ইন্টারনেট ও কল রেট

Teletalk Roaming Service In Banglalink । টেলিটক সিমে বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করবেন যেভাবে

সূচীপত্র

টেলিটক বাংলাদেশ রবি ও বাংলালিংক এর সাথে নেটওয়ার্ক শেয়ারিং চুক্তি করেছে- এতে করে টেলিটক গ্রাহকগণ রবি এবং বাংলালিংকের টাওয়ার সিলেক্ট করে উন্নত নেটওয়ার্ক বা ৪জি নেটওয়ার্ক ব্যবহার করে কল ও ডাটা ইউজ করতে পারবেন-এটি সীমিত আকারে প্রাথমিকভাবে চালু করা হয়েছে তাই আপনার মোবাইলে চেষ্টা করুন এবং কার্যকর না হলে অপেক্ষা করুন–Teletalk Roaming Service In Banglalink

টেলিটকে কি বাংলালিংক নেটওয়ার্ক ব্যবহার করা যাবে? হ্যাঁ। বাংলালিংক এবং টেলিটক একটি অগ্রণী উদ্যোগ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ন্যাশনাল রোমিং ফিল্ড ট্রায়াল চালুর ঘোষণা দিয়েছে। এই ফিল্ড ট্রায়ালের মাধ্যমে উভয় অপারেটর তাদের অপেক্ষাকৃত কম নেটওয়ার্ক কাভারেজের এলাকায় নির্বিঘ্নে একে অপরের নেটওয়ার্ক ব্যবহার করার পরীক্ষামূলক কার্যক্রম চালাবে। প্রথম পর্যায়ে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পোস্ট-পেইড ভয়েস এবং এসএমএস সেবা পরীক্ষা করা হবে। পরবর্তী পর্যায়ে প্রিপেইড সেবা ও ডেটা পরীক্ষা করে দেখা হবে।

কোন কোন দেশে এমন সুবিধা চালু আছে? দেশব্যাপী টেলিটক ও বাংলালিংক গ্রাহকদের মোবাইল সংযোগের পরিসর বৃদ্ধি করার পাশাপাশি অপারেটর দুইটির মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ে ভূমিকা রাখবে। ফিল্ড ট্রায়াল শেষ হওয়ার পরে সেবাটি বাণিজ্যিকভাবে চালু করা হবে। এর ফলে গ্রাহকরা দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজের মাধ্যমে ভয়েস, এসএমএস ও ডেটা ব্যবহার করতে পারবেন। এই উদ্যোগ দেশে শক্তি সংরক্ষণ ও পরিবেশ-বান্ধব অবকাঠামো নির্মাণকেও উৎসাহিত করবে। এই পরিষেবাটি বর্তমানে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, এবং যুক্তরাজ্য সহ অন্যান্য ২২টি দেশে চালু আছে।

রবিও কি নেটওয়ার্ক শেয়ার করছে? হ্যাঁ। রবির নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে টেলিটকের গ্রাহকরা। একই সুবিধা পাবে রবির গ্রাহকরাও। প্রায় ৮ মাস অপেক্ষার পর টেলিটকের সঙ্গে ‘ন্যাশনাল রোমিং’ এর অনুমতি পেয়েছে রবি। কোথাও টেলিটকের নেটওয়ার্ক নেই কিংবা তা দুর্বল তখন ওই এলাকায় রবির নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলাসহ সব ধরনের মোবাইল সেবা পাবেন টেলিটক গ্রাহকরা। আবার এই একই সুবিধা মিলবে রবির গ্রাহকের ক্ষেত্রেও। তারা ব্যবহার করতে পারবেন টেলিটকের নেটওয়ার্ক।

সকল এলাকায় এটি চালু হয়নি তাই আপনার মোবাইলে চালু না হলে হতাশ হবেন না/ খুব শিগ্রই সারা দেশে এটি চালু করা হবে

সর্বোচ্চ ৬ মাস পরীক্ষামূলকভাবে দেখার পর তারা এটি বাণিজ্যিকভাবে চালু করা হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

Teletalk Roaming Service In Banglalink । টেলিটক সিমে বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করবেন যেভাবে

Caption: Teletalk Banglalink Robi Network Sharing Service

টেলিটক সিমে বাংলালিংক নেটওয়ার্ক । হ্যাঁ আপনি নিচের ইনস্ট্রকশন ফলো করে বাংলালিংক টাওয়ার ব্যবহার করতে পারবেন ফ্রিতে

  1. Samsung Brand: Settings>Connections > Mobile>Network> Data Roaming: ON>Network Operators > Automatically: OFF (after sometime it will show operator list) > select BANGLALINK
  2. REDMI Brand: Settings>Mobile Networks> Data Roaming> (Roaming: always ON) >SIM1/2> Mobile Network>Auto: OFF( after sometime it will show operator list)> select BANGLALINK
  3. Others Brand:Settings>Mobile Networks> Data Roaming> (Roaming: always ON) >SIM1/2> Mobile Network>Auto: OFF( after sometime it will show operator list)> select BANGLALINK

কেন টেলিটক ব্যবহার করবেন?

প্রথমত ১০ টাকা রিচার্জ করা যায়। যে কোন অপারেটর থেকে চার্জ কম। ৫০ জিবি জন্য মেয়াদবিহীন ইন্টারনেট মাত্র ৫৯৯ টাকায় ক্রয় করা যাবে। ক্রয়কৃত ইন্টারনেট আপনি মেয়াদহীন ইন্টারনেট হিসাবে ব্যবহার করতে পারবেন। যদিও প্রারম্ভিক মেয়াদ হিসেবে ২০৩৬ সাল দেখায় তবুও এটি আনলিমিটেড মেয়াদ অর্থাৎ নির্দিষ্ট তারিখ বা সালের পরে মেয়াদ বৃদ্ধি পাবে।

টেলিটক সিম MNP করার নিয়ম ২০২৪ । মোবাইল নম্বর ঠিক রেখে অন্য অপারেটরে যাওয়া যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *