জেএসসি পরীক্ষা– গত ১৪ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি বলেছেন, জেএসসি পরীক্ষা উঠে যেতে পারে। পরবর্তী জেনারেশন হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার সমাপ্তি হতে পারে। ফিরে আসতে নাও পারে তাদের জন্য জে.এসসি পরীক্ষা। পৃথিবীর অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

সরকার প্রাক্‌-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত নতুন কারিকুলাম করতে যাচ্ছে। এই কারিকুলামে মূল্যায়নব্যবস্থায় বড় রকমের পরিবর্তন আনা হচ্ছে। এতে পরীক্ষা কমিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে দশম শ্রেণির আগপর্যন্ত কোনো পাবলিক পরীক্ষার কথা বলা নেই। আগামী বছর থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন এই শিক্ষাক্রম শুরু হবে।

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কথা বলা নেই। তা সত্ত্বেও সমাপনী পরীক্ষা নেওয়ার জন্য ‘প্রাথমিক শিক্ষা বোর্ড’ করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন কারিকুলামে প্রবর্তন হতে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা / সরকার প্রাক-প্রাথমিক হতে উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে ইচ্ছুক

জেএসসি পরীক্ষা যদি আর না হয় তবে সেটি কি ভাল সিদ্ধান্ত হবে? বিশেষজ্ঞদের মধ্যে পিএসসি ও জেএসসি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে তেমন কোন পরিবর্তন আনে না।

জেএসসি পরীক্ষা হবে কি?

ক্যাপশন: প্রথম আলোর সংবাদের একাংশ

নতুন শিক্ষা পদ্ধতি কি তাহলে চালু হচ্ছে?

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম চালু হলে শিক্ষাব্যবস্থা সে অনুযায়ী চলবে। তখন জেএসসি পরীক্ষা থাকার কথা নয়। তবে তখন ভিন্নভাবে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে।