জেলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ২০২৩ । জেলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কাজে কাকে নিয়োগ করা হলো?

গতমাসে জেলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপীল বিভাগ গঠন করা হয়-চলতি মাসে জেলা ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করা হয়েছে – জেলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ২০২৩

এখন কি জেলায়ই আপীল করা যাবে? হ্যাঁ। অবশেষে বহুল প্রতিক্ষার পর দৌড়াদৌড়ির অবসান ঘটল। আপনার জেলায় ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল গঠিত হয়েছে। এখন থেকে ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের রায়-ডিক্রি ও আদেশের বিরুদ্ধে হাইকোর্ট যাওয়ার প্রয়োজন নাই। আপনার নিজ নিজ জেলাতেই এখন সেবা নিতে পারবেন। বিচারপ্রার্থী জনগণের বিপুল ভোগান্তির অবসান ঘটল। District Land Survey Appeal Tribunal । ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল কি জেলা ভিত্তিক হয়ে গেল?

জেলা সহকারী জজ/সিনিয়র সহকারী জজকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নিয়োগ করা হলো? হ্যাঁ। বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে State Acquisition and Tenancy (Amendment) Act, 2023 (২০২৩ সালের ২৪ নং আইন) এর section 145A এর sub-section (3C) অনুযায়ী ঢাকা, যশোর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, বাগেরহাট, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলার সিনিয়র সহকারী জজ/সহকারী জজ-কে স্ব স্ব জেলার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কর্তৃক বদলীকৃত মামলাসমূহ বিচারের নিমিত্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব? হ্যাঁ। একই আইনের section 145B এর sub-section (3C) অনুযায়ী উপরোল্লিখিত জেলাসমূহের অতিরিক্ত জেলা জজ-কে স্ব স্ব জেলার ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল কর্তৃক বদলীকৃত মামলাসমূহ বিচারের নিমিত্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং ৬ (ছয়) মাসের জন্য বলবৎ থাকবে।

ভূমি মামলা রায় বা ডিক্রি কি? ডিক্রি হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা চূড়ান্তভাবে মোকদ্দমা বিতর্কিত সমগ্র বা যেকোন বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার নির্ধারণ করে। রায় হলো ডিক্রি বা আদেশের যুক্তি হিসেবে বিচারক’ যে বর্ণনা প্রদান করে। অর্থাৎ রায়, ডিক্রি ও আদেশ উভয় ক্ষেত্রেই হতে পারে।

জেলা ট্রাইব্যুনাল গুলোতে ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তি হয় / বর্তমানে জেলা ট্রাইব্যুনালে আপীল বিভাগ গঠন করা হয়েছে

এস. আর. ও. নং ২৫৫-আইন/২০২৩।— State Acquisition and Tenancy Act, 1950 (Act No. XXVIII of 1951) এর section 145B এর sub-section ( 1 ) ও ( 2 ) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নবর্ণিত টেবিলের কলাম (২) এ উল্লিখিত ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালসমূহ প্রতিষ্ঠা করিল এবং উক্ত ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালসমূহের বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত জেলা সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালের স্থানীয় অধিক্ষেত্র হিসাবে নির্ধারণ করিল।

Caption: Land Survey Tribunal in District

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল- ষ্টেট একুইজিশন এন্ড টেনেন্সী এক্ট, ১৯৫০ এর ধারা ১৪৫ক এর বিধান অনুযায়ী ভূমি জরীপ সংক্রান্ত বিরোধ অনুযায়ী ভূমি জরীপ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়

  1. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, ফেনী
  2. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, লক্ষীপুর
  3. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, যশোর
  4. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝিনাদহ
  5. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, মাগুড়া
  6. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, নড়াইল
  7. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, ফরিদপুর
  8. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, রাজবাড়ী
  9. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, মাদারীপুর
  10. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, গোপালগঞ্জ
  11. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, শরীয়তপুর
  12. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, সিলেট
  13. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, সুনামগঞ্জ
  14. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, হবিগঞ্জ
  15. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, মৌলভীবাজার
  16. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, বগুড়া
  17. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, জয়পুরহাট
  18. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, টাঙ্গাইল
  19. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, ময়মনসিংহ
  20. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, নেত্রকোনা
  21. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কিশোরগঞ্জ
  22. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, জামালপুর
  23. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, শেরপুর
  24. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, রংপুর
  25. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুড়িগ্রাম
  26. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, লালমনিরহাট
  27. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, নীলফামারী
  28. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, গাইবান্ধা
  29. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, পাবনা
  30. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, সিরাজগঞ্জ
  31. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লা
  32. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, ব্রাহ্মণবাড়িয়া
  33. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, চাঁদপুর
  34. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনালের নাম
  35. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, খুলনা
  36. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, সাতক্ষিরা
  37. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, বাগেরহাট
  38. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, বরিশাল
  39. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি
  40. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, পিরোজপুর
  41. ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনাল, ভোলা

মানুষ কখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যায়?

বিএস (বাংলাদেশ সার্ভে) রেকর্ডে ছোট-বড় ভুল-ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত এসব জমি ক্রয়-বিক্রয়, দান কিংবা ব্যাংক ঋণ ইত্যাদি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন জমির মালিকরা। খুলনায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয় ২০১২ সালের ১২ আগস্ট। দুই লাখ মামলার বোঝা নিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম চলছে মন্থর গতিতে। এসব ট্রাইব্যুনালের প্রয়োজনীয় লোকবলেরও তীব্র সঙ্কট রয়েছে। পর্যাপ্ত বিচারক এবং লোকবল না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচারপ্রার্থীদের। আইন ও ভূমি মন্ত্রণালয়ের সূত্রমতে জানা যায়, স্টেট এ্যাকুইজিশন এ্যান্ড টেনান্সি এ্যাক্ট-১৯৫০ (সংশোধিত-২০০৪)-এ ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে।

এসিল্যান্ড অফিসের কর্মকর্তাদের বেতন ভাতাদি । ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বেতন কত? ভূমি কর দিতে RS পর্চার ব্যবহৃত ২০২৩ । CS নাকি SA খতিয়ান গুরুত্বপূর্ণ?
সরকারি ফি তে ই নামজারি ২০২৩ । প্রিন্ট বা হার্ড কপি কি ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে হয়? মৌজা রেট ঢাকা ২০২৩ । ঢাকার বিভিন্ন জায়গায় জমির সরকারি মূল্য কত?
মিউটেশন কাগজ পত্র ২০২৩ । নামজারি করতে কতদিন সময় লাগে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *