উদ্যোগের প্রধান উদ্দেশ্য। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন যে, আগে জামিন পাওয়ার পর আসামিকে মুক্তি পেতে ১২টি ধাপ অতিক্রম করতে হতো, যার ফলে অর্থ খরচ ও হয়রানি হতো এবং কারাবন্দির মুক্তির জন্য দেরি হতো।

অনলাইন জামিননামা (Bail Bond) ব্যবস্থা চালু হওয়ায়—

  • এক ক্লিকে আদালতের জামিন আদেশ সরাসরি কারাগারে পৌঁছে যাবে।
  • এতে করে মাঝের দীর্ঘ ও হয়রানিমূলক ১২টি ধাপের প্রয়োজন হবে না।
  • ফলে জামিন আদেশ কারাগারে পৌঁছানো এবং আসামির মুক্তি পাওয়ার প্রক্রিয়াটি অনেক দ্রুত হবে।

মূলত মানুষের হয়রানি কমানো এবং জামিন প্রক্রিয়াকে গতিশীল করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *