আজকের খবর ২০২৫

Quarter Semi final world cup 2022 । সেমিফাইনাল খেলার সময় সূচি দেখুন

কাতার ফিফা বিশ্বকাপ সেমি ফাইনাল ফিক্সার– ফিফা ওয়াল্ডকাপ সময়সূচি দেখে নিন –ফিফা বিশ্বকাপ ২০২২

এবারের কাতার বিশ্বকাপ কেমন? – কাতার বিশ্বকাপ একটু বেশিই চামক দেখিয়েছে এবার – ব্রাজিল, পর্তুগাল, জার্মানি দলের মত বড় দল ভাল পারফর্মমেন্স করেও বাদ পড়ে গেল ফুটবল বিশ্বকাপ ২০২২ থেকে। এ বিশ্বকাপ ফুটবলে দেখা গেলে যে দলগুলো ভাল খেলছে সে দলগুলোই বাদ পড়ে যাচ্ছে। কান্না দিয়েই যেমন প্রতিটি ধাপ শেষ হচ্ছে।

সেমিফাইনাল ফিফা বিশ্বকাপ ২০২২ কোন কোন দল খেলবে তা নির্ধারিত হয় মূলত কোয়ার্টাল ফাইনালে দুটি গ্রুপে কোন কোন দল জিতলো তার উপর নির্ভর করে। গত ০৯ ডিসেম্বরের খেলার বিজয় দুই দলের খেলা ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায় খেলবে এবং ১০ ডিসেম্বরের খেলার বিজয় দুই দল বাংলাদেশ সময় রাত ১ টায়ই খেলবে অর্থাৎ সেমি ফাইনাল ৪টি দলই একই সময় মুখোমুখী হবে।

আর্জেন্টিনা লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং ফ্রান্স লড়বে মরক্কোর বিপক্ষে। দুইবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ২০১৮ সালের রানার্স আপ দল ক্রোয়েশিয়ার বিপক্ষে কি জিততে পারবে? গত বিশ্বকাপে ঘাঁ যেন এবার শুকিয়ে নিতে চায় ক্রোয়েশিয়া দল। অন্যদিকে প্রথমবারের মত সেমি ফাইনালে উঠা মরক্কো গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে চেজ করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। মরক্কোর সর্বশেষ অর্জন ছিল ১৬ দলে উঠা ১৯৮৬ সালে জার্মানির বিপক্ষে নক আউট পর্বে হেরে যায়।

সেমি ফাইনাল কবে / কাতার বিশ্বকাপ ফুটবল সেমিফাইনাল খেলা কবে?

কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ বাংলাদেশ সময় সেমি ফাইনাল সূচি / FIFA World Cup 2022 Schedule PDF । ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি

Quarter Semi final world cup 2022 । সেমিফাইনাল খেলার সময় সূচি দেখুন

Caption: Quarter Semi final world cup 2022

বিশ্বকাপ ফুটবল ২০২২ । অঘটন, হতবাক ও চমকের বিশ্বকাপ দেখে নিই চলুন

  1. প্রথম ম্যাচেই আর্জেন্টিনা ২-১ গোলে সৌদি আরবের কাছে হেরে যায়।
  2. জাপানের কাছে জার্মানি ও স্পেন হেরে যায়।
  3. বেলজিয়ামকে হারিয়ে দেয় আফ্রিকার দেশ মরক্কো।
  4. গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স হেরে যায় তিউনিসিয়ার কাছে।
  5. গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয় ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে।
  6. পর্তুগাল হেরে যায় দক্ষিণ কোরিয়ার কাছে।
  7. ক্যামেরুনের কাছে হারে ব্রাজিল।
  8. ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের হার।
  9. মরক্কোর কাছে পর্তুগালের হার।

কে জিতবে কাতার বিশ্বকাপ?

এ প্রশ্নের উত্তর দেওয়া এত সোজা নয়। তবে বাংলাদেশ আর্জেন্টিনা সাপোর্টার অবশ্যই বলবে তারাই জিতবে। অন্যদিকে আশাহত ব্রাজিল সাপোর্টার দীর্ঘশ্বাস ছেড়ে বলবে ফ্রান্স বা ক্রোয়েশিয়ার হাতেই যাবে বিশ্বকাপ ফুটবল। কিন্তু ভুলে গেলে চলবে না এবার ভাল খেলা দলগুলোই হেরে যাচ্ছে বার বার। তাছাড়া বিশ্ব জুয়ারুদের ম্যাচ ফিক্সিং এবং বৈশ্বিক ফিফা রাজনীতিও মাথায় রাখতে হবে। যেখানে বিলিয়ন মার্কিন ডলার বেটিং চলে, পৃথিবীতে ক্ষমতা এবং শক্তি লড়াই চলছেই তাই কলকাঠি নাড়া লোকদের কাছে পারফর্মমেন্স বা ক্ষমতা যেন অসহায়। আমরা এমন অনেক সেমি ফাইনাল বা ফাইনাল দেখেছি যা পূর্ব হতেই নির্ধারিত। ফিফা বা বৈশ্বিক শক্তি আগেই বিজেতার ভাগ্য নির্ধারণ করে থাকে তাদের স্বার্থেই। তো দেখা যাক কাতার বিশ্বকাপে আবার কোন অঘটন ঘটে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *