ভূমি আইন ২০২৫

জমির মামলা ভাবনা ২০২৪ । কখন জমি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে মামলা করবেন?

কোন আর্থিক ক্ষতি, চুরি, ডাকাতি সহ অন্যান্য অনেক ক্ষতির জন্য আমরা মামলা মোকদ্দমা করে থাকি। প্রতিকার পেতে যেয়ে আবার অনেক সময় আমাদেরকে উল্টো হেনস্তার শিকার হতে হয়।

আর এ কারনেই কারো বিরুদ্ধে কোন মামলা করার পূর্বে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে। মামলা করার পূর্বে অন্ততঃ ৫ টি বিষয় মাথায় রাখুন- তাহলে আপনি মামলায় জিততে পারেন বা সমাধান পাবেন। অন্যদিকে, বিষয় গুলো না ভাবলে উল্টো আপনি হয়রানির শিকার হতে পারেন।

প্রথমত, মামলার বিষয়টি সামাজিক ভাবে প্রতিকার যোগ্য কিনা? যদি বিষয়টি সামাজিক ভাবে সমাধানযোগ্য হয়, তবে তাকেই প্রাধান্য দিন। মনে রাখুন সামাজিক সমাধানের মাধ্যমে আপনি দ্রুত সমস্যার সমাধান পাবেন। অন্যদিকে, বাদী বিবাদীর অবস্থান একই এলাকায় হলে, এই টেকনিক কাজে দিবে। তাছাড়া যেহেতু দু’জন কে একই সমাজে বসবাস করতে হবে তাই সামাজিক সমাধানই শ্রেয়। সমাজিক সমাধান না হলে তখন মামলা করুন।

দ্বিতীয়ত, মামলার জেতার বিষয়ে আপনার আত্মবিশ্বাস থাকা। অর্থাৎ যদি আপনার ১০০% আত্মবিশ্বাস থাকে যে, কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করলে আপনার মামলা জেতার সম্ভাবনা প্রায় শতভাগ, তবেই মামলা করুন।

তৃতীয়ত, ভাল আইনজীবীর পরামর্শ নিন এবং মামলা পরবর্তীতে তাকে নিয়োগ দিন। মামলা দায়েরের পূর্বেই আইনজীবীর পরামর্শ নিতে পারেন, কেননা প্রাথমিক তথ্য বিবরনী বা FIR যথোপযুক্ত হওয়া বাঞ্ছনীয়। আবার মামলা দায়েরের পর তা পরিচালনার জন্য একজন বিজ্ঞ আইনজীবী নিয়োগ দিতে হবে। এ বিষয়ে ভাবুন।

চতুর্থত, কোন আদালতে মামলা দায়ের করবেন তা ভাবুন। কারন আপনি মামলা দায়ের করার পর, আপনার বিরুদ্ধে ও উক্ত ব্যক্তি পাল্টা মামলা দায়ের করতে পারেন। সুতরাং আপনি কোন আদালতে মামলা দায়ের করলে বাড়তি সুবিধা পাবেন তা ভাবুন।

পঞ্চমত, যে সম্পত্তির জন্য বা বিষয়ের জন্য আপনি মামলা দায়ের করবেন তার অর্থ মূল্য ভাবুন। ধরা যাক, আপনি ১ লক্ষ টাকা ক্ষতির জন্য মামলা দায়ের করলেন কিন্তু মামলার খরচ হবে আরো বেশি, সময় লাগবে দীর্ঘ দিন তবে মামলা না করাই শ্রেয়। এসকল ক্ষেত্রে সামাজিক ভাবে সমাধানের জন্য পুনরায় চেষ্টা করুন।

উক্ত বিষয় গুলো মাথায় রেখে মামলা করুন।

Details here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *