নিজের রিটার্ন নিজে পূরণ করি এজন্য কিছু বিষয় জেনে নিতে হবে। আমি আয়কর বিশেষজ্ঞ নই, আমি যেভাবে রিটার্ন পূরণ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো-Preparation of Return Submission 2024
রিটার্ন দাখিল সম্পর্কে আপনার জ্ঞান খুবই সামান্য থাকতে পারে তবে আপনি যদি শুধুমাত্র স্যালারিড পার্সন হউন তবে খুব একটা চিন্তার কিছু নেই। তবে অগাধ সম্পদ যাদের তাদের ক্ষেত্রে অভিজ্ঞ ট্যাক্স এডভোকেড এর সাহায্যে ট্যাক্স ফাইল তৈরি করে অনলাইনে রিটার্ন দেওয়া ভাল। তাতে রিটার্ণে কোন ঝামেলা থাকে না এবং ট্যাক্স অফিসের কোন কুয়েরির সম্মুখীন হতে হবে না।
- e-TIN সনদ প্রিন্ট করে নিন।
- জাতীয় পরিচয় পত্রের একটি ফটোকপি করে নিন।
- নিজ নামে রেজিস্টার্ড সিম বা মোবাইল নম্বর লাগবে।
- এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহে রাখুন।
- সকল ব্যাঙ্কের গত অর্থ বছরের ( ০১/০৭/২০২৩ থেকে ৩০/০৬/২০২৪) স্টেটমেন্ট সংগ্রহ করুন।
- জমি ক্রয় করা থাকলে দলিলের ফটোকপি।
- সঞ্চয়পত্র ক্রয় করা থাকলে সেগুলোর ফটোকপি ও গত অর্থ বছরে কত টাকা মুনাফা পেয়েছেন ও কত টাকা উৎসে কর কর্তন হয়েছে তা উল্লেখ করে প্রত্যয়ন পত্র।
- বেতন খাতে আয় থাকলে গত অর্থ বছরের বেতনের প্রত্যয়ন পত্র।
- জিপিএফ থাকলে জিপিএফ সনদ।
- বেতন থেকে অগ্রীম আয়কর কর্তন থাকলে তার সনদ।
- ডিপিএস থাকলে তার স্টেটমেন্ট।
- যে কোনো খাতে বিনিয়োগ থাকলে তার প্রমাণ।
- অন্য কোনো খাতে আয় থাকলে তার প্রমাণ স্বপক্ষে কাগজপত্র।
- আট পাতার রিটার্ন ফরম ( https://www.nbr.gov.bd/form/income-tax/eng লিংক থেকে আইটি ১১গ ফরমটি ডাউনলোড করে নিতে পারেন। আমি এই ফরমটিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এছাড়া আইটি ১১ গ ২০১৬ টি ও ব্যবহার করতে পারেন)। ঢাকায় কর্মরত সবাইকে এখন অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। অনলাইন লিংক: https://etaxnbr.gov.bd
উপরের যে গুলি আপনার জন্য প্রযোজ্য সে গুলো সংগ্রহ করুন।
রিটার্ন জমা প্রসঙ্গে আমি একটা পোষ্ট করেছিলাম এই গ্রুপে। অনেকেই ব্যক্তিগত ভাবে রিটার্ন পূরণ করার ব্যাপারে আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন। আমি খুব বেশি এক্সপার্ট নই, তবে নিজেরটা নিজে করি। আমি চেষ্টা করবো, যারা স্বল্প বেতনের চাকুরী করেন কিন্তু রিটার্ন দিতে হবে, অথবা অন্য কোনো আয় নেই,শুধু মাত্র সঞ্চয়পত্র ক্রয়ের জন্য টিআইএন খুলেছেন তারা কীভাবে রিটার্ন পূরণ করবেন এ ব্যাপারে ধীরে ধীরে ধারাবাহিক ভাবে উদাহরণসহ লিখতে। একটু চেষ্টা করলেই আপনিও পারবেন।
সকলেই সময়মত রিটার্ন জমা দিন। ভয় পাবেন না, এটি খুবই সহজ ও আনন্দের একটি কাজ। যারা ভয়ে রিটার্ন দেন না অথচ আপনার জন্য রিটার্ন প্রযোজ্য, জমা দেবার পর দেখবেন অন্য রকম এক আনন্দ। অনলাইনে রিটার্ন দেওয়ার পর প্রিন্ট কপি গুলো সংরক্ষণ করুন।
ক্রেডিট: Jyatirmay Debnath
https://youtu.be/EiDY8nm9U-g