সূচীপত্র
সরকারি নিয়ম অনুসারে আপনি একক এনআইডি’র বিপরীতে ১৫টি সিম রেজিস্ট্রেশন রাখতে পারবেন – You have to cancel your additional sim more than 15 sim– SIM Registration Canceling process 2022
জটিলতা এড়াতে আজই নিবন্ধন বাতিল করুন – অতিরিক্ত সিম অনিবন্ধন/ডি-রেজিস্ট্রার করতে ব্যর্থ হলে, বিটিআরসি কর্তৃক দৈবচয়ন পদ্ধতিতে গ্রাহকের অতিরিক্ত সিম অনিবন্ধন করা হবে। যদি আপনি বাতিল না করেন তবে বিটিআরসি ইচ্ছামত সিম বাতিল করবে। আপনি পরে বা আগে কিনেছেন সেটি বিবেচনা করবে না।
বিশেষ বিজ্ঞপ্তি- সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক তার সকল জাতীয় পরিচিতি (NID, SNID, ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট) এর বিপরীতে সর্বোচ্চ মোট ১৫টি সিম (সকল অপারেটর মিলিয়ে) নিবন্ধন করতে পারবেন। How to cancel SIM Registration bd । সিম বন্ধ করার নিয়ম ২০২২
বর্তমানে যেসকল গ্রাহকের নিবন্ধিত সিমের সংখ্যা ১৫টির অধিক রয়েছে, সেসকল গ্রাহকদেরকে তাদের পছন্দ অনুযায়ী ১৫ টি সিম রেখে অতিরিক্ত সিমসমূহ ডি-রেজিস্ট্রেশন/অনিবন্ধন করার জন্য অনেক আগেই সরকার নির্দেশনা জারি করেছিল। জিপি সিম বন্ধ করার নিয়ম ২০২২। আপনার প্রথম কেনা সিমটি এ মাসেই বন্ধ হতে পারে!
অতিরিক্ত সিম অনিবন্ধন/ডি-রেজিস্ট্রার করতে ব্যর্থ হলে, বিটিআরসি কর্তৃক দৈবচয়ন পদ্ধতিতে গ্রাহকের অতিরিক্ত সিম অনিবন্ধন করা হবে। আপনার নিকটস্থ মোবাইলফোন অপারেটর এর কাস্টমার কেয়ারে গিয়ে ১৫ টির অতিরিক্ত সিম সংখ্যা ডি-রেজিস্ট্রেশন (অনিবন্ধন) সম্পন্ন করুন।
How to cancel SIM Registration bd । সিম বন্ধ করার নিয়ম
How to cancel SIM Registration bd – NID ও স্মার্টকার্ড দিয়ে সব। অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১৫টি সিম রাখা যাবে। গ্রাহকসেবা কেন্দ্র থেকে অতিরিক্ত সিমের মালিকানা পরিবর্তন করুন। নিবন্ধিত সিমের সংখ্যা জানতে ডায়াল *১৬০০১#
আপনার নিকটস্থ মোবাইলফোন অপারেটর এর কাস্টমার কেয়ারে গিয়ে ১৫ টির অতিরিক্ত সিম সংখ্যা ডি-রেজিস্ট্রেশন (অনিবন্ধন) সম্পন্ন করুন
জিপি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম । সিম কার্ডের মালিকানা পরিবর্তন করার পদ্ধতি
- সিমের বর্তমান মালিক ও যার নামে মালিকানা পরিবর্তন হবে, উভয়ের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- সিমের বর্তমান মালিক ও যার নামে মালিকানা পরিবর্তন হবে, উভয়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
- কাস্টমার কেয়ার সিমটি গিয়ে গেলেই হবে।
- ফর্ম পূরণ এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে। দুজনের বায়োমেট্রিক নেয়া হবে।
একদিনে কয়টি সিম বন্ধ করা যায়?
নিয়ম অনুযায়ী আপনি একদিন অর্থাৎ ২৪ ঘন্টার ভিতরে মাত্র ১ টা জিপি সিম বন্ধ করতে পারবেন। যদি আপনার আইডি দিয়ে একাধিক জিপি সিম রেজিস্ট্রেশন করা থাকে এবং সেগুলো যদি আপনি বন্ধ করতে চান তাহলে প্রতি ২৪ ঘন্টা পর পর ১ টা করে জিপি সিম বন্ধ করতে পারবেন।
How to cancel SIM Registration bd । সিম বন্ধ করার নিয়ম ২০২২