সূচীপত্র
দেশে অনগ্রসর প্রতিটি জেলায় টিটিসিতে বিভিন্ন পেশার প্রশিক্ষণ কোর্সে ভর্তি সার্কুলার প্রদান করা হয়েছে – টাঙ্গাইল টিটিসি-তে SEIP এর অর্থায়নে পরিচালিত ০৪(চার) মাস মেয়াদী (সেশনঃ জানুয়ারী – এপ্রিল, ২০২৩খ্রিঃ) বিভিন্ন অকুপেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে– SEIP বিভিন্ন অকুপেশন প্রশিক্ষণ ২০২২ ।
কোর্স ফি কত? – সরকারি ভাবে প্রজেক্টের মাধ্যমে এ কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয় বিধায় কোন প্রকার ফি নেয়া হয় না বরং কোর্স চলাকালীন সময়ে দৈনিক ভাতা, যাতায়াত ভাতা এবং কোন কোন কোর্স শেষে এককালীন ৫-১০ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। এ ছাড়া সার্টিফিকেট ব্যবহার করে চাকরি এবং প্রয়োজনীয় ঋণ সুবিধা পাওয়া যায়।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল-এ হাতে-কলমে কারিগরি শিক্ষা প্রদান ও আত্ম- কর্মসংস্থানের লক্ষ্যে ০৪ (চার) মাস মেয়াদি Skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের অর্থায়নে পরিচালিত (বেলা ২:০০ ঘটিকা হতে) নিম্নবর্ণিত ছকে উল্লিখিত কোর্সে জানুয়ারী-এপ্রিল/২০২৩ইং সেশনে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীগণকে নির্ধারিত তারিখের পূর্বে কেন্দ্রের প্রশিক্ষণ শাখা/টিটিসির ওয়েব সাইট হতে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতঃ স্ব-হস্তে পূরণপূর্বক অফিস চলাকালীন সময়ে অত্র কেন্দ্রে জমা দিতে হবে।
কাদের জন্য এ প্রশিক্ষণ প্রযোজ্য? শুধুমাত্র স্বল্প শিক্ষিত, এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনগ্রসর ও শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন শ্রেণির যুব/যুব মহিলাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট শিল্পে চাকরি/কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রশিক্ষণ ব্যয় সরকার বহন করবে। প্রত্যেক আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই NTVQF Level Assessment সম্পন্ন করতে হবে ।
প্রশিক্ষণ শেষে BTEB কর্তৃক সনদপত্র প্রদানসহ সংশ্লিষ্ট শিল্পে চাকরির জন্য সহযোগীতা প্রদান করা হবে। অন্য কোন প্রতিষ্ঠানে অধ্যায়নরত/প্রশিক্ষণরত বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এ ফোর্সের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হবে না। এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনগ্রসরদের বিশেষ বৃত্তি প্রাপ্তির লক্ষ্যে নিজ এলাকার চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক পারিবারিক আয় সংক্রান্ত সনদ জমা দিতে হবে।
আপনার জেলার টিটিসিতে আজই খোজ নিন / নিজেকে স্বনির্ভর করতে আজই প্রশিক্ষণ গ্রহণ করুন
প্রশিক্ষণ শেষেই কি চাকরি বা কাজ পাওয়া যাবে? এমন প্রশ্ন উঠতেই পারে কিন্তু আপনার প্রশিক্ষণের লেবেল ও কর্মদক্ষতাই বলে দিবে আপনার ভবিষ্যত। তাই যোগ্য করে গড়ে তুলুন, উপযুক্ত কাজ বা চাকরি অবশ্যই পাবেন।
Caption: SEIP Project Circulars Tangail TTC
কোর্সে যোগ দিতে কি কি কাগজপত্র লাগবে? ভর্তি ফরমের সংগে সংযোজন করতে হবে
- শিক্ষাগত যোগ্যতা সনদপত্র (সত্যায়িত)
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি
- চেয়ারম্যান/পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সনদ
- পাসপোর্ট সাইজ ছবি ২ কপি (সত্যায়িত),
- মুক্তিযোদ্ধা/এতিম/শারীরিক প্রতিবন্ধী সনদপত্রের সত্যায়িত অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
কোথায় যোগাযোগ করতে হবে?
আপনি টাঙ্গাইল জেলার নন? ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা- তথ্য কর্ণার, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল । ফোন : ০২৯৯৭৭৫৩২৪০, মোবাইল (হেল্প ডেস্ক)- মোহাম্মদ রুহুল আমীন- ০১৭৭০-২১২৩৪৫, মোহাম্মদ মিনহাজ আলী- ০১৭৭৫১২৪৭০১ অথবা ই-মেইল : tangailttc@gmail.com এ মেইল করে তথ্য জানতে পারবেন। তবে আপনি অন্য জেলার হলে সংশ্লিষ্ট জেলার টিটিসিতে যোগাযোগ করুন।
Seip প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2022 । প্রশিক্ষণকালে দৈনিক ১৫০ টাকা ভাতা প্রাপ্য হইবে