আজকের খবর ২০২৫

ভ্যাট কর্তনের হার ২০২২-২০২৩ pdf । ২০২২-২৩ অর্থ বছরের সেবা তালিকা কোড, ভ্যাট হার, অব্যাহতির তথ্য এসআরও নম্বরসহ

সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের উৎসে কর কর্তন করে বিল পরিশোধ করতে হয় – মূসক কর্তনের অনুমতিপ্রাপ্ত কর্তৃপক্ষ ছাড়াও অন্য কেউ উৎসে কর পরিশোধ করতে পারে না – ভ্যাট কর্তনের হার ২০২২-২০২৩

ভ্যাট তালিকায় যদি রেট না পাওয়া যায়? – হ্যাঁ এমন ক্যাটাগরি থাকতে পারে যা প্রদত্ত ক্যাটাগরিতে উল্লেখ নেই তবে আপনি বিবিধ হার অনুসরণ করবেন। সাধারণত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট কর্তন করতে হয়। কিছু ক্ষেত্রে আবার ভ্যাট কর্তন করতে হয় না যে, জ্বালানি, বিদ্যুৎ, পানি ইত্যাদি। উল্লেখিত বা তালিকা ভূক্ত ক্ষেত্রে বা খাত যদি খুজে না পান তবে ১৫% হারে অর্থাৎ বিধি রেট প্রযোজ্য হইবে। কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০২২-২৩

যেসব কর মূল্যের সাথে যোগ করে পণ্যের দাম নির্ধারণ করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট (VAT) বলে। মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর, যা ভোক্তা বা ক্রেতার নিকট হতে আদায় করা হয়ে থাকে। অর্থাৎ একটি পণ্যের নির্দিষ্ট দামের পর অতিরিক্ত যে টাকা সংযোজন করা হয়, তাকেই মূল্য সংযোজন কর বা সংক্ষেপে ভ্যাট বলা হয়।. কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০২২-২৩

আয়কর কর্তনকারী সংগ্রহকারী ও জমাদানকারী কর্তৃপক্ষ- নিয়োগকর্তা বা বেতন পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি/কর্মকর্তা; সরকারি দপ্তর সমূহের ক্ষেত্রে আয়ন-ব্যয়ন কর্মকর্তা(ডিডিও) তাঁর নিজের ও অধিনস্থ কর্মকর্তা-কর্মচারিদের বেতন পরিশোধকালে; সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, বিধিবদ্ধ কর্পোরেশন এবং এর ইউনিটসমূহ, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ২(২০) ধারায় বর্ণিত সকল প্রকার কোম্পানি, ব্যাংক ও বিমা কোম্পানি, সমবায়, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এনজিও এফেয়ার্স ব্যুরো কর্তৃক নিবন্ধিত এনজিও সমূহ- ট্রাস্ট আইনে নিবন্ধিত কোন ট্রাস্টের আওতায় পরিচালিত হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারের প্রধান কর্মকর্তা/প্রধান নির্বাহী। কোম্পানি আইন অনুসারে নিবন্ধিত কোন কোম্পানি। লাইসেন্স ইস্যুকারী/নবায়নকারী কর্তৃপক্ষ। সুদ/ক্ষতিপূরণ প্রদানকারী কর্তৃপক্ষ। নিলাম আয়োজনকারী/ইজারা প্রদানকারী কর্তৃপক্ষ। মূল সংযোজন কর । vat rate in bangladesh 2022-23 pdf

ভ্যাট বা মূসক কর্তনের হার ২০২২-২৩ / উৎসে কর্তনের সময়সীমা ২০২২

জুলাই থেকে মে পর্যন্ত যে মাসে উৎসে কর কর্তন করা হবে তার পরের দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। জুন মাসের ০১ থেকে ২০ তারিখ পর্যন্ত যেদিন উৎসে কর কর্তন করা হবে তার সাত দিনের মধ্যে জমা দিতে হবে। জুন মাসের অন্য যে কোন দিন যেদিন উৎসে কর কর্তন করা হবে তার পরের দিন জমা দিতে হবে। জুন মাসের শেষ দুই কর্ম দিবসে উৎসে কর কর্তন করেন তাহলে যেদিন কর কর্তন করবেন আপনাকে সেদিনই সরকারি কোষাগারে জমা দিতে হবে।

ভ্যাট কর্তনের হার ২০২২-২০২৩ pdf । ২০২২-২৩ অর্থ বছরের সেবা তালিকা কোড, ভ্যাট হার, অব্যাহতির তথ্য এসআরও নম্বসহ

Caption: ভ্যাট কর্তনের হার ২০২২-২০২৩ pdf Download Link

অংসংখ্য ভ্যাটের বিষয় হতে বাছাই করা কিছু খাত ২০২২-২৩ । কমন কিছু ভ্যাট ক্যাটাগরিজ

  • অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (এসি) -১০%
  • অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (নন এসি)-৫%
  • মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ-১০%
  • আসবাবপত্র বিপনন কেন্দ্র-৭.৫%
  • জ্বালানী (সিএনজি/অকটেন/ডিজেল)-৫%
  • যান্ত্রিক লন্ড্রি-১০%
  •  ডকইয়ার্ড-১০%
  • নিলামকারী সংস্থা-১০%
  • নিলামকৃত পন্যের ক্রেতা-৭.৫%
  • তথ্য প্রযুক্তি নির্ভর সেবা-৫%
  • ছাপাখানা-১০%
  • ইন্ডেটিং সংস্থা-৫%
  • ইন্টারনেট সংস্থা-৫%
  • মেরামত ও সার্ভিসিং-১০%
  • শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস-৫%
  • বোর্ড সভায় যোগানদারকারী-১০%
  • ভবন , মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা-১০%
  • ক্রয় বা যোগানদার -৭.৫%

মূল্য সংযোজন কর ই কি ভ্যাট?

হ্যাঁ। মূল্য সংযোজন কর (ইংরেজি: Value Added Tax, বা VAT), সংক্ষেপে মূসক, বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক কর যা যেকোনো ব্যবসায়ের মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের ওপর আরোপ করা হয়ে থাকে। দেশীয় পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়, বিদেশী পণ্য আমদানী ও রপ্তানী, দেশাভ্যন্তরে সেবা বা পরিষেবার উৎপাদন, বিপণন ও বিক্রয় ইত্যাদি সকল ক্ষেত্রে মূল্য রপ্তানী কর আরোপযোগ্য। এই কর উৎপাদন থেকে খুচরা বিক্রয় পর্যন্ত বিভিন্ন স্তরে আরোপ ও আদায় করা হলেও এর দায়ভার চূড়ান্তভাবে কেবল পণ্য বা সেবার ভোক্তাকে বহন করতে হয়। মূসক আরোপের মাধ্যমে আবগারী শুল্ক, বিক্রয় কর ইত্যাদির প্রয়োজনীয়তা দূর হয়েছে।

VAT rate in Bangladesh । ভ্যাট হার ২০২২-২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *