মুক্তিযোদ্ধা ভাতা ২০২৩– সরকার বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ১২ হাজার টাকা ছিল। প্রধানমন্ত্রীর ঘোষণার পর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।

জুলাই মাসে কত টাকা বরাদ্দ দেয়া হয়েছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে বিলের মাধ্যমে G2P পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ায় সারাদেশে ২,০৮,৮৩৫ জন ভাতাভােগীর অনুকূলে জুলাই ২০২২ মাসের জন্য বীর মুক্তিযােদ্ধা সম্মানি ভাতা বাবদ সর্বমােট ৩৬৩,৩১,৪৪,৭৩৯/- (তিনশত তেষট্টি কোটি একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত উনচল্লিশ) টাকা বিতরণের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মুক্তিযোদ্ধা ভাতাভােগীর মধ্যে যে সকল জীর্বিত বীর মুক্তিযােদ্ধা রয়েছেন, তাঁরা মাসিক সম্মানি ভাতা ২০,০০০/- (বিশ হাজার) টাকা হারে প্রাপ্য হবেন। অন্যদিকে, ভাতাভােগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযােদ্ধার ওয়ারিশগণ রয়েছেন, তারা “বীর মুক্তিযােদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৮ এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযােদ্ধার জন্য বরাদ্দকৃত মাসিক ২০,০০০/- টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন। মুক্তিযোদ্ধা ভাতা 2022 । “এ” শ্রেণীর পঙ্গু মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৪৫,০০০ টাকা

মুক্তিযোদ্ধা ভাতা কত ২০২৩ / allowance for freedom fighter

একজন মুক্তিযোদ্ধার মোট ভাতার পরিমাণ ২০,০০০ টাকা। এখানে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, মাসিক খরচ ইত্যাদি অন্তর্ভূক্ত থাকে। বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২৩

মুক্তিযোদ্ধা ভাতা কত ২০২২

জুলাই ২০২২ মাসের জন্য ২,০৮,৮৩৫ জন ভাতাভােগীর অনুকূলে বীর মুক্তিযােদ্ধা সম্মানি ভাতা বাবদ ৩৬৩,৩১,৪৪,৭৩৯/- (তিনশত তেষট্টি কোটি একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত ঊনচল্লিশ) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন: ডাউনলোড

মু্ক্তিযোদ্ধা ভাতা প্রাপ্তির ক্ষেত্রে শর্তসমূহ ২০২৩

  1. সম্মানি ভাতা ও উৎসব ভাতা পরিশোধে বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধি-বিধান ও নিয়মচরি অনুসরণ করতে হবে। সম্মানি প্রদানে কোনো অনিয়ম হলে উক্ত MIS এ তথ্য এন্ট্রি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকিবেন;
  2. উক্ত ব্যয় ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা কার্যক্রম এর আওতায় নগদ সামাজিক সহায়তা সুবিধাদির ‘কল্যাণ অনুদান’ খতি (১৫৭০১-১২০০০১৮০৫-৩৭২১১০২) হতে বহন করা হবে;
  3. উপরােক্ত সংখ্যক ভাতাভােগীর মধ্যে যে সকল জীর্বিত বীর মুক্তিযােদ্ধা রয়েছেন, তাঁরা মাসিক সম্মানি ভাতা ২০,০০০/- (বিশ হাজার) টাকা হারে প্রাপ্য হবেন। অন্যদিকে, ভাতাভােগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযােদ্ধার ওয়ারিশগণ রয়েছেন, তারা “বীর মুক্তিযােদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৮ এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযােদ্ধার জন্য বরাদ্দকৃত মাসিক ২০,০০০/- টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন;
  4. “বীর মুক্তিযােদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” অনুযায়ী এ সম্মানি ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহিদ, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযােদ্ধাগণ এ বরাদ্দপত্নের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না।

মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা কত টাকা?

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বর্তমানে সাধারণ বীর মুক্তিযোদ্ধারা মাসিক ১২ হাজার টাকা হারে সম্মানি ভাতার পাশাপাশি ১০ হাজার টাকা হারে দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার টাকা এবং জীবিত বীর মুক্তিযোদ্ধারা মহান বিজয় দিবস ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা পান। Freedom fighter Festival allowance । মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা কত?

মুক্তিযোদ্ধা ভাতা ২০২৩: ডাউনলোড

ডিসেম্বর ২০২২ মাসের জন্য ২,০১,৫৯৩ জন ভাতাভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ ৩৪০,০৪,৮১,২৭৬/- (তিনশত চল্লিশ কোটি চার লক্ষ একাশি হাজার দুইশত ছিয়াত্তর) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন (স্মারক – ১১৪৮; তারিখঃ ২৬/১২/২০২২) PDF Download

Freedom fighter Festival allowance । মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা কত?