সহকারী শিক্ষক নিয়োগ মৌখিক বা ভাইভা পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা যত বেশি থাকবে নম্বর তত বেশি। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতায়ই ২০ নম্বরের মধ্যে নয় নম্বর প্রযোজ্য। সিজিপিএ অনুযায়ী এ ১০ নম্বর বন্টন করা হবে। অন্যদিকে ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকান্ডে ১০ নম্বর নির্ধারিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
নম্বর: ৩৮,০০৮.০১১.০০,০০,০০৭,২০১৪-১২৮ তারিখ: ১৮ মে ২০২২
প্রজ্ঞাপন
কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটির ১২৫তম সভার সুপারিশ মােতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়ােগের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ২০ (বিশ) নম্বরের বিভাজন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ এপ্রিল ২০০৯ তারিখের প্রাগম/বিদ্যা-২ (শিক্ষক নিয়ােগ-১)/২০০৬/১৯৮নং স্মারকে জারীকৃত পত্র বর্ণিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়ােগের মৌখিক পরীক্ষার নম্বর বন্টন নিমরূপে সংশােধন করা হলাে:
২। এ আদেশ জনস্বার্থে জারি করা হলাে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
মােহাম্মদ কবির উদ্দীন
উপসচিব
ফোনঃ ৯৫৭৭২৫৫
প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার ২০ নম্বরের বিভাজন ২০২২ : ডাউনলোড